STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 092 (A man-eating tiger 4)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

92. মানুষ খেকো বাঘ-৪


সাহেব গ্রাবঃ ‘রিঙ্গু, তোমর কি হলো? তোমাকে এতটা ভীত দেখা যাচ্ছে কেন?’

রিঙ্গুঃ ‘সাহেব, আমরা বাঘ শিকারে যাচ্ছি। একটি মানুষ খোকো বাঘ আমাদের গ্রামে লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে।’

সাহেব গ্রাবঃ ‘তুমি তাহলে তাদের সাথে যাচ্ছো?’

রিঙ্গুঃ ‘অবশ্যই! কিন্তু যদি বাঘ আমাকে আক্রমন করে বসে অথবা ভুতের আক্রমন ঘটে তবে তখন কি অবস্থা হবে যে?’

সাহেব গ্রাবঃ ‘বিশেষ একজন আছেন যিনি তোমাকে রক্ষা করবেন। তিনি শক্তিধর এবং সবকিছুই করতে পারেন। মন্দ আত্মার চেয়েও তিনি অধিক শক্তি রাখেন। তিনি মসিহ ঈসা! কিতাবুল মোকাদ্দসে লেখা আছে মন্দ আত্মার কবল থেকে তিনি আমাদের মুক্ত করার জন্য এসেছেন।’

রিঙ্গুঃ ‘সত্যিই কি মসিহ ভুত প্রেতের থেকে অধিক ক্ষমতা রাখেন?’

সাহেব গ্রাবঃ ‘অবশ্যই, অধিক ক্ষমতাধর।’

রিঙ্গুঃ ‘আপনি যেমন তার উপর বিশ্বাস করেন আমিও তেমনি তার উপর বিশ্বাস রাখতে চাই।’

রিঙ্গুর মনে পরিষ্কার ধারণা জন্মালো যে, মসিহের উপর বিশ্বাস তার রাখতেই হবে। রিঙ্গু প্রার্থনা করলো যেন মসিহ তার জীবনে আগমন করেন। সে অদৃশ্য খোদার সাথে কথা বললো, আর সে সুনিশ্চিত হলো যে তিনি তার প্রার্থনা শ্রবন ও গ্রাহ্য করেছেন।

সাহেব গ্রাবঃ ‘রিঙ্গু, তুমি সদাসর্বদা মসিহের সাথে কথা বলতে পারো, যখন তখন তার কাছ থেকে সাহায্য কামনা করতে পারো, এমনকি বাঘ শিকার করার সময়ও তুমি তার কাছ থেকে সাহায্য কামনা করতে পারবে।’

কয়েক ঘণ্টা পরে তাদের যাবার সময় হলো। শিকারি অস্র হাতে তুলে নিল আর রিঙ্গু নিল টর্চলাইট। পানেয় জলের কাছে একটা পুরানো গাছে তারা নিরবে চড়ে বসলো। তারা উদ্বেগের সাথে চারিদিক দেখতে থাকলো। রিঙ্গু মনে মনে প্রার্থনা করে চললো।

রিঙ্গুঃ ‘প্রভু মসিহ, আমাদের সাহায্য করো, অন্য কোনো মানুষ খাবার পূর্বে বাঘটিকে যেন হত্যা করতে পারি। তুমি কি কিছু দেখতে পাচ্ছো? ওখানে একটা কিছু নড়াচড়া করছে।’

রিঙ্গু তার পিতার হাত সজোড়ে চেপে ধরলো। তার স্বাস করাই কষ্টকর হয়ে দাড়ালো। বাঘটি ক্ষুধাক্লিষ্ট হয়ে ধীর পদে এগিয়ে চললো সেই ষাঁড়টির দিকে যা কুয়োর পারে ফাঁদের টোপ হিসেবে পেতে রাখা হয়েছিল। বাঘটি তাকিয়ে দেখছে অমনি মুহুর্তের মধ্যে ঘটে গেল। (বন্দুকের গুলির শব্দ)

পিতাঃ ‘কি হতভাগ্য আমরা! আমি ব্যার্থ হলাম!’

পুরুষঃ ‘সাবধান হও! সে আসতেছে! সে আমাদের উপর আক্রমন করতে উদ্ধত।’

পিতাঃ ‘রিঙ্গু, ওর চোকের উপর লাই ধরো, আলোর ঝলকানিতে ওর চোখ অন্ধ করে দাও।’

রিঙ্গুঃ ‘সাহায্য করো, টর্চলাইটটি খুবই ক্ষীণ। প্রভু মসিহ, আমাদের এখন কি করণিয় আছে? রিঙ্গুর সর্বশক্তি দিয়ে টর্চলাইটের আলো ভূমিতে ফোকাচ করলো। বাঘটি আলোর দিকে লাফিয়ে উঠলো। একটি গুলির শব্দ হলো।’

বাঘটি আর একটা লাফ দিয়ে উপরে উঠলো, তারপর লম্বা ঘাসের মদ্যে আড়মোড়া পাকিয়ে পড়ে গেল আহত অবস্থায়। রিঙ্গুর পিতা বন্দুকে আবার গুলি ভর্তি করলো, ট্রিগার টানলো (গুলির শব্দ), মারাত্মক পশুটি মৃতাবস্থায় ভূমিতে পড়ে গেল।

সকলে সহজে স্বাস নিতে শুরু করলো, রিঙ্গু নিরবে প্রার্থনা করলো।

রিঙ্গুঃ ‘খোদা তোমাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তুমিই আমাদের সাহায্য করেছো!’

খোদা কাউকে প্রত্যাখ্যান করেন না। খোদার সাথে তোমার কোন ধরনের অভিজ্ঞতা ঘটেছে? তুমি আমাদের কাছে লিখতে পারো, জানাতে পারো তোমার প্রার্থনার জবাব তিনি কিভাবে তোমাকে দিয়েছেন।


লোকবলঃ ভাষ্যকার, রিঙ্গু, সাহেব গ্রাব, পিতা, একব্যক্তি

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 18, 2019, at 03:10 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)