STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Bengali -- Perform a PLAY -- 009 (He came and He’ll come) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- Tamil -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য নাটক
9. তিনি এসেছিলেন আবার আসিবেনবৎসরের সর্বোত্তম সময় শুরু হয়ে গেছে। দোকান পসার ও পথ-ঘাট শুভ বড়দিনের জন্য সুসজ্জিত হয়েছে। বাড়িতে কামরাগুলো ভুষিত হয়েছে আলোক গাছে, সোনালি তারায় খচিত যার শাখা-প্রশাখা, প্রথম মোম জ্বালানো হলো আগমনি মালা দিয়ে এই দিনের অপেক্ষায় আমি থাকি, আশা করি আপনিও তেমন থাকেন। (বড়দিনের একটি গান বাজানো হবে) পবিত্র: ‘একটি মোম জ্বলছে। আমি খুশি, বছরের এত সুন্দর সময় এখানে উপস্থিত। ঋতুটি আমাকে বলছে: খোদা তোমাকে এবং আমাকে মহব্বত করেন; শিশু রূপে তাঁর পুত্র জন্ম নিয়েছে।’ আলো জ্বালানো হলো আর সুখবর প্রচারিত হলো। প্রথম মোমটি আমাদের স্মরণ করিয়ে দেয়: মসিহ বেহেশত থেকে দুনিয়াতে নেমে এসেছেন। আমাদের মতোই তিনি একজন মানুষ হয়ে জন্মালেন যেন আমাদের পাপের প্রায়শ্চিত্ত নিজের প্রাণের মূল্যে পরিশোধ করতে পারেন। তিনি মৃত্যু বরণ করেন, কবর প্রাপ্ত হলেন এবং মৃত্যুর তিন দিনের দিনে পুনরুত্থিত হয়ে উঠলেন। তিনি এখন জীবিত আছেন। দ্বিতীয় মোমটি যা প্রকাশ করছে: মসিহ দুনিয়ার নূর। প্রত্যেকটি ব্যক্তির জন্যই। তিনি প্রত্যেকের হৃদয় নূর ও আনন্দে পরিপূর্ণ করে দিতে চান। তৃতীয় মোমের কাজ হলো প্রতিজ্ঞার প্রকাশ: তিনি আসিতেছেন। মসিহ প্রভু, পুনরায় ফিরে আসবেন। কিন্তু বিগত দু’হাজার বৎসর পূর্বে তিনি যেভাবে এসেছিলেন তিনি পুনরায় দোলনায় বা যাবপত্রে শোয়ানে শিশু হিসেবে আর আসবেন না। তিনি প্রভু ও রাজা হিসেবে আসবেন। চতুর্থ মোম ঘোষণা দিচ্ছে: তাঁর আগমনের জন্য প্রস্তুত হোন। আপনার জন্য সর্বোত্তম কাজ হবে তাঁকে আপনার হৃদয়ে স্থান করে দেয়া। তাঁর আগমনের জন্য এ কাজটি হবে সর্বোত্তম। মসিহ এসেছিলেন এবং পুনরায় আসবেন। তাঁর আগমনের বিষয়ে ঘোষণা হবে সবচেয়ে উজ্জ্বল আলো দানকারী মোম দিয়ে। আমি প্রত্যাশা রাখি আপনারাও যেন আনন্দঘন বড়দিন উদযাপন করতে পারেন। আর একটা বিষয় হলো; এর পর্বে বড়দিনের উপর একটি প্রশ্ন রাখা হবে। আপনি কি অংশ নিবেন। লোকবল: ভাষ্যকার, একটি বালিকা © Copyright: CEF Germany |