Home -- Bengali -- Perform a PLAY -- 160 (Why does Jesus allow it 1)
160. মসিহ কেন অনুমতি দিলেন-১
তিনজন সহোদর ছিল অবিচ্ছেদ্য। তুমি কি তাদের চেনো? মার্থা যে ছিলেন কল্পনাবিদ আর সদা সঞ্চালিত ব্যক্তি। মরিয়ম ছিলেন শান্ত লাজুক প্রকৃতির ব্যক্তি। লাসার ছিলেন ভাই যার উপর তারা নির্ভর করতেন। তারা তিনজনই মসিহকে প্রেম করতেন। সাহাবিদের নিয়ে মসিহ যখন বেথানিয়ায় আসতেন তখন তিনি তাদের বাড়িতে যেতেন।
সাধারণতঃ উক্ত গৃহে সর্বদা আনন্দঘন পরিবেশ বিরাজ করতো, কিন্তু সহসা লাসার অসুস্থ হয়ে পড়লো, আর অসুস্থতা বেড়ে গিয়ে সে মৃত্যু মুখে পড়ে গেল। মরিয়ম তার পাশে বসে আছে, বড়ই উদ্বিগ্ন। রুগ্ন ভাইটি কথা বলাই বন্ধ করে দিয়েছে। সে তার চোখ বন্ধ করে ফেললো। মার্থা দরজার কাছে ছুটে গেল, দেখতে পেল তার ভাইয়ের বিবর্ণ মুখমন্ডল।
মার্থাঃ ‘মরিয়ম, এভাবে চলতে দেয়া যায় না। একমাত্র মসিহই রক্ষা করতে পারবেন, এক্ষুনই আমি তাঁর কাছে খবর পাঠাতে যাচ্ছি।’
উর্ধ্বস্বাসে ছুটে গিয়ে বার্তাবাহক প্রভু মসিহকে জর্দান নদীর কাছে খুঁজে পেল।
বার্তা বাহকঃ ‘প্রভু মসিহ, দ্রুত চলে আসুন! মরিয়ম ও মার্থা আমাকে প্রেরণ করেছেন। লাসার মারাত্মকভাবে অসুস্থ। দ্রুত চলে আসুন, অন্যথায় সে মারা যাবে!’
তিন সহোদরকে মসিহ প্রেম করতেন। কিন্তু তিনি সাথে সাথে সেথায় গেলেন না। তিনি যেখানে ছিলেন সেখানেই সাহাবিদের সাথে থেকে গেলেন। আর কয়েকটা দিন দেরি করলেন।
মসিহঃ ‘আস, এবার আমরা যাই। লাসার ঘুমিয়ে পড়েছে। আমি গিয়ে তাকে জাগাবো।’
সাহাবিগণঃ ‘যদি তিনি ঘুমিয়ে থাকেন, তবে তিনি পুনরায় ভালো হয়ে ওঠবেন।’
মসিহঃ ‘ঘুমানো শব্দ দিয়ে আমি বুঝাতে চেয়েছি লাসারের মৃত্যু হয়েছে।’
সাহাবিঃ ‘মৃত্যু?’
মসিহঃ ‘আমি আনন্দিত এই কারণে যে আমি তথায় ছিলাম না। আর সে কারণে তোমরা আমার উপর আস্থা স্থাপন করতে শেখবে।’
আসলে যে কি ঘটনা ঘটে চলছে তা সাহাবিগণ আদৌ বুঝতে পারলো না। লাসারের মৃত্যু হয়েছে আর মসিহ তাতে আনন্দিত হলেন। এমন পরিস্থিতিতে কি করে তার উপর আস্থা বিশ্বাস নির্ভরতা রাখা চলে? মসিহ কি বুঝাতে চেয়েছেন, যদি মারাত্মক কোনো ঘটনাও ঘটে যায় তখনও মসিহের উপর কি করে আস্থা রাখা চলে, তা শেখাতে চাচ্ছেন? কেউ কিছু না বুঝলেও কি মসিহের উপর বিশ্বাস রাখা সম্ভব?
লাসারকে কবর দেয়া হয়ে গেছে। মার্থা ও মরিয়ম ভীষণভাবে রোদন বিলাপ করেছেন। অনেকে এসে তাদের সাথে শোক প্রকাশ করেছে। তারা তাদের অর্থাৎ দুই বোনকে স্বান্তনা দিতে সাধ্যমত চেষ্টা করেছে।
এবার আমি তোমাদের একটি ক্ষুদ্র দায়িত্ব দিব। এ প্রশ্নের জবাব দিতে চেষ্টা করো; তোমার প্রার্থনার জবাব মসিহ তাৎক্ষণিক যদি না দেন তথা তোমাকে যদি তিনি সাহায্য না করেন তখন তুমি কি করবে? সকলের খারাপ বিষয় যদি তোমার উপর তিনি ঘটতে দেন তখন তুমি করবে? এ সমস্ত অঘটন তোমার উপর ঘটতে থাকলেও কি তুমি তার উপর বিশ্বাস করবে?
অনুগ্রহ পূর্বক এ প্রশ্ন নিয়ে ভাবতে থাকে!
মনে রাখবে পরবর্তি নাটকে বিষয়ের বর্ণনা চলতে থাকবে।
লোকবলঃ ভাষ্যকার, মার্থা, বার্তা বাহক, মসিহ, সাহাবিগণ
© Copyright: CEF Germany