STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 158 (Reward for M. 3)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

158. এম এর জন্য উপহার


রানি ইষ্টের খুবই সাহসি ভূমিকা রাখলেন। আমন্ত্রণ ছাড়াই তিনি পারস্য রাজের সিংহাসনে প্রবেশ করলেন। একাজটি করা তাঁর জন্য জীবন মৃত্যুর ঝুঁকি ছিল। তিনি এ ঝুকি মাথা পেতে নিলেন কারণ তিনি তার লোক ইহুদিদের বাঁচাতে চেয়েছিলেন।

রাজা আহসুরুস তার সিংহাসনে সমাসীন ছিলেন। তিনি দেখতে পেলেন ইষ্টের দরবারে আসতেছেন। তিনি তার সোনালি রাজদন্ড রানির প্রতি এগিয়ে দিলেন, যার অর্থ হলো তাকে সাদরে স্বাগতম জানানো হয়েছে।

রাজাঃ ‘রানি ইষ্টের, আপনি কেন এসেছেন? আপনার মনের আকাঙ্খা কি?’

ইষ্টেরঃ ‘আমার রাজন। হামনকে সাথে করে আজ আমার গৃহে ভোজ গ্রহনের জন্য আমন্ত্রন জানাচ্ছি।’

রাজাঃ ‘সেবক, দ্রুত হামনকে নিয়ে আস। রানি আমাদের ভোজের আমন্ত্রণ জানিয়েছেন।’

ইষ্টের অত্যন্ত সুস্বাদু ভোজের ব্যবস্থা করেছেন তাদের জন্য।

রাজাঃ ‘রানি ইষ্টের, আপনি কি কোনো মনোবাসনা প্রকাশ করতে চান? আমার রাজ্যের অর্ধেকটা পর্যন্ত আপনাকে দিতে প্রস্তুত।’

ইষ্টেরঃ ‘অনুগ্রহ পূর্বক আগামিকল্য রাতের ভোজে আমন্ত্রন জানাচ্ছি এবং হামনকে সাথে করে। তখন আমার মনের বাসনা আপনার কাছে প্রকাশ করবো।’

অপরাধ দেখেও না দেখার ভানকারী হামান বিজ্ঞোচিত ও গর্বিত ভাবে বাড়ি গেল।

হামানঃ ‘আমি সর্বোচ্চ রাজকর্মচারী। রাণি আমাকে নিমন্ত্রন করেছেন রাজার সাথে ভোজ গ্রহন করার জন্য। কেবল আমিই আমন্ত্রিত। আগামিকল পুণরায় নিমন্ত্রিত হয়েছি। কিন্তু একটি বিষয় আমাকে পাগল করে ছাড়ছে; মর্দেকাই আমার কাছে কুর্নিশ করলো না।’

তার স্ত্রীঃ ‘আপনি কি তারে ছেড়ে দিতে চান? এই ইহুদিকে ফাঁসিতে ঝুলান!’

ইষ্টের জানতেন না যে হামান তাঁর সতাত পিতাকে মেরে ফেরার জন্য বিশাল উচু এক ফাঁসির মঞ্চ তৈরি করে রেখেছে। উক্ত ফাঁসির মঞ্চটির উচ্চতা ছিল ৮০ফুট। কিন্তু খোদা তা দেখতে পেরেছিলেন। তিনি নিয়ন্ত্রন করেন। আর এ কারণে তিনি রাজা আহসুরুসকে বিনিদ্র রজনি উপহার দিলেন।

রাজাঃ ‘সেবক, আমি ঘুমোতে পারি নাই। আমার ডায়েরি নিয়ে এসো। ইদানিং কি কি ঘটেছে পড়ে শুনাও।’

ডায়রিতে লেখা ছিল রাজাকে গুপ্ত হত্যা করার জন্য যারা ষড়যন্ত্র করেছিল তা মর্দেকাই ধরিয়ে দিয়েছিলেন।

রাজাঃ ‘এ কাজের জন্য মর্দেকাইকে কোন ধরনের পুরষ্কার দেয়া হয়েছে?’

সেবকঃ ‘আদৌ কোনো পুরষ্কার দেয়া হয় নি।’

পরের দিন হামান রাজদরবারে হাজির হলেন। তিনি রাজার হুকুমের অপেক্ষা করছিলেন মর্দেকাইকে ফাঁসিতে ঝুলিয়ে মারার জন্য।

রাজাঃ ‘হামান, রাজা যাকে ধন্যবাদ জ্ঞাপন করতে চায় তাকে তিনি কি দিতে পারেন?’

হামান নিশ্চিত ছিলেন যে রাজা তাকেই লক্ষ করে বলছেন।

হামানঃ ‘তাকে রাজার যুব্বা পরিয়ে, রাজমুকুট মাথায় দিয়ে রাজার একটি ঘোড়ায় চড়িয়ে গোটা সম্রাজ্যে ঘুরিয়ে দেখান। রাজার একজন সেবক তার সাথে সঙ্গ দিবে আর ঘোষণা দিতে থাকবে। ইনি হলেন সেই ব্যক্তি যাকে রাজা সম্মান দেখাতে চাচ্ছেন।’

রাজাঃ ‘হামান, এই ব্যবস্থাটি মর্দেকাইয়ের জন্য করো!’

ব্যর্থতা ও হতাশায় হামানের রক্ত শুন্য হয়ে গেল।

পরবর্তি নাটকে তোমরা দেখতে পাবে বাইবেলের ঘটনা কিভাবে এগিয়ে গেল।


লোকবলঃ ভাষ্যকার, রাজা, ইষ্টের, হামান, মহিলা, সেবক

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 21, 2019, at 07:43 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)