Home -- Bengali -- Perform a PLAY -- 032 (Does God answer every prayer)
32. প্রত্যেকটি প্রার্থনার জবাব কি খোদা দেন
তোমার কি কোনো পছন্দের রং আছে? এমির পছন্দের ছিলো নীল রং। সে নীলাকাশ পছন্দ করতো, নীল সাগর, আর তার পছন্দের সকল রংয়ের মধ্যে বেশি পছন্দনীয় ছিল তার মায়ের নীল রংয়ের চোখ। এমির মনে মনে ভাবতো তার নিজের চোখের রং বাদামি যা বড়ই বিদঘুটে।
এমি: ‘আম্মা, খোদা কি আমার সকল প্রার্থনা শুনতে পায়?’
মাতা: ‘অবশ্যই আদুরি! খোদা সকল প্রার্থনা শুনে থাকেন।’
এমি: ‘এমনকি শিশুদের প্রার্থনাও তিনি শুনেন?’
মাতা: ‘অবশ্যই এমি, এখন কিন্তু ঘুমানোর সময়। শুভ রাত্র।’
এমি: ‘শুভ রাত্র আম্মা!’
আলো নিভানোর পরে এমি নিজের বিছানায় বসে প্রার্থনা করলো:
এমি: ‘প্রাণ প্রিয় খোদা, তুমি সব কিছুই করতে পারো। আমার ধুষর বর্ণের চোখ নীল বর্ণের করে দাও। আমিন।’
খোদা এমির প্রার্থনা শ্রবণ করলেন, সে এ ব্যাপারে ছিল সুনিশ্চিত। তারপর সে ঘুমোতে গেল।
পরদিন সকালে ঘুম থেকে জেগে উঠে তার প্রার্থনার কথা মনে করলো। বিছানা থেকে লাফ দিয়ে নেমে পড়লো সোজা আয়নার কাছে এসে দাড়ালো, আয়নার মধ্যে থেকে দুটো বড় বাদামি চোখ তার দিকে উল্টো তাকিয়ে রইলো। দুঃখ ভারাক্রান্ত এমি চিন্তা করলো খোদা তার প্রার্থনা শ্রবণ করেন নাই। তারপর যেমন কেউ মনে মনে বলে, ‘না বোধক জবাবও প্রার্থনার একটি।’
বহু বৎসর অতিক্রান্ত হলো। এমি তখন প্রাপ্ত বয়স্ক। সে ভারতে মিশনারী হিসেবে আসলো সেখানকার ভাষা শিখলো, তারা যা কিছু খায় তা খেতে শিখলো, যে পোশাক তারা পরিধান করে সেও ঐ একই পোশাক পরিধান করে, আর তাকে যাতে বিদেশিদের মতো দেখা না যায় বরং স্থানীয় লোকদের মতো দেখা যায় সেজন্য নিজের চামড়ায় তদ্রুপ ক্রিম মাখাতো, যাতে তাকে বাদামি রংয়ের দেখা যায়।
একদিন এমির বন্ধু তাকে বললো:
বন্ধু: ‘এমি, তোমার চোখের রং নীল না হয়ে বাদামি হওয়াটা খুবই উপযুক্ত হয়েছে, অন্যথায় সকলে তোমাকে বিদেশি ভাবতো।’
বাদামি চোখ? শিশুকালের প্রার্থনার কথা এমির মনে জাগলো। ‘না’ বোধক জবাবও একটা জবাব। খোদার থেকে একটি উপযুক্ত উত্তর।
আমরা চাই কখনো কখনো প্রার্থনার জবাব অতিদ্রুত দিয়ে দেন। কখনো তিনি আমাদের অপেক্ষা করতে বলেন। কখনোবা নেতিবাচক জবাবও দিয়ে থাকেন। তাঁর তরফ থেকে উত্তর যাই হোক না কেন ইতিবাচক বা নেতিবাচক অথবা অপেক্ষা করতে বলা, তিনি আমাদের প্রতি তাঁর প্রেমের প্রকাশ করে থাকেন। তাঁর পক্ষ থেকে জবাব সবসময় আমাদের জন্য কল্যাণকর। যা কিছু অত্যাবশ্যক তিনি তাই করে থাকেন তোমাদের জন্যও একই কাজ তিনি করেন।
লোকবল: ভাষ্যকার, এমি (শিশু) এমির মা ও বন্ধু
© Copyright: CEF Germany