Home -- Bengali -- Perform a PLAY -- 162 (Detective seeks co-workers)
162. গুপ্তচর সহকর্মীর প্রয়োজন বোধ করে
সে হস্ত বিস্তার করলো সাহায্যের জন্য একটি কতুহলজনক কাজে।
তুমি কি তাকে সাহায্য করতে পারো? যেকেনো মুহুর্তে তিনি দেখা দিতে পারেন।
(দরজায় কলিং বেলের শব্দ) এবার দরজায় তিনিই হবেন।
গোয়েন্দাঃ ‘ওহে, স্টেভি স্লুপ আমার নাম। আমি একজন গোয়েন্দা। আপনাকে আমার প্রয়োজন! ঠিকই, আপনাকেই! এক হাজার মামলার সমাধান আমাকে করতে হবে।’
এবার তুমি অতিরঞ্জন করছো।
গোয়েন্দাঃ ‘কেন, তাহলে কেবল ৯৯৯! এটা হলো প্রথম মামলা। এটা বড়ই গোপনীয়। কিন্তু অতীব জরুরী, তাই অজানা আর কোনো সদস্য এক্ষেত্রে গ্রহণ করা যাবে না। সে একজন প্রতারক! একটা চালবাজ যে মানুষের পকেট থেকে লুকিয়ে টাকা নিয়ে যায়। বেশি দেরি করা যাবে না। তোমাকে তাকে ধরতে হবে। চারিত্রিক বৈশিষ্ট; খাটো কিন্তু বলিষ্ট।’
উক্ত ব্যক্তির বিষয়ে কিছুটা সূত্র বাইবেলে লুক লিখিত সুসমাচারে খুঁজে পাওয়া যাবে, পড়তে হবে ১৯ অধ্যায়ের ২ পদে। লুক ১৯: ২ পদ্ধতি তোমার খুঁজে পেতে সাহায্য করবে।
যদি তোমার কাছে কোনো বাইবেল না থাকে, তবে আমার কাছে লিখ, আমি পাঠিয়ে দেব।
গোয়েন্দাঃ ‘আর দ্বিতীয় মামলাটির মধ্যে অনুসন্ধানে তোমাকে বড়ই সাবধান হতে হবে। এ ব্যক্তি অস্র ব্যবহার করে। সে জীবন্ত খোদাকে অভিশাপ দেয় বিশ্রি বিশ্রি বাক্যের দ্বারা। সে যে পথ সৃষ্টি করে তা তার পক্ষে মুছে ফেলা অসম্ভব। তার জুতার আকার সম্ভবতঃ ৭৩!’
বাইবেলে তার বিষয়ে বর্ণনা কোথায় আছে তা লিখে নাও। ১ শমুয়েল ১৭ আয়াত নং ৪। আমি আবার বলছি ১ শমুয়েল ১৭: ৪। বাইবেল ঘিরে তোমার পথ যদি না চিনতে পারো তবে সূচিপত্র দেখ।
গোয়েন্দাঃ ‘তিন নাম্বারের মামলাটি আমার জন্য বড়ই গুরুত্বপূর্ণ। এ ব্যক্তিকে শেষবারের মতো নদীর কিনারায় দেখা গিয়েছিল। তার পরিধেয় কাপড় ছিল উটের লোমের আর তার উপাদেয় খাবার ছিল না ফ্রেন্স ফ্রাইস, কিন্তু প্রিয় ছিল ফড়িং ও বনমধু। (গলা পরিষ্কারের শব্দ, কাশি) তিনি সকলকে আহবান জানাতেন খোদার সাথে জীবন যাপন করতে, আর তাদের ফিরে আসতে পাপের পথ থেকে। অনেকেই তাঁর কথায় রাজি হয়েছিল আর খোলা মনে তাদের পাপের কথা স্বীকার করতো। আমি যখন এই ব্যক্তিকে দেখতে পেলাম, আামার উদ্বেগ তখন শেষ হয়ে গেল।’
আর একটা সূত্র খুঁজে পাওয়া যাবে মথি লিখিত সুসমাচারের ৩ অধ্যায়ের এক নম্বর আয়াতে। (মথি ৩: ১)
বাইবেলের এই পুস্তকে মথি ১ অধ্যায় ২১ নং আয়াতে দেখতে পাবে কার সাথে এ ব্যক্তি নিজেকে সম্পৃক্ত করেছিলেন। গোয়েন্দা স্টেভি স্লুপ খুশি হবেন যদি তুমি উক্ত প্রশ্ন সমূহের জবাব আমাদের কাছে পাঠিয়ে দাও।
গোয়েন্দাঃ ‘কথাটা ঠিক! দ্রুত পদক্ষেপ নাও! বিষয়টি জরুরী।’
এ বিষয়গুলো সমাধান বের করতে তুমি খুবই আনন্দ পাবে।
গোয়েন্দাঃ ‘গোয়েন্দা স্টেভি স্লুপ।’
লোকবলঃ ভাষ্যকার, গোয়েন্দা, স্টিভি স্লুপ
© Copyright: CEF Germany