Home -- Bengali -- Perform a PLAY -- 159 (Whoever digs a hole 4)
159. যে কেউ গর্ত খোড়ে-৪
হামান, সেই ভয়ংকর ব্যক্তিটি চলেই যাচ্ছিল। সে দেখতেই পায়নি একটা কিছু ধেয়ে আসছে; তাকেই সম্মান দেখাতে হবে মর্দেকাইকে গোটা জাতির সম্মুখে, অথচ সে চেয়েছিল তাকে ফাঁসিতে ঝুলিয়ে তাকে হত্যা করবে। তৎসঙ্গে পারস্যে বসবাসকারী সকল ইহুদিদের।
কিন্তু সে জীবন্ত খোদার মধ্যস্থতার বিষয় নিয়ে আদৌ ভাবতে যায় নি, যে খোদা তাঁর লোকদের প্রেম করেন ও সুরক্ষা করেন।
হামান যদি জানতেই পারতো তার জন্য কোন অবস্থা প্রস্তুতকৃত হয়ে আছে।
কিন্তু পুনরায় রাজার সাথে নৈশভোজে আমন্ত্রিত হওয়াটা বড়ই গর্বের বিষয় মনে করলো। রানি ইষ্টের তার আমন্ত্রিত মেহমানের জন্য প্রস্তুত ছিলেন। রাজ বাড়িতে কেউই জানতো না যে মর্দেকাই রানির সতাত পিতা। সেই বিকেলে রাজা আহসুরুস রানির মনোবাসনা পরিপূর্ণ করার জন্য মনোস্থির করলেন।
রাজাঃ ‘রানি ইষ্টের, আপনার কি কোনো মনোবাসনা আছে? আমার সম্রাজ্যের অর্ধেকটা পর্যন্ত দিয়ে দেব।’
ইষ্টেরঃ ‘হে রাজন, আমাকে এবং আমার লোকজন ইহুদিদের বাঁচতে দিন। কোনো একজন আমাদরে হত্যা ও নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত।’
রাজা (ভীষণ ক্ষিপ্ত): ‘কে সেই উম্মাদ? কোথায় আছে সে?’
ইষ্টেরঃ ‘এই হামানই হলো আমাদের চরম শত্রু।’
রাজা ক্রোধে অস্থির হলেন। হামান তার জীবন রক্ষার জন্য আকুতি জানাতে লাগলো। কিন্তু কোনো কিছুতেই কোনো ফল হলো না, সেবক তার চোখ বেধে তাকে সরিয়ে নিয়ে গেল। হামানের নিজের হুকুমে প্রস্তুত করা ফাঁসির মঞ্চ যা মর্দেকাইয়ের জন্য তৈরি করেছিল তাতেই সে মারা পড়লো।
বালিকাঃ ‘বেশ হয়েছে, যদি কেউ কারো জন্য গর্ত খোড়ে তবে উক্ত গর্তে সে নিজেই পতিত হয়।’
ইহুদিদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করার মতো হামান একক ব্যক্তি নয় বা প্রথম ব্যক্তি নয়। আর মনে করার কারণ নেই যে সে সর্বশেষ ব্যক্তি। কিন্তু খোদা তার সন্তানদের সুরক্ষা করে চলেন। তিনিই তার কুট চাল বুমেরাং করে দিলেন।
খোদার পরিকল্পনা, বিশ্বের নাজাতদান মসিহ ইহুদিদের মধ্য দিয়ে জগতে মানুষরূপে জন্মলাভ করবেন। খোদা যা কিছু পরিকল্পনা করেন তা অবশ্যই বাস্তবায়িত করে ছাড়েন।
রাজা আহসরুস পর্যন্ত রয়েছেন তাঁর নিয়ন্ত্রনে।
রাজাঃ ‘রাজাজ্ঞা এলো; আমার সম্রাজ্যে বসবাসকারী প্রত্যেক ইহুদি ব্যক্তির আত্মরক্ষার অধিকার সুনিশ্চিত হলো।’
রাজদূত সবচেয়ে দ্রুততম ঘোড়ায় চড়ে সকল প্রদেশে এই নতুন আজ্ঞা প্রচার করে দিল। ইহুদিদের ঘৃণিত শত্রু হামান যে হুকুম জারি করেছিল ডিসেম্বর ১৩ তারিখ সকল ইহুদিদের হত্যা, নিশ্চিহ্ন ও সবকিছু লুটপাট করে নেবার, যে দিনটি ছিল শোক ও বিলাপের জন্য তা আনন্দ ও ধন্যবাদের দিনে পরিণত হলো, কেননা ইহুদিদের শত্রু হলো পরাভুত।
তারা তাদের বিজয় উৎসব পালন করলো ১৪ তারিখ। ইহুদিগণ পরষ্পরকে উপহার সামগ্রি বিনিময় করলো আর গরিবদের জন্য ভোজের ব্যবস্থা করলো।
শোকের মধ্যদিয়ে আনন্দ উৎপন্ন হলো। খোদা বাছাই করলেন ও সুরক্ষা করলেন তার মনোনিত জাতি ইস্রায়েল জাতিকে। চুড়ান্ত সিদ্ধান্ত কেবল তাঁর কাছ থেকেই আসে।
লোকবলঃ ভাষ্যকার, রাজা, ইষ্টের, বালিকা
© Copyright: CEF Germany