STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 028 (The very first Easter)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

28. প্রথম ঈদের ভোজ


আজ কতটা সকলে তোমরা ঘুম থেকে জেগেছো?

মরিয়ম ও তাঁর বান্ধবিরা অতি ভোরে ঘুম থেকে জেগে উঠেছে। কিন্তু তাদের মনে বড়ই শোক। যদি এই সময় প্রভু জীবিত থাকতেন! কয়েকদিন পূর্বে তিনি সলিবে মৃত্যু বরণ করেছেন। যখনই তারা এ বিষয়ে চিন্তা করেন তখনই কান্নায় ভেঙ্গে পড়েন। সূর্য উদয়ের কালে তারা কবরের কাছে গেলেন।

বান্ধবী: ‘মরিয়ম, দেখ! কবরের মুখের পাথরখানা সরানো হয়েছে! সেখানে, একজন ফেরেশতা!’

ফেরেশতা: ‘ভয় পেয়োনা!’ আমি জানি তোমারা মসিহকে খুঁজে ফিরছো। তিনি এখানে নেই। তিনি পুনরায় জীবিত হয়েছেন! অকষ্মাৎ প্রত্যাশা জাগ্রত হলো! অবশ্যই! মসিহ ইতোপূর্বে তাদের বলেছেন যে তাঁকে মরিতে হবে, আর মৃত্যুর তৃতীয় দিনে তিনি পুনরায় জীবিত হয়ে উঠবেন। কি করে তারা এ শিক্ষা ভুলে গেল?

ফেরেশতা: ‘এখানে এসে দেখ যেস্থানে তারা তাঁর লাশ দাফন করেছিল।’

মহিলা কবরের ভিতরে উকি মেরে দেখলেন, শূণ্য কবর!

ফেরেশতা: ‘ফিরে গিয়ে সাহাবিদের খবর দাও!’

হৃদয়ে বিষ্ময় ও মহানন্দ নিয়ে তারা কবর ত্যাগ করলেন। মসিহ জীবিত! পতিমধ্যে তিনি তাদের সাথে সাক্ষাৎ করলেন, তারা তাঁকে দেখলেন, স্পর্শ করলেন। তিনি তাদের সাথে কথা বললেন।

মসিহ: ‘ভয় করো না! ফিরে গিয়ে অন্যান্যদের কাছে বলো!’

তারাও ঠিক তাই করলেন।

মরিয়ম: ‘মসিহ বেঁচে আছেন!’

বান্ধবী: ‘তিনি পুনরায় জেগে উঠেছেন!’

মরিয়ম ও বান্ধবী: ‘কবর শূন্য পড়ে আছে!’

(কিতাব থেকে পাঠের সময় আবহ সংগীত বাজাতে হবে)

বাইবেলে মসিহ তোমাদের বলেছেন, ‘ইউহোন্না ১১: ২৫, ২৬ খন্ড’ আমি অভিবাদন জানাবো এ বলে যে মসিহিগণ যেন পুনরুত্থানের সময় পরষ্পরকে এ বলে উৎসাহ যোগায় ‘প্রভু পুনরুত্থিত! তিনি সত্যিই পুনরুত্থিত!’


লোকবল: ভাষ্যকার, মরিয়ম, মরিয়মের বান্ধবী, ফেরেশতা, মসিহ

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on August 06, 2022, at 07:00 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)