STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Bengali -- Perform a PLAY -- 163 (Secret in the Wilden woods 1) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- Tamil -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য নাটক
163. ওয়াল্ডেন বনের গুপ্ত রহস্য-১মার্গারেট খালার উপর রূথ ক্ষিপ্ত হয়ে পড়লো। কারণ হলো সে তার সাথে মন্দ আচরণ করেছে। এর শাস্তি স্বরূপ রাতের খাবার না খেয়ে বিছানায় শুয়ে পড়লো। নিরবে ফিলিপ তার কক্ষে প্রবেশ করলো। ফিলিপঃ ‘রূথ, এটা তোমার জন্য। আমি আমার পকেটে লুকিয়ে রেখেছিলাম।’ রূথ ভীষণ ক্ষুধার্ত, তাই স্যান্ডউইচটি হাতে পাবার সাথে সাথে এক কামর খেয়ে নিল। রূথ (মুখ ভর্তি স্যান্ডউইচ): ‘ফিলিপ, আমি ভালো হতে চাই, তা আমি কেন পারছিনা।’ ফিলিপঃ ‘আমি জানি না। এতটা ক্রুদ্ধ না হওয়ার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। আর এ ধরণের ঘৃণাসূচক কথা না বলা ভালো। খালার দয়ায় আমরা এখানে থাকতে পারছি যখন আমাদের পিতা মাতা ভারতে মিশনারীর কাজে চলে গেলেন।’ রূথ দীর্ঘশ্বাস ছাড়লো ততক্ষণে তার মুখে অর্ধেকটা স্যান্ডউইচ পুরে রাখা। হঠাৎ করে খালা মার্গারটের পদধ্বনি শুনতে পেল। ফিলিপ দৌড়ে তার কক্ষে চলে গেল, গিয়ে বিছানায় শুয়ে পড়লো, রাস্তায় পরা কাপড় পরিহিত অবস্থায়। খালা মার্গারেটঃ ‘শুভ রাত্র ফিলিপ। শুভ রাত্র রূথ।’ ফিলিপঃ ‘শুভ রাত্র খালা মার্গারেট।’ রূথের ভান ছিল সে যেন ঘুমে অচেতন। পরের দিন সকালে ছুটি কাটানোর জন্য একটা পরিকল্পনা এটে নিল। ফিলিপঃ ‘ওয়াইল্ডেন বনে গিয়ে আমরা আবিষ্কার করবো। হয়তো ছোট্ট নদীর পারে পাখীরা তাদের ডিমে তা দিচ্ছে। আমরা একটা কুড়ে ঘর তোলব, নির্ভরযোগ্য প্রকৃতি গবেষণাগার।’ রুথের উৎসাহের শেষ রইলো না। উভয়োই ছুটে চললো শুরু পথ ধরে যা পৌছে গেছে জঙ্গলের মধ্যে রুথ ঠায় দারিয়ে মিষ্টার টান্নার মেষ পাল অবলোকন করছে। একটা মেষ শাবক তার কাছে চলে এলো আর তার হাতে চাটা দিল। ওর কোনো পিতামাতা নেই, আবার দৌরে চলে গেল। ফিলিপঃ ‘চলে আস রূথ, আমাদের হাতে বেশি সময় নেই।’ তারা কুড়ে ঘর তৈরি করার জন্য উত্তম একটা স্থান খুঁজে পেল। রুথ বৃক্ষ শাখা কুড়িয়ে আনলো আর ফিলিপ ওগুলো দিয়ে একটা তাবু তৈরি করলো। তারা রোজ তাদের গুপ্ত স্থানে চলে আসে। একদা রুথের বাসায় থাকতে হয়েছিল তার ধোয়া কাপড়চোপর শুকানোর জন্য। অবশ্য তার ওকাজ আদৌ পছন্দ নয়। ক্রোধের সাথে তার ধোয়া কাপড় মাটিতে ফেলে দিল। খালা মার্গারেটঃ ‘আর একটু সাবধান হতে পারো না? তোমার কাজের জন্য তুমি অনুতপ্ত হও।’ রূথঃ ‘আমি কিন্তু দুঃখিত। তুমি এত ছোট মনের খালা মার্গারেট।’ খালা মার্গারেটঃ ‘রূথ, দীর্ঘদিন ধরে আমি লক্ষ্য করে আসছি, চিন্তা করে দেখলাম তোমাদের বোডিং স্কুলে পাঠানোর বিষয়ে।’ রূথঃ ‘তাহলে আমি পালিয়ে যাবো’ (সজোরে দরজা বন্ধের শব্দ)। ক্রুদ্ধ রূত পালিয়ে গেল। অনেক দূরে। কেতা গেল? সে নিজেও জানেনা তার অবস্থান সম্বন্ধে। কিন্তু খালা মার্গারেটের কথা তার মনে জাগলো। (প্রতিধ্বনি ও দ্রুত শব্দটি মিলিয়ে যাওয়া) আমি তোমাদের বোড়িং স্কুলে প্রেরণ করবো। তাহলে আমি পালিয়ে যাবো...। পরবর্তি নাটকে জানতে পারবে পালিয়ে যাওয়া রূথের কি হয়েছিল। লোকবলঃ ভাষ্যকার, ফিলিপ, রূথ, খালা মার্গারেট © Copyright: CEF Germany |