STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 021 (Sin begins little by little 6)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

21. ক্ষুদ্র ক্ষুদ্র আকারে পাপের শুরু-৬


রাজা আহাব প্রাসাদে পায়চারি করছিলেন। পুনরায় জানালা দিয়ে আঙ্গুর বাগান দেখে বড়ই মুগ্ধ হলেন।

আহাব: ‘আঙ্গুর ক্ষেতটি আমাকে পেতেই হবে! আমার প্রাসাদের গাঘেষা এ ক্ষেতটি অবস্থিত। এ ক্ষেতটিকে আমি আরো উন্নতমানের ক্ষেতে পরিণত করবো এবং তার মধ্যে বাধাকপিও লাগাবো।’

তিনি উক্ত ক্ষেতের মালিকের কাছে গেলেন:

আহাব: ‘নাবেথ, তোমার আঙ্গুর ক্ষেতটি আমার কাছে বিক্রি করে দাও।’

নাবোথ: ‘অসম্ভব! এ জমিটি আমি পিতার কাছ থেকে উক্তরাধিকার সূত্রে পেয়েছি। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বিক্রি করা খোদার নিয়ম বিরুদ্ধ।’

কেনা বেচা না হওয়াতে মনঃকষ্ট নিয়ে আহাব প্রাসাদে ফিরে গেলেন। বিষন্নভাবে সে বিছানায় সুয়ে পড়লেন।

কিছু পাওয়ার আশা করে যদি তা পাওয়া না হয় তবে কি তুমি মনে মনে রাগান্বিত হও?

দেয়ালের দিকে ক্রুদ্ধভাবে রাজা আহাব তাকিয়ে ছিলেন।

ইসাবেল: ‘তোমার কি হয়েছে?’

ইসাবেল যখন শুনতে পারলেন রাজার মনঃক্ষুন্ন হবার কারণ তখন তিনি বললেন;

ইসাবেল: ‘দাড়াও এবং আর মুখে হাসি আনো। আমি দেখে নিব তুমি যা পেতে চেয়েছ তা অবশ্যই পাবে।’

রানি নগর সভার কাছে পত্র লিখলেন, রাজার স্বাক্ষর জাল করে। আর গালামোহর করলো রাজার স্বাক্ষরের অংশটি দিয়ে।

নগর পাল এ পত্রটি পাঠ করলো:

একটি অনুষ্ঠানের আয়োজন করো এবং নাবোথকে উক্ত অনুষ্ঠানে নিমন্ত্রন করো। তখন তার বিরুদ্ধে মামলা করো, তাকে বলো, তুমি খোদা ও রাজাকে অপমান করেছো, এ কারণে তোমাকে মরিতে হবে।

যেমন পরিকল্পনা তেমনটাই বাস্তবে ঘটলো। সন্দেহ না করে নাবোথ নিমন্ত্রন কবুল করলো এবং অনুষ্ঠানে উপস্থিত হলো এবং পরিশেষে তাকে মরতে হলো। এটা কি দুঃখজনক নয়, কত ক্ষুদ্র একটি পাপ শেষ পরিণতিতে কতো মারাত্মক ঘটনায় শেষ হলো?

দেখলো, পাবার আকাঙ্খা জন্মালো, হিংসায় জ্বলে উঠলো, অহংকারে ফুলে ওঠা, মনোকষ্ট পাওয়া, মিথ্যা বলা এবং পরিশেষে নরহত্যা।

নাবোথের মৃত্যুর কথা দ্রুত ছড়িয়ে পড়লো। রাজা আহাব তখন দ্রাক্ষাক্ষেতটি নিজের অধিকারে আনার জন্য লেগে গেলেন। কিন্তু খোদার পরিকল্পনার অপেক্ষা তোয়াক্কা না করেই সে পদক্ষেপ নিলেন। সহসা ইলিয়াস তার সম্মুখে এসে হাজির। আহাব আচমকা ভুত দেখার মতো ফ্যাকাশে হয়ে গেলেন।

আহাব: ‘তাহলে তুমি আমাকে পেয়ে গেলে, আমার জানের দুষমন?’

ইলিয়াস: ‘জী হ্যা, আমি তোমাকে পেয়েছি। তুমি তোমাকে পাপের কাছে বিক্রি করে দিয়েছো, আর পাপ ক্রমান্বয়ে হৃদয়ের মধ্যে প্রবৃদ্ধি লাভ করে চলছে। খোদা তোমার পাপ ধরেছেন এবং তোমাকে ও তোমার পরিবার ধ্বংস করে ফেলবেন।’

রাজা কথাগুলো বারবার জাবর কাটতে লাগলো। যা কিছু অন্যায় কাজ করেছেন তার সবকিছুর জন্য সে দুঃখিত হলো। খোদা তাঁর হৃদয়ের অবস্থা দেখলেন, তাই তিনি তার উপর করুনাবিষ্ট হলেন। প্রভু মসিহের কাছে আমরা যখন আমাদের কৃত পাপের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমাভিক্ষা চাই তখন তিনি আমাদের ক্ষমা করে দেন, তিনি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য, আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করে দিবেন।


লোকবল: ভাষ্যকার, রাজা আহাব, ইসাবেল, নাবোথ, ইলিয়াস

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 02, 2019, at 06:12 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)