STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 143 (Like the Chinese 4)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

143. চীনাদের অবিকল-৪


পাঁচ বৎসর বয়সেই হাডসন টেলর বুঝতে পেরেছিল সে বড় হয়ে কোন দায়িত্বা পালন করবে।

হাডসন টেলরঃ ‘আমি বড় হয়ে চীন দেশে ধর্ম প্রচার করব।’

তার বয়স যখন ২১ বৎসর তখন তিনি চীন ভ্রমনে যান। সেখানকার ভাষা শেখেন আর অগণিত জনতার কাছে মসিহের বিষয়ে প্রচার করেন। কিন্তু সর্বোত্তম কাজে কখনো কখনো মারাত্মক ঝুকি থাকে।

লোকজনঃ ‘ওহে তুমি এখানে কি করছো? বন্ধ করো তোমার বাহানা।’

সৈন্যঃ ‘বিদেশি শয়তান ও তার দলবল আমরা হত্যা করতে যাচ্ছি।’

লোকজনঃ ‘না, আমরা তাদের উচ্চ পর্যায়ের সরকারি দপ্তরে সমর্পণ করবো।’

নির্দয় ক্রুদ্ধ সৈনিক তাদের মারলো আর হাডসনের গলা এমনভাবে টিপে ধরলো যে সে মারাই যাবার উপক্রম। সবকিছুই মারাত্মক ছিল, কিন্তু তখনও তার হাস্যরসবোধ ছিল জাগ্রত।

হাডসন টেলরঃ ‘প্রিয় বন্ধু আমাকে ধরে রাখুন, এর ফলে আমাদের ডায়েরিতে কিছু লেখার উপকরণ পাওয়া যাবে।’

মসিহের প্রেমে তারা তাদের কাজ চালিয়ে গেলেন। কেননা প্রত্যেকের নাজাতের জন্য ও পাপের কাফফারা পরিশোধ দেবার জন্য তিনি এতটাই কষ্টভোগ করেছেন সলিবে নিজ প্রাণ কোরবানি দিয়েছেন। হাডসন সেই বিষয় নিয়ে চিন্তা করলেন আর মসিহকে আরো অধিক মহব্বত করে কাজ করে চললেন। তাদেরকে যখন কোর্টে টেনে নিয়ে যাওয়া হবে তখন তারা আরো বেশি শক্তি পাবে।

উচ্চপদস্থ কর্মচারিগণ তাদের আলোশ্চ বিষয় শুনতে পারবে।

হাডসন টেলরঃ ‘টাংশাও শহরের লোকদের কাছে নাজাতদাতা মসিহের বিষয় আমরা প্রচার করবো। তিনি সকলকেই মহব্বত করেন। বাইবেলে এ বিষয় পরিষ্কার লিপিবদ্ধ রয়েছে। এ পুস্তকটি উপহার হিসেবে আপনাদের হাতে তুলে দেব।’

উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ তা পছন্দ করলেন। প্রহারের পরিবর্তে চা-নাস্তা আপ্যাঃয়ন করলেন। তাদের জেলে না পুরে স্বাধীনভাবে মসিহের বিষয় প্রচার করার সুযোগ সৃষ্টি করে দিলেন।

মসিহই বিষয়গুলো নিয়ন্ত্রন করে দিলেন। হাডসন এই পরিবর্তন আনয়নের জন্য মসিহকে ধন্যবাদ দিলেন। কিন্তু পরে খুবই ক্লান্ত দেহে নিজগৃহে পৌছালেন তাঁর চীনা সাহায্যকারী দেখলেন চপস্টিক দিয়ে তিনি ভাত ও হাসের ডিম খাচ্ছে।

চীনা ব্যক্তিঃ ‘মিষ্টার টেলর, আপনি আমাদের মতো করেই খেতে পারেন, আর কথাও বলেন আমাদের সাথে মিল রেখে। কিন্তু আমরা যে পোশাক পরিধান করি তেমন পোশাক আপনি পরেন না কেন?’

হাডসন টেলরঃ ‘কেন নয়? এটা একটি সুন্দর প্রশ্ন! আমার কি পরা উচিত?’

চীনা ব্যক্তিঃ ‘আপনি যদি তেমন পোশাক পরেন তবে লোকজন আপনার কথা আরো মনোযোগ দিয়ে শুনবে।’

হাডসন টেলরঃ ‘বটে! মসিহ যখন এ পৃথিবীতে এসেছিলেন তখন তিনি মানুষ হয়ে অর্থাৎ আমরা যেমন মানুষ তেমন মানুষ হয়েই এসেছিলেন। আমাদের মতোই তিনি হয়েছিলেন। আমি চীনাদের মতোই হবো তা করার জন্য আপনি কি আমাকে সাহায্য করবেন?’

মসিহের প্রতি তার প্রেমের কারণে হাডসন তাঁর বৃটিশ স্যুটকোট পরিবর্তন করে চীনাদের পোশাক পরিধান করতেন। লম্বা কালো বিণুনিতে তাকে বেশ সুন্দরই লাগতো।

চীনা ব্যক্তিঃ ‘এবার আপনাকে চীনাদের মতো দেখা যায়।’

সুংমিং দ্বিপে হাডসন টেলর বাইবেল শিক্ষাদান করনে, আর সুস্থদের সেবা সুস্রসা দিতেন। কিন্তু হঠাৎ করে সেখানে বেশ সমস্যা দেখা গেল।

১ম মহিলাঃ ‘আপনি কি তা শুনতে পেয়েছেন? ভালো মানুষ তবু টেলরকে দ্বীপ ছেড়ে যেতে হবে।’

২য় মহিলাঃ ‘আমাদের ডাক্তারগণ বড়ই ঈর্ষাকাতর। তিনি তাদের চেয়ে অধিক রোগীর সুস্রসা দিয়ে থাকেন এবং উত্তম ঔষধ পথ্য দিয়ে থাকেন যা অন্যান্ন ডাক্তারগণ তদ্রুপ করতে পারেন না।’

১ম মহিলাঃ ‘উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে তার দুর্ণাম করে ছেড়েছে।’

তারপর কি হলো? পরবর্তি নাটকে আমি বলবো তার পরের বিষয়।


লোকবলঃ ভাষ্যকার, হাডসন টেলর, বয়স্ক হাডসন টেলর, পূর্ণ বয়স্ক, লোকজন, শৈন্য, চীনা, ১ম মহিলা, ২য় মহিলা

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 21, 2019, at 07:03 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)