STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Bengali -- Perform a PLAY -- 078 (Lou Ling makes a decision) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- Tamil -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য নাটক
78. লোলিং এর সিদ্ধান্ত গ্রহণলু লিং এর বড় সমস্যা ছিল। সম্মুখের দরজার তাকের উপর রেখে দেওয়া প্রতিমাগুলো নিয়ে তিনি নিয়ত ভাবতেন। তিনি চীনে বাস করতেন, তার পিতা-মাতা তাকে শিক্ষা দিয়েছিলেন কাঠের উক্ত প্রতিমাগুলোই হলো খোদা। আদৌ এ শিক্ষা সত্য শিক্ষা নয়, হতেই পারে না। জীবন্ত খোদা বেহেশতে থাকেন, আর এ প্রতিমাগুলো অন্যান্য জড় পদার্থের মতোই মূল্যহীন বস্তু। যদিও এ প্রতিমার হাত রয়েছে তবুও তা দিয়ে কারো কোনো সাহায্য করতে পারে না। তার মুখ আছে বটে তবে কথা বলতে পারে না। তার কান আছে তবে শুনতে পায় না। লোকজন এ প্রতিমাগুলোর অর্চনা করে তবে তারা জানে না যে প্রকৃত খোদা প্রতিমাপূজা নিষেধ করে দিয়েছেন। তিনি বলেছেন: আমিই প্রভু তোমাদের খোদা, আমাকে ছাড়া অন্য কোনো দেবতার কাছে মাথা নত করবে না। লু লিং এ বিষয় নিয়ে চিন্তা করতেন। লু লিংঃ ‘আমাদের তাকে (সেলফ) যে বসে আছে আসলে সে কি সত্যিকারের খোদা?’ মসিহিদের দ্বারা পরিচালিত স্কুলে তিনি পড়েছেন, সেখানে তিনি জানতে পেরেছেন একমাত্র প্রকৃত সত্য খোদার পরিচয়। তিনি আরও জানতে পেরেছেন প্রকৃত খোদা তাঁর একমাত্র পুত্রকে জগতে পাঠিয়েছেন যেন তিনি প্রত্যেকটি পাপী মানুষের পাপের প্রায়শ্চিত্ত শোধ দেবার জন্য নিজের প্রাণ কোরবানি দিতে পারেন। তিনি যখন জেনেছেন উক্ত পুত্র মানুষের পাপের জন্য জীবন কোরবানি দিয়ে মৃত্যু বরণ করেছেন এবং মৃত্যুর তৃতীয় দিবসে কবর থেকে পুনরায় জীবিত হয়ে বর্তমানে বেহেশতে জীবন যাপন করছেন। কে প্রকৃত সত্য? কে প্রকৃত সত্য খোদা? সেকি মসিহ প্রকৃত খোদা না তাকের উপর সাজিয়ে রাখা প্রতিমা? লু লিংঃ ‘আমি জানি আমাকে যে কি করতে হবে; বাড়ির প্রতিমার কবর দেব উঠানে। তারপরে যদি সে জীবিত হয়ে পুনরায় ফিরে আসে তখন বুঝতে পারবো কে আসল সত্য খোদা।’ লুলিং একটা বেলচা হাতে নিল, উঠানে চলে গিয়ে প্রতিমা মাটিতে পুতে ফেললো। এবার সে খুশি চিন্তা অনুযায়ী কাজ করতে পেরে তারপর তিনি আপনা গৃহে ফিরে গেলেন। প্রথম দিন অতিবাহিত হয়ে গেল, দ্বিতীয় দিবসে তিনি কবরের কাছে গিয়ে কবরের পাশ থেকে খুড়ে দেখতে পেলেন যে প্রতিমাটি যথাস্থানে যথাযথভাবেই রয়ে গেছে। প্রতিমাটি অদ্যাবধি সেখানেই পড়ে আছে। এখন তার তৃতীয় দিনের জন্য অপেক্ষা করতে বড়ই কষ্ট হচ্ছে। কিন্তু এ দিনেও অন্যান্য দিনের মতো প্রতিমাটি যথাস্থানে পড়ে থাকতে দেখলেন। লু লিংঃ ‘এবার আমি জীবন্ত মসিহকে বিশ্বাস করি, তিনি আমার জন্য মরেছিলেন আবার আমার জন্য পুনরায় জীবিত হয়ে উঠেছেন।’ লুলিং সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিলেন এবং প্রায় সময় তিনি তাকে একা ফেলে তিনি কখনোই চলে যান না। খোদা তাঁর কালামে একথা বলেছেনঃ আমিই প্রভু, তোমাদের খোদা, আমাকে ছাড়া তোমাদের অন্য কোনো প্রভু নেই। আমাকে ছাড়া অধিক আকর্ষণের বস্তু তোমাদের আর কিছু থাকতে পারে না। লোকবলঃ ভাস্যকার, লু লিং © Copyright: CEF Germany |