STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 093 (The Kurku-promise 5)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

93. কুরকু প্রতিজ্ঞা করলো-৫


আনন্দের অতিশয্যে রিঙ্গু নিজের গ্রামে ছুটে গেলেন।

রিঙ্গুুুুুুুুঃ ‘বাঘ মারা পরেছে! বাঘটি মারা হয়েছে! আমরাই বাঘটিকে হত্যা করেছি।’

বাটু তার বড় ভাইয়ের কৃতিত্বে নিজেকে গর্বিত ভাবছে।

বাটুঃ ‘তুমি অদ্ভুৎ! বাঘ শিকারের সময় আমরা শংকিত ছিলাম।’

রিঙ্গুঃ ‘আমি অন্তত ভিত। কিন্তু আমি যখন প্রার্থনা করলাম তখন আমার হৃদকম্পন স্বাভাবিক হলো।’

(ইঞ্জিনের শব্দ)

রিঙ্গুঃ ‘নিশ্চয়ই সাহেব গ্রাব এসেছে। সাদা বিদেশি লোকটি, যিনি মসিহের বিষয় আমার কাছে প্রকাশ করেছেন।’

বাটুঃ ‘আস, আমরা দৌড়ে তার কাছে পৌছাই।’

দুটি ভারতীয় বালক মূহুর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল, অন্য এক পার্শ্ব দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে লাগলো। মিশনারিদের জীপ কাদার মধ্যে আটকা পড়লো। রিঙ্গু তার ষাড়ের গাড়ি দিয়ে জীপটাকে পাঁকের মধ্য দিয়ে টেনে তুলবার জন্যগাড়ি সাজালো।

সাহেব গ্রাবঃ ‘সম্পন্ন হয়েছে। তোমার সাহায্যের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য তোমাকে ধন্যবাদ দিতে ও বিদায় নিতে চাই। দীর্ঘদিনের জন্য আমরা কেউ কাউকে দেখতে পাব না। সব সময় মনে রাখবে,সদাসর্বদা মসিহ তোমার সাথে আছেন।তাঁর সাথে সদা সত্যে বাস করবে এবং আর তিনি যাতে সন্তুষ্ট তাই করবে। পাপের কাজ কখনোই তোমাকে তৃপ্তি বা শান্তি দিবে না। খোদার চিঠিটি তোমার কাছে এখন পর্যন্ত কি আছে?’

রিঙ্গুঃ ‘অবশ্যই, আমি ওটাকে আমার পাগরিটির মধ্যে রেখে দিয়েছি।’

সাহেব গ্রাবঃ ‘তোমার হৃদয়ে খোদার কালাম জমা করে রাখবে। তুমি এ সকলের উপর নির্ভর করতে পারবে। ওহো, আমার অর্গানটি খোয়া গেছে।’

রিঙ্গুর দুই কান লাল হয়ে গেল। সেইতো প্রকৃত চোর। সে যন্ত্রটি পুরাতন গৃহে লুলিয়ে রেখেছে। সাহেব কি তা জানতে পেরেছে?

সাহেব গ্রাবঃ ‘আমার হাতে সময় নেই ঐ যন্ত্র খোঁজার মতো। তুমি কি আমার হয়ে খুঁজে দেখবে? যদি তুমি পেয়ে যাও, তবে শহরে মিসেস মরিয়মের কাছে পৌছে দেবে। তিনি আমার খবর সবসময় রাখবেন। কখন কোথায় প্রচার কাজে ব্যস্ত থাকবো, তখন তিনি যন্ত্রটি আমার কাছে পৌছে দিবেন।’

রিঙ্গু ধীরে ধীরে তার হাত দুটি কানের লতি পর্যন্ত তুলে প্রতিজ্ঞা করলো যে পদ্ধতি ভারতে প্রতিজ্ঞা করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এটাকে বল হয় ‘কুকু প্রতিজ্ঞা’।

ভারাক্রান্ত হৃদয় নিয়ে সে বাড়িতে পৌছালো।

রিঙ্গুঃ ‘আমি কেন স্বীকার করলাম না যে আমিই চোর? আমি ভীতু। প্রভু মসিহ, এখন এ অবস্থায়ও কি তুমি আমার কথা শুনে থাকো? আমি কিছু একটা চুরি করেছি। আমার পাপ ক্ষমা করো, সাহায্য করো যা কিছু ভালো তা অনুসরণ করার জন্য।’

এক্ষেত্রে পদক্ষেপ নেবার মতো সঠিক কাজটি কি হতে পারে? রিঙ্গু তাৎক্ষণিকভাবে তা জানতে পারলো। সে যা চুরি করেছে তা ফিরিয়ে দিবে। কিন্তু চুরি করা দ্রব্য ফিরিয়ে দেয়া অসম্ভব! অন্যরা তখন তাকে নিয়ে কি ভাববে? সে তার হৃদয়ে মৃদু একটা ধ্বনি শুনতে পেল। তাকে বলা হলো, অর্গানটি ফিরিয়ে দাও আর তাতে সবকিছু পুনরায় যথাযথ হয়ে যাবে।

তোমরাও কি হৃদয়ের মধ্যে এমন ধ্বনি শুনতে পাও? কোনো কিছু চুরি করার পরে তা আবার কি করে সম্পর্ক স্বাভাবিক করা যায় তা কি তোমরা জানো?

এর জবাব পরবর্তী নাটকে দেয়া হবে।


লোকবলঃ ভাষ্যকার, রিঙ্গু, বাটু, সাহেব গ্রাব

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 09, 2019, at 02:17 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)