Home -- Bengali -- Perform a PLAY -- 161 (Can the dead live 2)
161. মৃতরা কি বাঁচবে-২
তুমি প্রর্থনা করেছো তোমার ইচ্ছা পুরণ করার জন্য কিন্তু মসিহ তদ্রুপ তোমার মনোবাঞ্চা পুরণ করলেন না, তেমন ক্ষেতে তুমি কি করবে? তুমি কি তাঁর উপর ত্রুদ্ধ হয়ে প্রার্থনাই বন্ধ করে দিবে?
মার্থা কিন্তু তেমনটা করলেন না যদিও তার ভ্রাতার ইতোপূর্বে মৃত্যু হয়ে গেছে। পরিশেষে মসিহ যখন এসেই পড়লেন, তখন লাসরকে কবর দেয়া হয়ে গেছে যথাযথ।
মার্থাঃ ‘মসিহ, আপনি যদি একটু আগেভাগে আসতেন, তবে আমার ভাই মারা যেতো না।’
মসিহঃ ‘লাসার আবার জীবিত হয়ে ওঠবে।’
মার্থাঃ ‘আমি জানি পূনরুন্থানের দিনে সে জীবিত হয়ে ওঠবে, যখন খোদা শেষ দিনে সকলকে জীবিত করে তুলবেন।’
মসিহঃ ‘আমিই পুণরুন্থান ও জীবন। যে কেউ আমার উপর বিশ্বাস রাখে সে মরিলেও জীবিত হয়ে ওঠবে। তুমি কি সেকথা বিশ্বাস করো?’
মার্থাঃ ‘আমি বিশ্বাস করি তুমি খোদার পুত্র।’
সর্বপরিস্থিতিতে মসিহের উপর বিশ্বাস রাখাই হলো সর্বোত্তম উপায়। হয়তো কখনো কখনো তুমি তাঁর ইচ্ছা অভিপ্রায় বুঝতেই পারছোনা, তেমন ক্ষেত্রেও তেমাকে তাঁর উপর নির্ভরশীল থাকতে হবে। মসিহের উপর বিশ্বাস রাখা সবসময়ের জন্যই উত্তম। মার্থা দৌড়ে বাড়িতে পৌছে গেল।
মার্থাঃ ‘মরিয়ম, মসিহ তোমার জন্য অপেক্ষা করছেন।’
(দৌড়ের শব্দ) সে বুঝতেই পারেনি যে কি কারনে তার ভাইয়ের মৃত্যু হলো।
তিনি মসিহের কাছে ছুটে গেলেন অস্রুসজল নেত্রে।
মরিয়মঃ ‘মসিহ, যদি আপনি এখানে থাকতেন তবে কোনোভাবেই লাসার মারা যেত না।’
মসিহঃ ‘কোথায় তাকে কবর দিয়েছো?’
মরিয়মঃ ‘আমার সাথে আসুন, আমি দেখাবো।’
অনেক বিলাপকারি তাদের সাথে কবরের কাছে গেল আর, কবরটির মুখ বিশাল একটা পাথর দিয়ে বন্ধ করা ছিল। সেখানে মসিহ নিজেও কাঁদলেন।
লোকজনঃ ‘দেখ তিনি কাঁদছেন। কতোটা তিনি তাকে প্রেম করতেন।’
লোকজনঃ ‘তাহলে তিনি কেন এ মৃত্যু হতে দিলেন?’
মসিহঃ ‘পাথর খানা সরিয়ে দাও।’
মার্র্থা আপত্তি জানালো।
মার্থাঃ ‘প্রভু, চার দিন গত হলো সে মারা গেছে। এতদিনে দুর্গন্ধ ধরে গেছে মরদেহে।’
মসিহঃ ‘মার্থা, যদি তুমি আমাকে বিশ্বাস করো, তবে তুমি খোদার গৌরব দেখতে পাবে।’
সর্বাবস্থায় মসিহের উপর বিশ্বাস রাখাটাই হলো সর্বোত্তম কাজ, এমন কি যদি মারাত্মক কিছুও ঘটে যায়।
কখনো কখনো তুমি বুঝতেই পারছোনা কিভাবে কি ঘটে গেল, সবসময় মসিহের উপর বিশ্বাস রাখাই হলো সর্বোত্তম সিদ্ধান্ত। লোকজন পাথরখানা ঠেলে সরিয়ে দিলো। মসিহ তখন উপরের দিকে তাকালেন।
মসিহঃ ‘পিতা, তুমি সবসময় আমার প্রার্থনা শুনে থাকো। লাসার! বাহির হয়ে এসো!’
খোদার কুদরত ঘটে গেল। মৃত ব্যক্তি কবর থেকে বাহির হয়ে আসলেন!
যতজন এ ঘটনা প্রত্যক্ষ করলো তাদের অনেকেই মসিহের উপর বিশ্বাস স্থাপন করলো। সর্বাবস্থায় মসিহের উপর বিশ্বাস রাখা সর্বশেষ্ঠ সিদ্ধান্ত, তাতে যদি অনাকাঙ্খিত ঘটনাও ঘটে যায়।
তুমি কি মসিহের উপর বিশ্বাস রাখো?
লোকবলঃ ভাষ্যকার, মার্থা, মসিহ, দুইজন লোক
© Copyright: CEF Germany