STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Bengali -- Perform a PLAY -- 031 (Alarm on the farm) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- Tamil -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য নাটক
31. খোয়ারে হুশিয়ারীতুমি কি টমকে চোনো? দক্ষিণ আমেরিকার একটি খামারে সে বাস করতো। তার জন্মদিনে সে একটি আসল মুরগীর ছানা উপহার পেলো। টম নিজেই উক্ত বাচ্চাটির যত্ন নিত। ধীরে ধীরে উক্ত বাচ্চাটি সত্যিকার মুরগীতে পরিণত হলো। হলুদ লোমগুলো সাদা পালকে রূপান্তরিত হলো, আর সে কারণেই টম এ মুরগীটির নাম রাখলো মিসেস হোয়াইট। খামারে উক্ত মুরগীর জন্য একটি খোপ তৈরি করলো, আর যতবার সে ডিম দিত ততবার শব্দ করে সকলকে জানান দিত। (মুরগীর ডাকের শব্দ) মাঠের শস্য যতই বড় উচু হতে থাকলো, তখন সে আর ডিম দিচ্ছিল না। টম: ‘আম্মা, মিসেস হোয়াইটের কি হলো? সে আর কোনো ডিম দিচ্ছে না, আর নিজেকে শস্যের ঝোপের মধ্যে লুকিয়ে ফেললো।’ মাতা: ‘কয়েকটা দিন অপেক্ষা করো টম!’ তার মা একথা বলার সময় মৃদু হাসি হাসলেন। কয়েক সপ্তাহ পরে টম বুঝতে পারলো মিসেস হোয়াইটের আত্মগোপনের পুরো রহস্যটি। টম: ‘আম্মা, আম্মা দেখ!’ শস্য ক্ষেত থেকে মিসেস হোয়াইট বেরিয়ে আসছে এক পাল বাচ্চা সঙ্গে করে। টম মহাখুশি। (বিপদ সংকেতের শব্দ) একদা আগুনের সতর্ক সংকেত শোনা গেল। শস্য ক্ষেত জ্বলতে শুরু করলো। আগুন খামার বাড়ির কাছাকাছি এসে গেছে। টম: ‘মিসেস হোয়াইট গেল কোথায়? সে কি...’ টম ভাবতে চান নি মিসেস হোয়াইটের করুন পরিণতি, তাই সে বাগানের সর্বত্র তা খুঁজে ফিরছিল। কিন্তু ওটা কি? টম দেখতে পেল তার পায়ের কাছে অর্ধদগ্ধ দেহটি। সে তুলে নিল। মুরগীর নিচে সবকটি ছানা ভীতসন্ত্রস্থ অবস্থায় ঠাসাঠাসি করে রয়েছে। টম: ‘কি করে এটা সম্ভব হলো?’ মাতা: ‘পশুরা আসন্ন বিপদের কথা জানতে পারে। আগুন যখন কাছে এসে পড়লো, বাচ্চারা তার মায়ের আশ্রয় গ্রহণ করলো। মুরগীটি উড়ে যেতে পারতো, কিন্তু ছানাগুলো তো আর উড়ে যেতে পারতো না। মিসেস হোয়াইট নিজের শিশু সন্তানদের ভালোবাসতেন, তাই সে তার ডানা তাদের রক্ষার্থে তাদের উপর ছড়িয়ে দিল, নিজে পুড়ে গিয়েও তাদের রক্ষা করলো সে নিজেকে কোরবানি দিল সন্তানদের বাঁচাতে গিয়ে।’ পিতা: ‘মসিহের প্রেম এ দৃষ্টান্তের সাথে তুল্য। টম, সদা মনে রাখবে, মসিহ নিজের ইচ্ছায় প্রেমের তাগিদে নিজের প্রাণ কোরবানি দিয়েছেন যেন আমরা গুনাহগার মানুষ বেঁচে থাকতে পারি।’ লোকবল: ভাষ্যকার, টম, মাতা, পিতা © Copyright: CEF Germany |