STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 017 (So courageous 2)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

17. অসাধারণ সাহসী-২


ঝরঝর শব্দে বৃষ্টি পড়ছে। চমৎকার! কয়েকদিনের মধ্যে মাঠ-ঘাট, বাগান, বাড়ি, খেলার পার্ক ক্ষরার কবল থেকে মুক্তি পেলো।

সঠিক সময় কে বৃষ্টি বর্ষাণ? কে সবকিছু তরতাজা রাখেন?

খোদা যিনি মাত্র একজনই অস্তিত্ত্বমান ইস্রায়েল জাতি একসময় তা সম্পূর্ণ ভুলে গিয়েছিল, কেবলমাত্র তিনিই তো বৃষ্টি দান করেন ও সূর্যের আলো দান করেন। লোকজন কাঠ বা পাথর দিয়ে দেবতার মূর্তি বানিয়ে নিয়েছিল। এ সকল দেবতাদের একজনের নাম হলো বাল দেবতা, তারা বিশ্বাস করতো এ মৃত সত্ত্বার কাছ থেকে শস্য, ফল-ফলাদি ও মেষ পালের প্রবৃদ্ধি পাবে। এ ভ্রান্ত শিক্ষাবিস্তারের জন্য একজনই দায়ি আর তিনি হলেন রাজা আহাব।

এটা শুরু হয়েছে তাঁর অবিশ্বাসি স্ত্রী ঘরে আসার পরে। ইসাবেল তার স্ত্রী যে দেশ থেকে এসেছে ঐ দেশে সত্যি খোদার একমাত্র বিষয় কেউই কিছু জানতো না। সে তার ধর্মিয় মতবাদ সাথে করে নিয়ে আসে, আর তা হলো বাল দেবের পূজা যা ইস্রায়েল দেশেও পরিচিত করালো। রাজা আহাব নিজেও বাল দেবের পূজা দিতে রাজি হলো। ফলে গোটা জাতি তাকে অনুসরণ করতে শুরু করলো। তবে সকলে তাতে রাজি হলো না। ইলিয়াস রাজি হলেন না। যারা সত্যিকার খোদার সাথে আন্তরিকভাবে ছিলেন পরিচিত অনুরক্ত তাদের মধ্যে ইলিয়াস ছিলেন অন্যতম। একদি তিনি মুনাজাতে বসলেন।

ইলিয়াস: ‘হে খোদা, তিন বৎসর কালের জন্য বৃষ্টি বন্ধ করে রাখো যেন গোটা জাতি বুঝতে পারে যে কেবল তুমিই বৃষ্টি ঝড়িয়ে থাকো আর ফসল ফলিয়ে থাকো।’

ইলিয়াসের দৃঢ় বিশ্বাস ছিল যে তিনি সবকিছুই করবেন কেননা মাবুদ মাত্র একজনই। তিনি দ্রুত রাজ দরবারে হাজির হলেন। সাক্ষাতের কোনো পূর্ব অনুমতি না নিয়েই তিনি সরাসরি রাজ দরবারে রাজার কক্ষের দিকে যেতে উদ্দত হলেন যেখানে রাজা নিজে বসেন। নির্ভিকভাবে রাজার সম্মুখে বসে তিনি রাজাকে বললেন:

ইলিয়াস: ‘রাজা আহাব, খোদা অবশ্যই বেঁচে আছেন, পরবর্তী তিন বৎসরের মধ্যে আর এক ফোটাও বৃষ্টি হবে না। আর এ ঘটনার মধ্য দিয়েই আপনি বুঝতে পারবেন একমাত্র জীবন্ত খোদার মহিমার বিষয়।’

রাজার কোনো কথা বলার পূর্বেই ইলিয়াস অদৃশ্য হয়ে গেলেন। তার পর কি হলো? তারপরে যে কি ঘটনা ঘটেছিল তা এর পরবর্তী নাটক শুনলে তোমরা জানতে পারবে।


লোকবল: ভাষ্যকার, ইলিয়াস

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 02, 2019, at 06:24 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)