STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 077 (The tomb is empty)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

77. শুণ্য কবর


মসিহের বন্ধুরা তাঁর মৃতদেহ সলিব থেকে নামিয়ে পাথরে খোদাই করা নতুন কবরে দাফন করলেন। তারপরে বিশালকার একটা পাথর দিয়ে কবরে মুখ বন্ধ করে দিলেন।

(নেপথ্যে সংগীতের মূর্ছনা থাকবে)

বালিকাঃ ‘মসিহ সলিবের দিকে গিয়েছেন, খোদা তাকে শাস্তি দিয়েছেন। কারণ আমরা সকলে এতটাই পাপী যে তাকে আমাদের স্থলে মরতে হয়েছে।’

মর্মান্তিক দুঃখজনক ঘটনা, সাহাবিগণ একটি গৃহে বসে বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। কেউই পরিষ্কারভাবে বুঝতে পারে নি যে মসিহকে আসলে কেন প্রাণ দিতে হলো। বিশেষভাবে পিতর অত্যন্ত মর্মাহত হলেন। তিনি এতটাই দুঃখিত হলেন যে তিন তিন বার তিনি মসিহকে অস্বীকার করে বসলেন যে তিনি মসিহকে চেনেনই না। সে এতটাই ভীত হলেন যে কোনোভাবেই একথা ভুলতে পারলেন না। সবকিছু শেষ হয়ে গেছে, মসিহ মারা গেছেন।

(নেপথ্যে বাজনা বাজতে থাকবে)

বালকঃ ‘মসিহ সলিবে প্রাণ দিয়েছেন, তিনি আমাদের জন্য তাঁর রক্ত ঝরিয়েছেন। আমরা যখন আমাদের পাপ তার কাছে স্বীকার করি তখন তিনি তা ক্ষমা করে দেন। তিনি তোমাকে ও আমাকে ক্ষমা করেন।’

সহসাই দরজা বাতাসে খুলে যাবে।

মরিয়মঃ ‘তিনি জীবিত! মসিহ বেঁচে আছেন! তিনি আর কবরে নেই, তিনি পুনরুত্থিত!’

অন্য মরিয়মঃ ‘একজন ফেরেশতা আমাদের এ মহান সংবাদটি জানিয়ে দিয়েছেন। পিতর, তিনি আমাদের বিশেষভাবে হুকুম দিলেন যেন আমরা এ খবর তোমাদের জানিয়ে দেই। মসিহ পুনরায় জীবিত হয়ে ওঠেছেন।’

পিতরঃ ‘তোমরা বলতে চাও যে মসিহ পুনরায় জীবিত হয়ে উঠেছেন।’

পিতর নিজেকে আর সামলাতে পারলেন না। গায়ে যতটা শক্তি ছিল ততটা জোরে উর্দ্ধস্বাসে ইউহোন্নাকে সাথে করে তিনি কবরের কাছে ছুটে গেলেন। তারা কবরের ভিতরে তাকালেন। মসিহের দেহ আর সেখানেই নেই। তারা বিশ্বাস করলেন যে মসিহ মৃত্যু থেকে জীবিত হয়েছেন এবং কবর থেকে বাহির হয়ে এসেছেন। সাথে সাথে তারা অন্যান্য সাহাবিদের কাছে ফিরে গিয়ে তাদের সকলকে এ খবরটি জানিয়ে দিলেন।

(নেপথ্যে বাজনা বাজতে থাকবে)

বালক ও বালিকাঃ মসিহকে কবরে সায়িত করা হলো। কিন্তু তিনি তথায় মৃতাবস্থায় পড়ে রইলেন না। পুনরুত্থানের লগ্নে তিনি পুনরায় জীবিত হলেন, জেগে উঠলেন, হালেলুইয়া, তোমার জন্য ও আমার জন্য, হালেলুইয়া। তোমার জন্য আর আমার জন্য। সাহাবিদের জন্য ও পিতরের জন্য, যারা ব্যর্থ ও যারা হাজার অপরাধে অপরাধী তাদের সকলের জন্য মসিহ আমাদের স্থলে প্রাণ দিয়েছেন এবং পুনরায় জীবিত হয়ে উঠেছেন।


লোকবলঃ ভাষ্যকার, মরিয়ম, অন্য মরিয়ম, পিতর, বালক ও বালিকা

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 09, 2019, at 12:33 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)