Home -- Bengali -- Perform a PLAY -- 170 (Halloween – without me 2)
170. আমাকে ছাড়া হ্যালুইন-২
জ্যানঃ ‘আমার ধারণা ছিল হ্যালুইন হলো গৌরবজনক অনুষ্ঠান আর ভিতিকর বিষয়গুলো কেবল কৌতুকের বিষয়, কিন্তু আমি যখন বুঝতে পারলাম, এর মধ্য দিয়ে শয়তানের পূজা হচ্ছে তখন আমি তা ছেড়ে দিলাম।’
কেবল জ্যান একাই নয় যারা হ্যালুইন অনুষ্ঠানের উদযাপন বাদ দিয়ে দিয়েছে।
কার্লঃ ‘আমিও নিজেকে গুটিয়ে নিয়েছি ফ্রাঙ্কেইন স্টেইন পিজ্জা ও ভুতের ছাপ থেকে। মাকড়সার রক্তের স্যুপ, ইয়াক এসকল অনুষ্ঠান পালনে আমি অসুস্থ হয়ে পড়ি।’
বালিকাঃ ‘আমাদের ইংরেজি পাঠদানের সময় কেবলমাত্র হ্যালুইন নিয়ে আলোচনা করেছি। আমার পিতা শিক্ষককে বলেছেন যে, এ প্রথাটি যাদুবিদ্যার প্রথা থেকে উৎপন্ন। যার অর্থ, অদৃশ্য শক্তি উপস্থিত রয়েছে। তখন আমি উক্ত ক্লাস থেকে অব্যাহতি পেলাম।’
রালফের কোনো আগ্রহ নেই হ্যালুইন উৎসব উদযাপনের বিষয়ে?
রালফঃ ‘আমি খোদার উপর বিশ্বাস রাখি, তাই তিনি যা কিছু বলেছেন তাই করবো।’
তোমার বাইবেল থেকে এ অংশটি পাঠ করো দ্বিতীয় বিবরণ ১৮ঃ৯।
রালফঃ ‘জাতিদের জঘণ্য প্রথার অনুকরণ তোমরা করো না!’
খোদা হলেন প্রেম! তিনি আমাদের সাবধান করেন, কারণ তিনি আমাদের মহব্বত করেন! তাঁর আজ্ঞা সকল উত্তম। যেকেউ তার বাক্য অবধান করে সে শয়তানের ফাঁদে পতিত হবে না।
বেটিঃ ‘আমি জানতাম না যে হ্যালুইনের পিছনে শয়তানের চাল রয়েছে। আমি একটা লিফলেট পড়েছি, যা আমাকে দারুনভাবে আহত করে। তাই এখন সকলকে আমি সাবধান করে দিচ্ছি। আমি উক্ত লিফলেটটি স্কুলে সবাইকে শুনিয়ে পড়েছি। আমার শিক্ষক তেমনভাবে পড়ে শুনাতে আমাকে হুকুম দিলেন। আমি বিশ্বাস করি, কেবল আমি একাই নই, যারা এই বিষয়টির উপর শিক্ষা গ্রহণ করছে। এখন তোমাদের কাছেও বলছি; হ্যালুইন আমাকে ব্যতিত! আমি আশা করি অন্যান্য সকলে বিষয়টি অতিদ্রুত অনুধাবন করতে পারবে। আমি যদি আরো আগে জানতে পারতাম যে হ্যালুইন হলো শয়তানের পদলেহনের একটা পূজা, তাহলে কোনোদিনই এ অনুষ্ঠানে অংশ গ্রহন করতাম না।’
হয়তো তুমিও এ বিষয়টি জানতে না, যদি জানতে তবে উক্ত অনুষ্ঠানে অংশ নিতে না। তোমরা কি দুঃখিত এ জন্য? ভয়ের কোনো কারণ নেই। মসিহ হলেন বিজয়ী! তাঁর কাছে প্রার্থনা করো। সে তোমার কথা শুনতে পান। দৃষ্টান্ত স্বরূপ বলো:
বালকঃ ‘প্রভু মসিহ, আমাকে প্রেম করেছো বলে আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি। হ্যালুইনে অংশগ্রহন করার অপরাধের জন্য আমাকে ক্ষমা করো। আমি আর কখনোই তাতে অংশ নেব না। এখন থেকে তোমার জন্য জীবন কাটাতে চাই আর তোমার কালাম, পবিত্র বাইবেল, নিয়মিত অধ্যয়সন করবো। আমি তোমার উপর বিশ্বাস করি। আমার পাপের জন্য তুমি কোরবানি হয়েছো যার ফলে আমি হয়েছি মুক্ত, তোমাকে ধন্যবাদ। আমিন!’
মসিহ তাৎক্ষণিক এধরনের প্রার্থনার জবাব দিয়ে থাকেন। যেহেতু তিনি তোমাকে মহব্বত করেন তাই তোমাকে ক্ষমাও করে দিয়েছেন। তুমি যখন তাঁকে তোমার জীবনে কর্তৃত্ত করার সুযোগ দাও তখন থেকে তিনি সবসময় তোমার সাথে থাকেন। তিনিই তোমাকে সুরক্ষা করবেন।
বেটি যা করেছে তোমরাও তাই করো। যারাই হ্যালুইন নিয়ে ব্যস্ত রয়েছে তাদের কাছে বিষয়টি খুলো বলো। সম্ভবতঃ তারাও ঈসা মসিহের উপর বিশ্বাস করবে আর বলবে; হ্যালুইন আমাকে বাদ দিয়ে!
লোকবলঃ ভাষ্যকার, কার্ল, বালিকা, রালফ, বেটি, বালক
© Copyright: CEF Germany