STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Bengali -- Perform a PLAY -- 120 (The newcomer 4) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- Tamil -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য নাটক
120. নবাগত-৪লুকাস ভিষণ মর্মব্যাথা পেল। তার সর্বোত্তম চারুকর্ম মাটিতে ভেঙ্গে পড়লো। এবার সে আর পুরষ্কার পাবে না। লুকাস বাহিরের হওয়া সত্তেও অন্যের কাছে প্রমান করতে চেয়েছিল যে সে একটা কিছু জানে। কিন্তু তার চারুকর্ম আর নেই, নষ্ট হয়ে গেছে। লুকাস আনিতিকে সন্দেহ করেছে। কিন্তু প্রমান করার মতো তার কাছে কোন চিহ্ন নেই। এবার মাঝে মধ্যে সুইস আল্পস পাহাড়ে অবস্থিত বাড়িতে উঠানামা করে। কখনো কখনো গাছে গুড়িতে বসে একটা কিছু তৈরি করে। এক ব্যক্তিঃ ‘তুমি একজন ভালো কারুশিল্পি, তাই না হে বালক।’ হতচকিত। লুকাস চারিদিকে তাকালো। কণ্ঠস্বর সেই বৃদ্ধ ব্যক্তিটির যিনি নিজের কুড়ে ঘরে একা একা থাকেন। শহরের মধ্যে সকলেই তার বিষয়ে লুকিয়ে লুকিয়ে আলোচনা করে। লোকটির বন্ধুত্বসুলভ দৃষ্টি তাকে বিশ্বাস করতে অনুপ্রেরণা যোগালো। পুরুষঃ ‘আমার সাথে এসো, আমি আমার কারুকর্ম তোমাকে দেখাবো।’ (দরজা খোলার শব্দ) লুকাসঃ ‘উত্তম! আপনিই সবকটা কারুকাজ করেছেন?’ ব্যক্তিঃ ‘কোনো একদিন তুমিও এমন কাজ করতে পারবে। সম্ভবতঃ কোনো বন্ধুদের জন্য।’ লুকাসঃ ‘আমার কোনো বন্ধু নেই।’ ব্যক্তিঃ ‘তা হলে তুমি সম্পূর্ণ উৎকণ্ঠিত। তুমি কি তোমার সমস্যার কথা আমাকে খুলে বলবে?’ লুকাসঃ ‘ড্যানি খোড়া হয়ে গেছে। সকলে মনে করে আমিই তাকে ধাক্কা মেরে পাহাড়ি ক্ষুদ্র নদীতে ফেলে দিয়েছি। সকলে আমাকে ঘৃণা করে। সবচেয়ে বেশি ঘৃণা করে আনিতি। আর আমিও তাকে ঘৃণা করি।’ ব্যক্তিঃ ‘আমাদের জীবনে আমরা ভুল কাজই করে থাকি। এমনকি আমিও, মদের নেশা ও জুয়াখেলার কারণে আমি আমার বড় আকারে ঋণের বোঝা বয়ে চলতে বাধ্য হচ্ছি। ব্যাংক ডাকাতির সময় আমি ধরা পড়ি। আমি তখন বুদ্ধিহাবা হয়ে পড়ি।’ লুকাসঃ ‘তাই একাকিত্ত্ব?’ ব্যক্তিঃ ‘এখন পর্যন্ত আমি একাকি। কিন্তু আমি যখন জেল থেকে মুক্তি পাই তারপর থেকে মসিহের সাথে নতুন জীবন শুরু করি।’ লুকাসঃ ‘তোমার কোনো আত্মিয় স্বজন আছে?’ ব্যক্তিঃ ‘আমার দুইজন পুত্র, তাদের ধারণা ইতোমধ্যে আমি মারা গেছি। একজন ব্যবসা-বাণিজ্য করে আর একজন সার্জন (ডাক্তার)। সে অনেক লোককে পুনরায় সুস্থভাবে হাটার জন্য কাজ করে থাকে। এই মুহুর্তে শহরের হোটেলে আছে।’ লুকাসের চিন্তা তার মাথায় আলোড়ন সৃষ্টি করলো। তোমরা কি মনে করতে পারো কোন ধরণের চিন্তা লুকাসের মাথায় ঘুরঘুর করছে? বৃদ্ধ লোকটি স্নেহভরা হাত দিয়ে লুকাসের কাধে স্বান্তনা দিল। ব্যক্তিঃ ‘লুকাস, তুমি তোমার সমস্যার বিষয়ে আমার উপর ন্যাস্ত করেছো। তুমি কি প্রভু মসিহের সাথে তোমার ঘৃণার কথা খুলে বলবে এবং তোমার জীবনটা সঠিক পথে চালিয়ে নেবার জন্য প্রার্থনা করবে?’ লুকাসের চোখ বেয়ে অশ্রুবারি গড়িয়ে পড়লো, সকলে তা দেখতে পেলো তাতে তার লজ্জ্বার কোনো কারণ রইলো না। সে মসিহের কাছে মাগফেরাত কামনা করলো। তার হৃদয় সম্পূর্ণ স্নাতশুভ্র হয়ে গেল। আর পাপের কোনো দাগই অবশিষ্ট রইল না। এটাই সহজ, তা কেবল লুকাসের ক্ষেত্রেই নয় তোমাদের বেলায়ও সমভাবে তা প্রযোজ্য। পরবর্তি নাটকে তার বিষয়ে আরো অধিক জানতে পারবে। লোকবলঃ ভাষ্যকার, লুকাস, বৃদ্ধলোকটি © Copyright: CEF Germany |