Home -- Bengali -- Perform a PLAY -- 152 (Pass it on 2)
152. হস্তার্পণ-২
না, চারজন কুষ্ঠ রোগী ভাবতেই পারে নি যখন তারা লুকিয়ে শত্রুর ব্যুহে প্রবেশ করলো তারা দুর্বল অসুস্থ ও অর্ধাহারি।
১ম কুষ্ঠিঃ ‘আমি কি পরিষ্কার দেখছি? যা দেখছি তা কোনোভাবেই সত্য হতে পারে না!’
২য় কুষ্ঠিঃ ‘কিন্তু সত্যই! ব্যুহ জনশুন্য! শত্রুরা ভেগে গেছে!’
১ম কুষ্ঠিঃ ‘হয়তো এটা তাদের একটা ফন্দি।’
কিন্তু কোনোমতেই তা ফাঁদ ছিল না। শিরিয়ান সৈন্যরা যারা শামরিয় শহর অবরোধ করে রেখেছিল আর চেয়েছিল শমরিয়দের ও ইস্রায়েলীয়দের অনাহারে মারবে তাদের আর দেখা গেল না। কে তাদের তাড়িয়ে দিয়েছিল?
বাইবেলে এর রহস্য লিপিবদ্ধ রয়েছে; জীবন্ত খোদা তাদের কাছে বিশাল বাহিনীর আগমনের শব্দ শুনিয়েছেন। আর তারা ভেবেছিল যে ইস্রায়েল জাতি অন্যান্য সৈন্যদের সাথে যোগ দিয়ে তাদের আক্রমন করতে এগিয়ে আসছে, তাই প্রাণ ভয়ে তারা সবকিছু ছেড়ে যতদ্রুত সম্ভব পালিয়ে গেল।
সূর্যাস্তের সময় খোদা এমন কুদরতের ঘটনা ঘটালেন, ঠিক তখনই ঘটলো যখন চারজন কুষ্ঠরাগী নিজেদের শত্রুর হাতে তুলে দিতে গিয়েছিল।
তারা নিজেদের মৃত্যু নিশ্চিত ভেবে সেখানে জীবন পাবার আশায় গিয়েছিল।
১ম কুষ্ঠিঃ ‘এত অধিক পরিমাণ খাদ্য! এখন পর্যন্ত আমি বিশ্বাস করতে পারছিনা।’
২য় কুষ্ঠিঃ ‘কি ধরনের পুরষ্কার! দেখ! কাপড়-চোপড়, সোনা-রুপা।’
তারা ইচ্ছামত খেল ও পান করলো। যেমন মানুষ স্বপ্নের মধ্যে খাওয়া দাওয়া করে। তারা পুরো ছাউনিতে ঘুরে বেড়ালো।
১ম কুষ্ঠিঃ ‘আমরা যা কিছু করছি তা কিন্তু ঠিক হচ্ছে না। আমরা কেবল আমাদের নিজেদের নিয়ে চিন্তা করলেই যথেষ্ট হবে না। শহরে লোকদের কাছে এ সুখবর পৌছে দিতে হবে। যদি আমরা নিরব থাকি, তা হলে অন্যেরা যে ক্ষুধায় মারা যাবে। ফলে তাদের মৃত্যুর জন্য আমরা দায়ি থাকবো।’
রাজা প্রথমে মনে করেছিলেন, এ খবরটি শত্রুদের কোনো নতুন চাল। কিন্তু শহরের জনগণ ঝাকে ঝাকে বাহির হয়ে আসলো, দেখতে পেলো খবরটি সত্য। অমনি শিরিয়ার সৈন্যদের ছাউনি লুটপাট করে নিয়ে গেল। যে অফিসার টিটকারী দিয়েছিল সে শহরের দরজার সামনে কাপতে কাপতে মারা গেল।
সবকিছুই ঘটলো যেমন খোদা পূর্বেই বলেছিলেন।
কেউ কোনো ভালো খবর প্রচার করলো। যে কেউ তার উপর বিশ্বাস করলো তারাই বেচে গেল। কতইনা চমৎকার এ বিষয়টি যে একজনও নিরব রইলোনা।
মসিহ একটা কথা বলেছিলেন তা আমার মনে ভেসে ওঠলো: আমি জীবিত বলে তোমরাও জীবিত থাকবে।
তিনি চাচ্ছেন লোকজন জীবিত থাক। কেবল বেঁচে থাকাই নয় কিন্তু অনন্তকালীন জীবন লাভ করুক।
অদ্যাবধি অনেকেই এ রহস্যপূর্ণ খবর থেকে রয়েছে বঞ্চিত। আর সে কারনে আমি চাই মসিহের সুখবর তোমরা সকলের কাছে পৌছে দাও।
তুমিও কি সে সুখর ছড়াচ্ছো?
লোকবলঃ ভাষ্যকার, ১ম লিপার, আর ২য় লিপার
© Copyright: CEF Germany