STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 169 (Halloween – without me 1)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

169. আমাকে ছাড়া হ্যালুইন-১


ইভ ও হাওয়ার্ড স্টোর হাউজের জানালায় নাক ঠেকালো। গ্লাসের পিছনে কুমড়োগুলো দেখতে মনে হচ্ছে দাঁত বের করে ভেংচি কাটছে।

ইভঃ ‘পবিত্র দিবসের উপর আমাকে কিছু লিখতে হবে। উহঃ তুমি কি দেখতে পারছো ঐ খুলিগুলো?’

হাওয়ার্ডঃ ‘আসলে ওগুলো বাস্তব নয়!’

ইভ যেন রাজহংসীর চমক দিল।

হাওয়ার্ডঃ ‘তুমি কি হ্যালুয়িন পার্টিতে আসছো?’

ইভঃ ‘আমি জানি না। সম্ভবত। কিন্তু এখন আমাকে বাসায় যেতে হবে।’

বেকারির এক দরজায় ডেলিভারির বিজ্ঞাপন ও রুটি ও কেকের বিজ্ঞাপন ঝুলিয়ে রেখেছিল। হ্যালুয়িন অর্থের আয়োজন করলো।

(দরজা খোলার ঘণ্টা)

মাঃ ‘পরিশেষে তুমি তাহলে বাড়িতেই আছো।’

ইভঃ ‘আমি ক্ষুধার্ত। (প্লেটের উপর কাটাচামুচ ও ছুরি নারাচারার শব্দ) কুমড়ো কোথায় থাকে যা জানালার কাছ রাখা হয়েছে।’

পিতাঃ ‘তারা ময়লার ঝুড়ির মধ্যে খুঁজে ফিরছে।’

ইভঃ ‘ময়লার ঝুড়ির মধ্যে???’

মাঃ ‘আজকের খবরের কাগজ থেকে এ বিষয়টি পরো।’ (খবরের কাগজ নাড়ানোর শব্দ)

ইভ হ্যালুইন বলতে ইভের চোখ গিয়ে পড়লো তার পছন্দের পিজ্জার উপর। হ্যাল্যুইন বলতে অক্টোবর ৩১ তারিখ ভুত প্রেত ও শয়তানের আনন্দফুর্তির দিন। গল্পটি আজ থেকে ২০০০ বৎসর পূর্বের গল্প। কেল্টসদের নতুন বৎসর। তারা খোদার উপর বিশ্বাস করতো না। তারা বহুদেবে বিশ্বাস করতো আর ছিল শমহাইন ছিল মৃতের উপর কর্তৃত্বকারী দেবতা। ঐ রাতে শামহাইন এসে মৃতদের সংগ্রহ করতো।

ইভঃ ‘হ্যালুইন হলো শয়তানের সন্তুষ্টি বিধানের জন্য নির্দিষ্ট দিন।’

হ্যালুইন ইংরেজি বাক্যের একটি সংক্ষিপ্ত রূপ, বাক্যটি হলো ‘সকল পবিত্রদের মিলন দিন’। তার পর যাদুকর শালগম কেটে নিয়ে তার মধ্যে মোম রেখে দেয়, তাদের বাড়ির সামনে রাখে, তারপর চিৎকার করে আশির্বাদ অথবা অভিশাপ। যে কেউ কোরবানি দিবে না শামহাইন তারা অভিশপ্ত।

পিতাঃ ‘ছদ্মবেশি আত্মা যারা মিষ্টিদ্রব্য মেগে বেড়ায় তারা আমাদের মনে করিয়ে দেয় পৌত্তলিক প্রথার কথা। কিতাবুল মোকাদ্দস সাক্ষ্য দেয়, শয়তান এড়িয়ে চলো। হ্যালুইন হলো শয়তানের জন্য নির্দিষ্ট রাত্র।’

মাতাঃ ‘আমি তা জানি না। আমাকে বাদ দিয়ে হ্যালুইন উদযাপন করে।’

পিতাঃ ‘উৎসর্গের বিষয় কি তুমি পড়োছো?’

ইভ পাঠ করে ফ্যাকাশে হয়ে গেল যখন সে জানতে পেল শয়তানের মনঃতুষ্টির জন্য মানুষ পর্যন্ত বলি দেয়া হয়। কতই না ভয়াবহ! শয়তান হলো মিথ্যাবাদি ও খুনি। হ্যালুইন হলো শয়তানের দিন।

পিতাঃ ‘খোদা বলেছেন, আমাদের উচিত হবে না পৌত্তলিকতার প্রথা অনুসরণ করা। সে কারণেই আমি বলি হ্যালুইন আমাকে বাদ দিয়ে!’

আর তোমার মন্তব্য কি? তুমি কি ঈসা মসিহে বিশ্বাস করো? যদি তাকে বিশ্বাস করো তবে মারাত্মক আচর-অনুষ্ঠান ব্যতিরেকেই তুমি আনন্দ উৎসব করতে পারো।

ইভঃ ‘আমি হ্যালুইন পার্টিতে আর যাচ্ছি না। হাওয়ার্ডের কাছে সংক্ষিপ্ত বার্তা পাঠালাম, আমাকে বাদ দিয়ে।’

আশা করি তোমাকেও বাদ দিয়ে!

হ্যালুইনের বিষয়ে অধিক কিছু জানতে চাও? তবে আমার কাছে লিখ।


লোকবলঃ ভাষ্যকার, ইভ, হাওয়ার্ড, মাতা, পিতা

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 21, 2019, at 08:12 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)