STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 067 (Proof of Jesus)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

67. মসিহের পরিচয়


শারাহ: ‘এ সকল বিষয় যে সবই সত্য তা কি করে আমি বুঝতে পারবো?’

তুমি কি বুঝতে চাচ্ছো?

শারাহ: ‘মসিহের বিষয়। তিনি যে আসলেই খোদার পুত্র তার স্বপক্ষে কোনো প্রমাণ তুমি দিতে পারো?’

তুমি যে শারাহ তার কোনো প্রমাণ দিতে পারো?

শারাহ: ‘আমার পরিচয় পত্র দিয়ে তা প্রমাণ করব। দুঃখের বিষয় হলো মসিহের কেবল একটি পরিচয় পত্র নেই।’

আমি তোমাকে দেখাবো মসিহের পাঁচটি পরিচয় পত্র রয়েছে!

শারাহ: ‘তাঁর পাঁচখানা পরিচয় পত্র? আসলে তা কি সত্য?’

প্রথম পরিচয় পত্র দেয়া হয়েছে খোদার পক্ষ থেকে। তাঁর জলে অবগাহন নেবার সময় বেহেশত থেকে ঘোষণা দেয়া হয়েছে।

খোদা (প্রতিধ্বনি): ‘ইনিই আমার প্রিয় পুত্র, তাঁকে তোমরা বিশ্বাস করো।’

দ্বিতীয় পরিচয়পত্র হলো পবিত্র বাইবেল বা কিতাবুল মোকাদ্দস। খোদার পুত্রের বিষয়ে যতগুলো ভবিষ্যদ্বানী দেয়া হয়েছে তার শতভাগ পরিপূর্ণতা পেয়েছে মসিহের মাধ্যমে।

খোদার পুত্রের তৃতীয় পরিচয়পত্র বহন করে তার পুনরুত্থান। তিনি বর্তমানে বেচে আছেন। তাঁর পুনরুত্থানের বহু প্রত্যক্ষদর্শীর রয়েছে।

আর লোকজন তাঁর জন্য পরিচয় পত্র প্রদান করেছেন। যারা তাকে চিনতেন তারা বলেছেন:

লোকজন: ‘ইনিই প্রকৃতার্থে খোদার পুত্র।’

শারাহ: ‘আর একটি পরিচয় পত্র কোথায় গেল?’

আমার সাথে এসো, কান্না গ্রামে বিবাহ ভোজে তোমাকে পঞ্চম পরিচয় পত্র দেখাবো। বিবাহভোজ ধুমধামের সাথে চলছিল বা উদযাপিত হচ্ছিল। শহরে ৭দিন ধরে বর কনে নিয়ে অনুষ্ঠানে ছিল ব্যতিব্যস্ত। মসিহ এবং তাঁর বন্ধু-বান্ধব তারাও উক্ত ভোজে নিমন্ত্রিত ছিলেন। আসলে তারা জানতেন না বা নিশ্চিত হতে পারেন নাই মসিহ যে খোদার পুত্র ছিলেন।

মেহমানগণ খুবই খুশি ছিলেন। তারা গান গাইল, নাচলো, খেলায় মেতে থাকলো এবং প্রচুর পরিমানে মদ্য পান করলো। তখন যা ঘটেছিল তা হলো: মদ ফুরিয়ে গেল, আর কোনো মদ অবশিষ্ট রইলো না। পুরো প্যান্ডেলে পান করার মতো আর কিছুই রইল না।

শারাহ: ‘কতই না বিব্রতকর পরিস্থিতি!’

মরিয়ম প্রথমে তা লক্ষ্য করলেন। তিনি মসিহকে খবরটি দিলেন এবং মসিহ সেবকদের বললেন:

মসিহ: ‘পানির জ্বালাগুলো পানি দিয়ে কানায় কানায় ভরে দাও।’

তারা ১৬০ গ্যালন পানি কুয়ো থেকে তুললো। তারপর?

মসিহ: ‘বড় আকারের পানপাত্র ভরে প্রধান পরিবেশকের কাছে নিয়ে যাও। তাকে প্রথমে আস্বাদন করতে হবে।’

প্রধান পরিবেশক এক চুমুক পান করে দ্রুত পায়ে বরের কাছে ছুটে গেলেন।

প্রধান পরিবেশক: ‘কোথায় পেলে এ সুন্দর মদ? এত সুন্দর মদ আমি আমার জীবনে কখনোই পান করি নি।’

মসিহ খাটি জল উক্ত আঙ্গুর রসে পরিনত করেছিলেন।

মসিহ সর্বপ্রথম এই আশ্চর্য কুদরতের কাজ করলেন। কুদরতের কাজগুলো মসিহের পরিচয় পত্রের প্রমাণ। তিনি যে খোদার পুত্র তার অকাট্য প্রমান হলো তাঁর দ্বারা সাধিত কুদরতের কাজ সমূহ। সাহাবিগণ ঐ সকল কাজ প্রত্যক্ষ করেছেন এবং তারা নিশ্চিত হয়েছেন ও বিশ্বাস করেছেন। এগুলো হলো খোদার পুত্রের পাঁচটি পরিচয় পত্র। আমার জন্য ওগুলো যথার্থ ও যথেষ্ট প্রমান বহন করে। আমি তাঁর উপর বিশ্বাস করি। তুমিও কি বিশ্বাস করো।


লোকবল: ভাষ্যকার, শারাহ, খোদার কণ্ঠস্বর, লোকজন, মসিহ, প্রধান পরিবেশককারী

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 07, 2019, at 08:39 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)