STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Bengali -- Perform a PLAY -- 042 (TiFam, daughter of the witch doctor 1) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- Tamil -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য নাটক
42. টিফাম তার কন্যা ও ভুতুরে ওঝা-১হাইতির পর্বতে সূর্যোদয় হলো। পিতা-মাতার সাথে মাটির ক্ষুদ্র ঘরে রিনা বাস করে। তারা বড়ই দরিদ্র, তাছাড়া মন্দআত্মার ভয়ে সদাই থাকে ভীত। তারা প্রকৃত খোদার পরিচয় জানে না, জানেনা যে তিনি তাদের মহব্বত করেন। তিনি বলেছেন: ভয় পেয়ো না কেননা আমি তোমাদের সাথে সাথে রয়েছি। রিনার পিতা মন্দআত্মার দ্বারা চিকিৎসা করে, নাম তার অরিস্টিন, অতি প্রত্যুশে ঘুম থেকে জাগে আর তার মা গৃহস্থলির কাজ ও মাঠের কাজ করে থাকে। রিনাকেও মাঝে মাঝে সাহায্য করতে হয়। মাতা: ‘রিনা, আমরা মিষ্টি আলু তুলতে যাচ্ছি যা আগামিকাল বাজারে নিতে হবে। তুমি গিয়ে কলা পাতা কেটে আনো যেন ঝুড়ির মধ্যে দিতে পারি।’ রিনা: ‘যদি আমি তা করি তবে তুমি কি আমাকে নতুন পোশাক এনে দিবে যার কথা তুমি বলেছিলে?’ মাতা: ‘আমরা দেখবো।’ রিনা বড় দাও হাতে করে কলাগাছের ঝাড়ের মধ্যে চলে গেল। তার বান্ধবি তার সাথে দৌড়ে বাগানে চললো। মেরি: ‘রিনা, রিনা!’ রিনা: ‘মেরি, আগামি কাল আমি নতুন পোশাক পাব, যার উপর বিশেষ কিছু লেখা থাকবে।’ মেরি: ‘লেখা? তুমি পড়তেও পারো না। আমি শেখার জন্য প্রস্তুত আর তারপর কিছু একটা কিনে আনব।’ রিনা: ‘তুমি কি আমার পিতার কাছ থেকে কিছু একটা কিনবে যার দ্বারা তুমি সুরক্ষিত থকাতে পারো?’ মেরি: ‘না, আমি কোনো যাদুমন্ত্র ব্যবহার করি না, আমরা মসিহি হয়েছি, আমরা বাইবেল ক্রয় করতে যাচ্ছি।’ রিনা: ‘মেরি, তুমি পাগল! মন্দআত্মা তা আদৌ পছন্দ করে না। তুমি অসুস্থ হয়ে পড়বে।’ মেরি: ‘রিনা, আমি আদৌ ভিত নই। মন্দআত্মার চেয়ে মসিহ অনেক বেশি শক্তিধর। তিনি বলেছেন: ভয় পেয়ো না, কেননা আমি তোমাদের সাথে সাথে আছি। যিনি বিজয়ি তিনি বাইবেলে একথা বলেছেন।’ রিনা: ‘ও সকল মিথ্যাচার, সবই মিথ্যা।’ রিনা তার তাবিজ হাতে ধরে দৌড়ে চলে গেল। রিনা: ‘মা, মেরি আর তাবিজ পরবে না কারণ তারা মসিহি হয়ে গেছে।’ মসিহিগণ মসিহের সাথে যুক্ত, সে কারণেই তারা তাবিজ কবজে বিশ্বাস করে না, রাশিচক্রে, হস্তরেখা ও কুসংস্কারেও আদৌ বিশ্বাস রাখে না। খোদা তার কালামে এ সকল নিষেধ করে দিয়েছেন। তুমি কি ঐ সকল বস্তুতে আস্থা রাখো না মসিহের উপর তোমার আস্থা-স্থাপন করবে? তিনি একাই তোমার সহায় ও প্রতিরক্ষা দিতে পারেন। তিনি তোমাদের একথা বলেছেন: ভয় করো না, কেননা আমি তোমাদের সাথে সাথে আছি। রিনা জানতো না যে আমরা মসিহের কাছে প্রার্থনা করতে পারি। সে সদা-সর্বদা ভয়ে ভয়ে জীবন কাটাতো। ভুতের ডাক্তার অরিস্টিল যখন জানতে পারলো যে মেরি ও তার পিতা মাতা মসিহি হয়ে গেছে, তার মুখমন্ডল ক্রুদ্ধ হয়ে গেল তারপর যা ঘটলো তা পরবর্তী নাকটে আমরা বর্ণনা দেব। লোকবল: ভাষ্যকার, রিনা, মা, মেরি © Copyright: CEF Germany |