Home -- Bengali -- Perform a PLAY -- 130 (God is love)
130. খোদা মহব্বত
বালিকাঃ ‘কামি নো আই কাছি কোচি।’
বালকঃ ‘এগেডা স্লাওয়াইট বগেষ্ট লুজবাউ।’
বালিকাঃ ‘জিজাস সেফ গার্ডির, সেভার বেনি।’
উদ্বেগের কারণ নেই, সঠিকভাবে তোমরা শুনতে পাবে! আমাদের ক্ষুদে ভাষা শেখানোর স্কুলে তোমাকে আহ্বান জানাচ্ছি। আমাদের সাথে যোগ দাও। তিন মিনিটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্য বিশ্বের অন্য ভাষায় শিখতে পারবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যটি তাহলে কি? আনন্দের সাথে তার তোমাদের জবাব দিচ্ছি।
খোদা নিজেই মহব্বত, তিনি তোমাকেও মহব্বত করেন!
চিন্তা করো! সর্বশক্তিমান মহান খোদা, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি তোমাকে মহব্বত করেন!
তুমি তা দাবি করতে পারো যে তিনি তোমাকে মহব্বত করেন, কারণ তিনি তাঁর পুত্রকে এ দুনিয়ায় প্রেরণ করেছেন যেন তিনি তোমার পাপের বেতন পরিশোধ করতে পারেন এবং তোমার স্থলে নিজের প্রাণ কোরানি দিতে পারেন।
তিনি তা করলেন যেন এ পৃথিবীতে ও আগত বেহেশতে তুমি তাঁর সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারো।
খোদার মহব্বত মহান। তা কখনোই শেষ হয়ে যায় না। সে কারণেই তুমি বলতে পারো; খোদা নিজেই মহব্বত, তিনি অসীম তোমাকেও মহব্বত করেন।
আফ্রিকা মহাদেশের একটি ভাষায় এ কথা গুলো এমনভাবে শোনা যায়ঃ
হাহালা সিনতা, টো টো টো ভোমিনি। হাতালা সিনতা, তাউ তেন ইয়াং কং।
গানঃ হাতালা সিনতা, টো টো টো ডোমিনি... (ওয়েভ-ডোট সংযুক্ত)
তুমি কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যটি জার্মান ভাষায় শিখতে চাও? গট ইস্ট ডিয়ে লিবে, লাস মিখ ইবলোসেন।
গট ইস্ট ডিয়ে লিবে, ইর লিবেট আউকখ মিখ, লিয়েড় গট ইস্ট ডিয়ে লিবে... (ওয়েভ ডাটা সংযুক্ত)
এটা বড়ই সত্য। বাইবেল আমাদের শিক্ষা দেয় খোদা জগতকে এতই মহব্বত করলেন যে, তাঁর একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে সেই পুত্রের উপর ঈমান আনে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্তজীবন পায় (ইউহোন্না ৩: ১৬)। খোদা তোমাকে অত্যাধিক মহব্বত করেন আর এটা বড়ই সত্য! তাই তুমি টমির মতো তোমার নামটি এ আয়াতে জুড়ে দিতে পারো।
টমিঃ ‘খোদা টমিকে এতই মহব্বত করলেন যে তার একমাত্র পুত্রকে দান করলেন যে, টমি যেন তার উপর বিশ্বাস স্থাপন করে, ফলে টমি অনন্ত জীবন পায়।’
খোদা প্রত্যেকটি শিশু মহব্বত করেন। কে কোন ভাষায় কথা বলে অথবা তাদের গায়ের চামড়ার রং কি তাঁর কোনো বৈশিষ্ট্য নেই। তোমার শ্রেণি কক্ষে ছেলে মেয়েরা এ বিষয়টি ইতিপূর্বে জানে? তাদের কাছে বলো!
ক্ষুদে ভাষা শিক্ষার ক্লাসে তাদের নিমন্ত্রন জানাও। এবাবে সেই গুরুত্বপূর্ণ বাক্যটি তুর্কি ভাষায় বলছি; আল্লাহ সেভগিডির, কুর্দারিকমডির, আল্লা সেভাগিডির, সেভাব বেনি।
লিয়েডঃ আল্লাহ সেভগিডির, কুর্দিসমিডির... (ওয়েভ ডাটাই সংযুক্ত)
মনে রাখবে, খোদা নিজেই মহব্বত, আর তিনি তোমাকেও মহব্বত করেন। মহব্বতের খোদার বিষয়ে তুমি কি আরো বেশি কিছু জানতে চাও? তাহলে আমাদের কাছে লিখ।
লোকবলঃ ভাষ্যকার, বালিকা, বালক, টমি
© Copyright: CEF Germany