Home -- Bengali -- Perform a PLAY -- 034 (The most important question)
34. সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন
হতবাক, সাহাবিগণ পাহাড়ে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মাত্র এক সেকেন্ড পূর্বে মসিহ তাদের সাথে কথা বলছিলেন, আর সহসাই তাঁকে বেহেশতে তুলে নেয়া হলো, আর তিনি মেঘের আড়ালে নীত হলেন, অদৃশ্য হয়ে গেলেন তাদের চোখের সামনে। আশ্চর্যজনক হলো, সাদা পোশাক পরিহিত দ্ইুজন লোক তাদের সামনে দাঁড়িয়ে ছিলেন।
ফেরেশতা: ‘আসমানের দিকে তোমরা কেন তাকিয়ে আছো? যেভাবে মসিহ আসমানে উঠে গেলেন একইভাবে তিনি আবার ফিরে আসবেন।’
মসিহ আবার ফিরে আসবেন! তার বিদায় লগ্নে এ প্রতিজ্ঞা কি মাহন প্রতিজ্ঞা নয়?
বালিকা: ‘মসিহ যে ফিরে আসবেন এ খবরটি আসলে সত্য?’
অবশ্যই সত্য, কিতাবুল মোকাদ্দসে তিনি নিজেই এ কথা বলেছেন: আমি স্থান প্রস্তুত করার জন্য চলে যাচ্ছি, তারপর আমি ফিরে এসে তোমাদের সংগে করে নিয়ে যাব যেথা সদাসর্বদা আমার সাথে তোমরা বাস করতে পারো।
বালক: ‘মসিহ কখন ফিরে আসবেন?’
একই প্রশ্ন সাহাবিগণ যখন তাঁকে করেছেন তিনি তাদের একই জবাব দিতেন, তাঁর জবাব হলো:
মসিহ: ‘ফিরে আসার তারিখ জানাটা তোমাদের জন্য অতটা গুরুত্ববহ নয়, তার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হলো, তোমরা যেন আমাকে ভুলে না যাও। আমার উপর বিশ্বাস করো এবং আমার জন্য অপেক্ষা করো। কেবলমাত্র পিতা খোদাই জানেন ঠিক কখন আমি ফিরে আসবো।’
মসিহ বলেছেন, যদিও তাঁর আসার লগ্নটি আমরা যেন অনুধাবন করতে পারি। তিনি এ কথা বলে গেছেন, তাঁর ফিরে আসার পূর্বে যুদ্ধ ও ভূমিকম্প হবে, সবকিছু ল-ভ- করে দেবে। এ ধরণের ঘটনা যখন ঘটতে থাকবে তখন তার আগমনের আর বেশি দেরি হবে না।
বালিকা: ‘মসিহ তা হলে কিভাবে আসবেন?’
বালক: ‘সঠিকভাবে মেঘের মধ্যদিয়ে?’
তোমরা ঠিক শুনেছো। হঠাৎ করেই তিনি নেমে আসবেন। কোনো খবরের কাগজে, সংক্ষিপ্ত বার্তা বা অন্যকিছু তাঁর আগমনের ভবিষ্যদ্বাণী দিতে পারবে না। কিন্তু প্রত্যেকে তাকে দেখতে পাবে। যারা তাকে ভুলে গেছে এবং আপন আপন পথে ফিরে গেছে, যারা এমন কথা বলে যে মসিহ বলতে কিছু নেই তারা মারাত্মকভাবে ভীত হয়ে পড়বে। আর যারা তাকে মহব্বত করে ও তাঁর আগমনের জন্য আগ্রহভরে অপেক্ষায় আছে তারা মহাখুশি ও আনন্দে মাতোয়ারা হবে, আর তাঁর সাথে তারা বেহেশতে ফিরে যাবেন।
আমি কি তাঁর পক্ষে আছি? তুমি কি তাঁর পক্ষে স্থির আছো? সর্বকালের সবার জন্য এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। খোদা চাচ্ছেন প্রত্যেকে যেন তাঁর পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করে এবং তাঁর সাথে বেহেশতে ফিরে যায় কেননা তিনি আমাদের সকলকে অত্যন্ত মহব্বত করেন।
মসিহের উপর বিশ্বাস হলো প্রকৃত নিশ্চয়তা যে আমরা তাঁর সাথে আছি। মসিহ আবার ফিরে আসবেন! আমি মনে করি তাঁর আগমনের আর খুব বেশি দেরি হবার নয়।
লোকবল: ভাষ্যকার, ফেরেশতা, বালিকা, বালক, মসিহ
© Copyright: CEF Germany