STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Bengali -- Perform a PLAY -- 080 (A bill for Mom) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- Tamil -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য নাটক
80. মায়ের পাওনা ফিরিয়ে দেয়াজেসমিনের বড় চাহিদার বিষয়টি খেলনার মধ্যে তাকের উপর পড়ে রয়েছে। জেসমিনঃ ‘যে কোনো লোকের প্রয়োজন পড়ে টাকা-পয়সার। বয়স্করা প্রচুর অধিকার ভোগ করে। তারা সবকিছু কিনতে পারে যা কিছু তাদের মনে ধরে। কিন্তু দেখ, আমারও একটা পরিকল্পনা আছে।’ জেসমিন দ্রুত এগিয়ে চললো। দুপুরের খাবারের পরে সে নিজের কক্ষে প্রবেশ করলো। তার ঐ মুহুর্তে দরকার হলো এক টুকরো কাগজ আর একটা পেন্সিল। জেসমিনঃ ‘জেসমিনের সর্বসাকুল্যে প্রয়োজনীয় অর্থের তালিকা। আমি ক্রীতদাস নই যে বিনা পরিশ্রমিকে কাজ করবো। রিসাইকেল গ্লাস যা পাত্রে ব্যহার করা হয়েছে $ ২.৫০ বাথরুম সাওয়ার পরিষ্কার বাবদ $ ৪.০০ প্রত্যেক রাতে টেবিল থেকে থালাবাটি গুছানো $ ৮.০০ রুম পরিষ্কার করন (কঠোর শ্রম) $ ১৩.৫০ ডিস ওয়াসার খালি করা $ ৫.০০ ময়লা সরিয়ে রাখা (ঘেন্যার কাজ) $ ৮.০০ সর্বসাকুল্যে অংক গিয়ে দাড়ায় ১৫, ২১ $ ৪১.০০ অনুগ্রহপূর্বক দ্রুত পরিশোধ করুন! আপনার কঠিন পরিশ্রমি জেসমিন’ গোপনে রান্নাঘরের টেবিলের উপরে এই বিলটি রেখে দিল। রাতের খাবারের সময় তার প্লেটের তলায় একটি চিঠি পেল। তবে সে যখন একা ছিল তখন উক্ত পত্রটি খুলে দেখলো। জেসমিনঃ ‘এবার আমি উৎসাহি (পত্র খোলার শব্দ ও টাকা পড়ে যাবার শব্দ)। ঠিক ৪১ ডলার রয়েছে! আমি কখনোই এতটা ধ্বনি ছিলাম না। ওহো, একটা নির্দেশিকা রয়েছে; প্রিয় জেসমিন!’ এখানে তোমার মাইনে রয়েছে। নিশ্চয়ই তুমি জ্ঞানি বালিকা। সময় পেলে আমার বিল পত্রটি পড়বে। ১০ বৎসর ধরে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্না করেছি কোনো দাবি নাই। ১০ বৎসর ধরে তোমার জন্য রান্নাবান্না করেছি নিদাবি, তুমি যখন অসুস্থ হতে আমি তোমার যতœ নিতাম সুস্থ করে তোলার... তার জন্য কোনো দাবি করছি না। তোমার সাথে আমি খেলাধুলা করেছি তার জন্য... তোমার সমস্যা ও দুশ্চিন্তার কথা মনোযোগ দিয়ে আমি শুনতে আমি সময় দিতাম... তার কোনো দাবি নাই। আমি এমন লিষ্ট আর কখনোই প্রস্তুত করবো না। আমি যা কিছু করেছি আনন্দের সাথে করেছি, কেননা আমি তোমাকে অত্যন্ত মহব্বত করি, আমার জেসমিন।‘ ইতি তোমার মা। জেসমিন অত্যন্ত লজ্জিত হলো। সে মায়ের কাছে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। জেসমিনঃ ‘মা, পুনরায় আমি তোমাকে কখনো এমন বিল দেব না, তোমার টাকা এখানে আছে। আমি তোমাকে মহব্বত করি অন্যকে সাহায্য করায় রয়েছে তাদের আনন্দ আর দিতে পারায়ও পাওয়া যায় আনন্দ। তুমি কি আনন্দ দিতে চাও? আমি মনে করি তোমার মাকে আনন্দদানের মাধ্যমে আশ্চর্য করে দিতে পারো। মনে রাখবে, অন্যের জন্য কল্যাণমুখি কাজে নিজের জীবনে তা অনুভুত হয়। লোকবলঃ ভাষ্যকার, জেসমিন © Copyright: CEF Germany |