STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Bengali -- Perform a PLAY -- 030 (Meeting Jesus) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- Tamil -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য নাটক
30. মসিহের দর্শন লাভতোমার কি এমন মনে হয় আজ থেকে দুই হাজার বৎসর পূর্বে তোমার জন্ম হলে মসিহের সাথে দেখা হবার সম্ভাবনা থাকতো? তখন নিজের চোখে তাকে দেখতে পেতে এবং তাঁর অমূল্য বাণী নিজ কানে শুনতে পারতে? মেলানি, বিষয়টি তোমার কাছে কেমন লেগেছে? তুমি যখন মসিহের সাক্ষাৎ লাভ করলে? মেলানি: ‘শিশুদের অনুষ্ঠানে আমার মা শিক্ষা দিচ্ছেলেন। আমরা আলাপ করছিলাম, কি করে কোনো লোক কেবলমাত্র মসিহের মাধ্যমে বেহেশতে যেতে পারে, আর কেমন করে তিনি আমাদের সকল পাপ ক্ষমা করে দিতে পারেন, কেননা তিনি আমাদের পাপের প্রায়শ্চিত্ত শোধ দিতে প্রাণ দিয়েছেন। আমি নিজে নিজে চিন্তা করে দেখলাম, এমন কোনো ব্যক্তি যিনি জীবনে কখনোই কোনো পাপ করেন নাই, তিনি যদি অন্যের পাপের প্রায়শ্চিত্ত শোধ করার জন্য প্রাণ কোরবানি দিয়ে থাকেন, তহলে তিনি আমাদের কতই না ভালোবেসেছেন। তাই আমার হৃদয়ে আসার জন্য তাকে আহ্বান জানালাম।’ তুমি কিভাবে তাকে আহ্বান জানালে? মেলানি: ‘আমি প্রার্থনার মাধ্যমে।’ তারপর কি ঘটনা ঘটলো? মেলানি: ‘তারপর তাকে আমি আমার শোকের বিষয় সবকিছু খুলে বলেছি, আর তাকে ধন্যবাদ দিয়েছি তার সাহায্যের জন্য। তিনি আমাকে এক নতুন মানুষে পরিণত করলেন। আমি জানতে পেরেছি সবসময়ের জন্য আমার সাহায্যকারী যার উপর আমি আস্থা রাখতে পারি আর তিনি আমাকে কখনোই পরিত্যাগ করবেন না।’ সারাহ, তুমিও কি মসিহের দেখা পেয়েছো? আমাদের কাছে খুলে বলো, কিভাবে তোমাদের সাক্ষাৎ শুরু হলো। সারা: ‘আমার অতি প্রিয় একটি গানের মাধ্যমে। (ব্যাকগ্রাউন্ডে বাজনা চলতে থাকবে)। অতি ধনি কেউ নেই, অতি দরিদ্র কেউ নেই, কেউই অতি বড় নয়, কেউই অতি ক্ষুদ্র নয় কেউই অতি সরল নয়, কেউই অতি উত্তম নয় তার প্রেম সবার তরে সমভাবে। খোদা প্রত্যেকের জন্যই দরজা খুলে রেখেছেন যে কেউ তাকে খোঁজে সেই তাকে পেয়ে যায় তিনি পাপ অপরাধ তুলে নিয়ে বিনিময়ে দান করেন প্রেম তিনি তার ওয়াদা অক্ষরে অক্ষরে পূর্ণ করেন। আমি যখন উক্ত গানটি গাচ্ছিলাম, আমি অনুভব করলাম বিষয়টি আমার বাস্তব সত্য। ঐ বিকেলে আমি মায়ের সাথে এ বিষয়ে আলাপ করলাম, তার সাথে আমি প্রার্থনা করলাম। এভাবেই আমি মসিহের সাথে দেখা করলাম। আমি তাকে আমার জীবনে আহ্বান জানালাম। আমি অনুভব করলাম আমার কাধ থেকে যেন একটা বিরাট বোঝা খসে পড়লোÑ নিজের কাছে নিজেকে বড়ই হাল্কা মনে হলো! কোনো অবস্থাতেই কারো জন্য কোনো বাধা নেই মসিহের সাথে মিলনের ক্ষেত্রে এটা সর্বোৎকৃষ্ট।’ মসিহ চাচ্ছেন তুমি যেন তাকে জানতে পারো, কেননা তিনি যে তোমাকে প্রেম করেন। তিনি বলেছেন: ‘যে কেউ আমার কাছে আসে, কোনো মতেই আমি তাকে পরিত্যাগ করি না।’ (ইউহোন্না ৬: ৩৭) মেলানি যা করেছে তুমি কেন তেমনভাবে মসিহের সাথে সাক্ষাৎ করছো না? তোমার পাপ তার কাছে স্বীকার করো, যেমন সারাহ তার পাপ স্বীকার করেছে। তাকে অনুরোধ জানাও সে যেন তোমার জীবনে এসে থাকেন। প্রার্থনার জবাব মসিহ দিয়ে থাকেন। তুমি খোদার সন্তান হতে পারবে। লোকবল: ভাষ্যকার, মেলানি ও সারাহ © Copyright: CEF Germany |