STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Bengali -- Perform a PLAY -- 035 (Rendezvous in Jerusalem) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- Tamil -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য নাটক
35. জেরুজালেমে মিলন ক্ষেত্রগব জায়গা থেকে লোকজন জড়ো হলো। অনেকেই বিদেশ থেকে এলেন। তারা সকলে জেরুজালেমে ঢুকে পড়লেন পঞ্চসপ্তমির অনুষ্ঠান উদযাপন করার জন্য। জেরুজালেমের পথ ধরে শতসহস্র লোক হেঁটে চলছে। ঐ একই দিনে মসিহের সাহাবিগণও একটি ঘরের মধ্যে প্রার্থনা করতে বসলেন। সহসা তারা শুনতে পেলেন ঝড়ো হাওয়ার প্রচন্ড আওয়াজ। বাহিরের লোকজনও তেমন একটা ঝঞ্জার আওয়াজ শুনতে পেল। ভাবনার বিষয় এটি কি হতে পারে? কিছু একটা ঘটেছে। সাহাবিদের মাথার উপর আগুনের জিহ্বার মতো এসে প্রত্যেকের মধ্যে স্থিতি করলো। এ রহস্যের অর্থ কি হতে পারে? মসিহের তরফ থেকে সাহাবিদের জন্য উপহার হবে অতি উত্তম অভিজ্ঞতা। তিনি তাঁর সাহাবিদের উপর পাকরূহকে উপহার দিলেন। তিনি তাঁর বন্ধুদের কথা ভুলে যান নি। পাকরূহের মাধ্যমে মসিহ সদাসর্বদা তাঁর ভক্ত সাহাবিদের সাথে সাথে থাকেন। তিনিই স্বান্ত¡না দানকারী, পরামর্শদাতা এবং প্রশান্তি। তাঁর মাধ্যমে খোদার সন্তানগণ সার্বক্ষণিক বেহেশতে মসিহের সাথে থাকেন যুক্ত। দরজার কাছে জনগণ অবাক হয়ে পাকরূহের পরিচালনা অবলোকন করছিলেন। লোকেরা: ‘এর মানে কি হতে পারে?’ অতি আনন্দে উৎফুল্ল সাহাবিগণ জনগণের কাছে মসিহের বিষয় বলছিলেন। চিন্তা করে দেখুন, ভিন্ন দেশ থেকে আগত লোকজনও তাদের কথা বুঝতে পারলেন। প্রত্যেকে মসিহের বন্ধুদের বক্তব্য নিজ নিজ ভাষায় শুনতে পেল। তারা এমন ভাষায় কথা বলেছে যা কখনোই তারা শেখেনি। মসিহই তাদের ভাষা শ্রোতৃমন্ডলির নিজস্ব বোধগম্য ভাষায় অনুবাদ করে দিচ্ছিলেন। অনেকে আবার তামসা করলো: তামাশাকারী: ‘দেখ, তোমরা সবাই মদ্যপ, আর এই সকালে তা পান করেছো!’ পিতর: ‘আমরা মদ্যপ নই! খোদা তার ওয়াদা পূরণ করেছেন তাই তিনি প্রতিজ্ঞাত পাকরূহকে আমাদের উপর প্রেরণ করেছেন।’ সাহসের সাথে তিনি মসিহের বিষয়ে এবং আরও অন্যান্য বিষয়ে শিক্ষা দিচ্ছিলেন। তিনি কিভাবে মৃত্যু বরণ করলেন এবং কেমন করে মৃত্যু থেকে পুনরায় জীবিত হয়ে উঠলেন এবং বর্তমানে তিনি বেহেশতে অবস্থান করছেন। পুরুষ: ‘একি পিতর নয় যে কিনা কয়েকদিন পূর্বে মসিহকে অস্বীকার করলো, সে তাকে চেন্ইে না?’ মহিলা: ‘ঠিকই আছে, সেই তো পিতর। এখন সে আর আদৌ ভীত নয়। সম্পূর্ণভাবে সে বদলে গেছে।’ পাকরূহের দ্বারা খোদা পিতরকে একজন সাহসি সাক্ষ্যে পরিণত করলেন তাঁর পক্ষে স্বাক্ষ্যদান করার জন্য। আর পিতর যা কিছু বলেছেন উক্ত কথাগুলো শ্রোতৃমন্ডলির হৃদয় ছুয়ে গেল। পুরুষ: ‘আমরা তবে কি করব?’ মহিলা: ‘আমরা অনেক পাপ কাজ করে বসেছি।’ পিতর: ‘ঈসা মসিহের উপর বিশ্বাস করুন, খোদা আপনাদের ক্ষমা করবেন, আপনারা পাকরূহকে লাভ করবেন।’ ৩০০০ লোক প্রভুকে গ্রহণ করলেন, তারা মুনাজাতের মাধ্যমে উৎসবের পরে সাহাবিদের মনে নতুন আনন্দ সৃষ্টি হলো। লোকবল: ভাষ্যকার, বিদ্রোপকারী, পিতর, নর ও নারী © Copyright: CEF Germany |