STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 033 (Farewell from the mountain)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

33. পর্বতে বিদায় অনুষ্ঠান


বালক: ‘কি মজা, বৃহষ্পতিবার আমাদের স্কুলে যেতে হবে না, কারণ ঐ দিন ছুটির দিন।’

বালিকা: ‘এটা কিসের ছুটি?’

বালক: ‘বেহেশতে ফিরে যাবার দিন।’

বালিকা: ‘আসলে এর দ্বারা কি বোঝানো হয়?’

বালক: ‘ঠিক আছে, আমি বিষয়টি পুরোপুরি জানি না।’

আমি কি বিষয়টি তোমাদের কাছে খুলে বলবো?

বালক: ‘ঠিক আছে, আমরা আগ্রহভরে ঘটনাটি জানতে চাই।’

বেহেশতে ফিরে যাবার ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় মসিহ এ জগতে তাঁর নির্ধারিত কাজ সম্পন্ন করার পর তিনি আবার বেহেশতে ফিরে গেলেন, পুনরায় তাঁর জীবিত হবার ঠিক চল্লিশ দিনের পরে। এই চল্লিশ দিন ধরে বার বার মসিহ তাঁর সাহাবিদের সাথে দেখা করেন। তারা তাঁকে দেখেছে, তাঁর কথা শুনেছে, একত্রে খাওয়া-দাওয়া করেছে। একদিন পাঁচশত লোকের অধিক দলের সম্মুখে তিনি হাজির হয়েছিলেন।

পুনরুত্থানের চল্লিশ দিনে তিনি তাঁর সাহাবিদের অলিভ পর্বতে নিয়ে গেলেন। বেহেশতে ফিরে যাবার পূর্বে কেবল সাহাবিদের কাছে এক বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য তিনি তাদের সেখানে নিয়ে গেলেন।

মসিহ: ‘খোদার দেয়া কাজ আমি পরিপূর্ণ করেছি। এখন বিশ্বের সকল লোকের কাছে গিয়ে বলো, আমি তাদের জন্য প্রাণ দিয়েছি, মৃত্যুবরণ করেছি এবং পুনরায় জীবিত হয়েছি। তাদের কাছে বলো যেন তারা আমাকে প্রভু হিসেবে গ্রহণ করে এবং আমার সাথে বেহেশতে প্রবেশ লাভ করতে পারে। মনে রেখো, আমি সদাসর্বদা তোমাদের সাথে থাকবো, তোমাদের শক্তি যোগাবো যেন অন্যের কাছে আমার কথা বলতো পারো।’

তারপর মসিহ হাত তুলে সাহাবিদের আশির্বাদ দান করলেন। দোয়া করার সাথে সাথে সহসাই তিনি অদৃশ্য হয়ে গেলেন, মেঘের আড়ালে খোদার অদৃশ্য জগতে চলে গেলেন।

বালক: ‘বেহেশতে বর্তমানে তিনি কি কাজ করেন?’

তিনি সবকিছুর উপর শাসনভার পালন করছেন, তিনি আমাদের প্রার্থনার জবাব দিয়ে চলছেন এবং আমাদের পক্ষে খোদার কাছে ফরিয়াদ করে চলছেন। যারা তাঁর উপর বিশ্বাস করে তাদের বসবাসের জন্য তিনি বেহেশতে স্থান প্রস্তুত করে চলছেন।

বালিকা: ‘বাইবেলে আমি এ বিষয় পড়েছি। ঘটনাটি এমন। মসিহ বললেন: ‘আমার পিতার গৃহে অনেক কামরা আছে... আমি তথায় যাচ্ছি তোমাদের জন্য স্থান প্রস্তুত করার জন্য।’

বালক: ‘মসিহ তাদের সাথে আর থাকতেছেন না জেনে সাহাবিগণ শোকার্ত হয়ে পড়েন নাই?’ আদৌ না। সবকিছু নির্ধারিত বিষয় ছিল যা তিনি তাদের কাছে পূর্বেই বলেছিলেন।’

বালক: ‘কোন প্রতিজ্ঞা?’

পরবর্তী নাটকে আমি বলবো সে কোন প্রতিজ্ঞা করেছিলেন।


লোকবল: ভাষ্যকার, বালক, বালিকা, মসিহ

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 04, 2019, at 08:40 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)