Home -- Bengali -- Perform a PLAY -- 146 (Speaking stones 1)
146. পাথরগুলো চেচাচ্ছে-১
তুমি কি কোনো কিছু সংগ্রহ করো? ডাকটিকেট অথবা মুদ্রা? জ্যাকের তাক পাথরের দ্বারা পূর্ণ।
আদ্রিয়ঃ ‘চমৎকার! এতগুলো তুমি কোথায় পেলে?’
জ্যাকঃ ‘ওটা পর্বত ভ্রমনের সময় সংগ্রহ করেছি। আর এটা হলো বার্লিন ওয়ালের অংশ। আর এটা আমার কাকা মিশরের রাজা উপত্যকা থেকে নিয়ে এসেছেন।’
আদ্রিয়ঃ ‘আকার ও রংয়ে প্রতেকটি আলাদা আলাদা।’
জ্যাকঃ ‘অধিকাংশ পাথর আমরা অভিজ্ঞতার কথা মনে জাগায়।’
তুমি কি জানো যে আব্রাহামও প্রস্তর স্থাপন করেছিলেন? তবে তিনি তাঁর তাকের উপর নয়,ওগুলো অতিকায় ছিল। ৪০০০ বৎসর পূর্বে তিনি বাস করতেন, আর পাথর সংগ্রহ করতেন, আর সেগুলো বিশেষ বিশেষ স্থানে স্থাপন করতেন।
আদ্রিয়াঃ ‘কেন তিনি তা করতেন?’
জীবন্ত খোদা যখন তার সাথে কথা বলতেন তখন তিনি একটি একটি পাথর স্থাপন করতেন।
খোদার কন্ঠঃ ‘আব্রাহাম! তোমার বাড়ি-ঘর ও আত্মিয় স্বজন পরিত্যাগ করে আমি যে দেশ দেখাবো সে দেশে চলে যাও।’
আব্রাহাম খোদাকে দেখলেন না, কিন্তু তার কন্ঠস্বর পরিষ্কার শুনতে পেলেন আর বুঝতে পারলেন তাকে আজ্ঞানুযায়ী কাজ করতে হবে: সব কিছু পরিত্যাগ করো। খোদা কাউকে যখন উত্তম কোনো কিছু দিতে চান তখন তাকে সব কিছু পরিত্যাগ করে আসতে বলেন।
খোদার কন্ঠস্বরঃ ‘আমি তোমাকে একটা নতুন দেশ দেখাবো, আর তোমার মধ্য দিয়ে এক বিশাল জন গোষ্ঠী সৃষ্টি করবো। আমি তোমাকে আর্শিবাদ করবো আর তোমার নাম মহান হবে।’
যদিও আব্রাহাম জানতেন না এপথ তাকে কোথায় পৌছে দেবে, তথাপি তিনি ও তাঁর স্ত্রী পিতৃভূমি ত্যাগ করে বেরিয়ে গেলেন। কেননা তিনি খোদার উপর বিশ্বাস করেছিলেন,আর বাধ্যগতই রইলেন।
সূদীর্ঘ এক অভিযাত্রার শেষে আব্রাহাম এমন একটা দেশে এসে উপস্থিত হলেন যে দেশটি বর্তমানে ইস্রায়েল নামে সুপরিচিত। তিনি কি ভাবতে পেরেছিলেন যে খোদা তার মধ্য দিয়ে এক বিশাল জাতি উৎপন্ন করবেন? এমন একটি ঘটনার বহুবৎসর পরে এমন একটি জাতি যার মধ্য দিয়ে আমাদের নাজাতদাতা খোদাবন্দ ঈসা মসিহ আর্বিভুত হবেন?
এই বিদেশে আব্রাহাম সেই সুপরিচিত কণ্ঠস্বর পুনরায় শুনতে পেলেন।
খোদার কণ্ঠস্বরঃ ‘তোমার সন্তানদের আমি এই দেশ দিব।’
এবার আব্রাহাম অত্যন্ত নিশ্চিন্ত হতে পারলেন। একটাই হলো সঠিক পথ। তিনি তার লক্ষ্যবিন্দুতে ছিলেন। প্রথম যে কাজটি তিনি করেছিলেন তা হলো একটি মঞ্চ তৈরি করা। তিনি একটি পাথর স্থাপন করলেন যা তাকে খোদা এবং তাঁর প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দেয়।
আর একটু দূরে দক্ষিনে তিনি স্মরণিকা পাথর প্রতিষ্ঠা করলেন।
তোমার কক্ষে পাথর সংগ্রহের কারন কি? তা কি খোদার সাথে তোমার প্রত্যেকটি সংযোগের কথা দৃষ্টান্ত স্বরূপ স্মরণ করে দেয়? দৃষ্টান্ত স্বরূপ, যখন তার প্রার্থনার জবাব পেলেন, অথবা যখন তিনি তোমাকে রক্ষা করলেন তখন তুমি একটি পাথর তাকের উপর স্থাপন করলে। এ পাথরগুলো তোমাকে মনে করিয়ে দেয় খোদার বিষয় আর তোমাকে সাহস যোগায় তাঁর উপর আস্থাভাজন থাকার জন্য ও তাঁর পবিত্রতার পথে জীবন-যাপন করার জন্য।
আব্রাহামের প্রতি যা কিছু ঘটেছিল এ সকল বিষয়ে বাধ্যগত থাকার ফলে তা পরবর্তি নাটকো দেখাবো।
লোকবলঃ ভাষ্যকার, আন্দ্রিয়, জ্যাক, খোদার কণ্ঠস্বর
© Copyright: CEF Germany