Home -- Bengali -- Perform a PLAY -- 027 (Jesus dies on the cross)
27. সলিবে মসিহ প্রাণ দিলেন
বালক: ‘আমি মনে করি যিহুদা মসিহের সাথে যে বিশ্বাসঘাতকতা করলো তার ফল বড়্ই ভয়াবহ।’
বালক: ‘মসিহ কেন তাদের সাথে যুদ্ধ করলেন না? তিনি নিজেকে মুক্ত করে নিতে পারতেন।’
সত্যি তিনি তা পারতেন, কিন্তু ঘটনাটি এভাবেই সম্পন্ন হতে হোতো।
বালক: ‘আমি এর কিছুই বুঝি না।’
খোদার পুত্র এ ধরনিতে আমাদের পাপের জন্য প্রাণ কোরবানি দিতে এসেছেন। অবাধ্যতা ও অপরাধের মাধ্যমে প্রত্যেকটি ব্যক্তি খোদার সংগ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। পাপের বেতন হলো মৃত্যু। মসিহ আমাদের প্রাপ্য শাস্তি নিজের স্কন্ধে তুলে নিতে চাইলেন যেন খোদার সাথে আমাদের সুসম্পর্ক পুনরায় প্রতিষ্ঠিত হয়।
বালক: ‘এবার আমি বুঝতে পেরেছি।’
চূড়ান্ত সিদ্ধান্ত বিচারকের দ্বারা হলো ঘোষিত। মিশরের বন্ধি শিবির থেকে মুক্তির দিনটি উদযাপনের দিনে বিচারক এক বন্দি মুক্ত করে থাকেন।
পিলাত: ‘এ বৎসর কাকে আমি জেলখানা থেকে মুক্ত করবো? মসিহকে না বারব্বাকে?’
আসলে পিলাত চেয়েছিলেন মসিহকে মুক্ত করে দিতে কেননা বারব্বা হলো খুনি, ডাকাত, আর সে কারণেই তিনি প্রশ্ন করেছিলেন:
পিলাত: ‘তোমরা কি চাও আমি বারব্বাকে মুক্তি দেব না মসিহকে?’
জনতা: ‘আমরা বারব্বাকে চাই, বারব্বা।’
পিলাত: ‘মসিহকে নিয়ে আমি কি করবো?’
জনতা: ‘সলিবে দিয়ে হত্যা করো, সলিবে দাও।’
আর তাই হলো। রক্তাক্ত পীঠে খোদার পুত্র কাঠের ভারি সলিব বহন করে নিলেন, গলগথা পাহাড় পর্যন্ত পুরো পথটা, আমাদের স্থলে প্রাণ দেবার জন্য। তিনি নিজের ইচ্ছায় আমাদের পাপের প্রায়শ্চিত্ত স্বেচ্ছায় বহন করলেন, অথচ এ সলিবিয় মৃত্যু আমাদের বহন করার কথা। ছয় ঘণ্টা ধরে মসিহ সলিবে ঝুলে মৃত্যুযন্ত্রণা বইতে ছিলেন। মৃত্যুর পূর্বে তিনি তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ বাণী জগতের উদ্দেশ্যে বললেন:
মসিহ: ‘সমাপ্ত হলো!’
এ বাণী দেবার পরে তিনি চোখ বন্ধ করলেন আর গোটা বিশ্বের পাপের প্রায়শ্চিত্ত্ব শোধ দিয়ে প্রাণ ত্যাগ করলেন। যে কেউ ঈসা মসিহের উপর বিশ্বাস রাখবে সেই খোদার সাথে সহভাগিতা লাভ করবে এবং অনন্ত জীবন লাভ করবে। তুমি কি তা বিশ্বাস করো?
দ্বিপ্রহরের সময় খোদার পুত্র যখন প্রাণ ত্যাগ করলেন আকাশ তখন নিকশ কালো হয়ে গেল! একটা ভূমিকল্প সবকিছু আলোড়িত করে ছাড়লো। ভিত সন্ত্রস্থ দলপতি বললো:
দলপতি: ‘ইনি নিশ্চয়ই খোদার পুত্র!’
বিকেল বেলা, মসিহকে করবে শোয়ালো কিন্তু তিনি সেখানে ছিলেন না। সর্বোত্তম আসার অপেক্ষায় থাকলো।
পরবর্তী নাটকে আমি সবকিছু বলবো।
লোকবল: ভাষ্যকার, দুইটি বালক, পিতাত, জনগণ, মসিহ, দলপতি
© Copyright: CEF Germany