STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 155 (Hands off 3)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

155. দায়িত্ব ছেড়ে দেয়া-৩


তুমি কি চেন ভাগ্যনির্ণয় কারির আসল পরিচয়?

বালকঃ ‘সে এমন এক ব্যক্তি যে কিনা শয়তানের পক্ষে কাজ করে, আর সে সুবাদে ভবিষ্যতে কার কি হবে তা জানতে পারে।’

যে যা কিছু বলে তা সম্পুর্ণটা মিথ্যা নয়, আর কিছু কিছু বিষয় ধরেই সে কথা বলে।

গণক যে ব্যক্তির বিষয় কথা বলে তার বিষয় অনেক খবর রাখে ও দীর্ঘদিন তার সাহচর্য নিয়ে তথ্য তালাশ করে।

হযরত পৌল যখন তার বন্ধু নিয়ে ফিলিপ্পি শহরে গেলেন, বাইবেলে লেখা আছে একজন মহিলা তাদের পিছনে অনুসরণ করে চললো, কেননা তার মধ্যে এমন এক আতœা ছিল যে কিনা ভবিষ্যতের বিষয় বলতে পারে। রাস্তায় সে চিৎকার করে সে বলতে লাগলো।

ভাগ্যগণনা কারিঃ ‘এই লোকেরা খোদার সেবক। তারা আপনাদের কাছে বলবে নাজাত লাভ করার বিষয়ে।’

বালকঃ ‘কিন্তু সেতো সত্য কথাই বলছিলো।’

সত্য, কিন্তু পৌল তাতে উত্যক্ত বোধ করছিলেন, কেননা তাঁর প্রচারের কোনো প্রয়োজন বোধ করেন নি।

পৌলঃ ‘ঈসা মসিহের নামে বলছি! মহিলার কাছ থেকে দূর হও!’

ভবিষ্যত বলার ক্ষতমা সাথে সাথে মহিলার কাছ থেকে চলে গেল। মসিহ হলেন বিজয়ী।তার সামনে শয়তান ভয়ে কাপে। যদিও আমরা কেউ দেখতে পাই না। শয়তান কিন্তু লোকদের খোদার উপর বিশ্বাস স্থাপন করার বিষয়ে বাধা দিয়ে চলছে। আর এ কারণে সে বিকল্প পন্থা খুঁজে ফিরছে: কুসংস্কার। এটা বড়ই সত্য, কেউ যখন মসিহের কাছ থেকে তার হৃদয় বন্ধ করে রাখে সে তখন কুসংস্কারের প্রতি তার হৃদয় খুলে রাখে।

আমরা তা দেখতে পাই ভাগ্য ফিরানোর তাবিজ কবজ মাদুলি ব্যবহারের প্রচলনের মধ্য দিয়ে, যেমন গলায় চেইন ও বাহুতে মাধুলি ব্যবহার। অনেকে তাদের গাড়িতে মাসকট ঝুলিয়ে রাখে। শয়তানের পরিচালনায় এমন একটা খেলা যার মধ্যে আগে পিছে চলার দোলক ব্যবহার করে যা সয়ংক্রিয় ভাবে ভাগ্য গণনা করে দেয়।

বালকঃ ‘আমরা কেবল খেলাচ্ছলে যদি তা করি?’

মার্টিন এ বিষয়েও চিন্তা করে, কোনো শিশু যদি স্কুলে আত্মার সাথে চলন্ত গ্লাসের সাহায্যে কথা বলে, তখনও তার হৃদয়ে ভয়ের কাজ করে ও মারাত্মক স্বপ্ন দেখাতে পারে।

তোমরা কি ‘ইঙ্কওয়েল’ পরিক্ষার বিষয় জানো?

খেলাচ্ছলে একটি আঙ্গুল দিয়ে খোচা দাও। আর অন্য হাত দিয়ে গুরুত্বের সাথে করো।

বালকঃ ‘ওহে, উভয় আঙ্গুল নীল কালিতে মেখে গেছে!’

তাই, তোমার হাত শত্রুর প্রাস্তাবনা থেকে দূরে রাখো। তা কৌতুক হোক অথবা প্রকৃতার্থেই হোক কোনো ব্যবধান নেই। এর প্রতিফল ভোগ করতেই হবে। দৃষ্টান্ত স্বরুপ, তোমার বাইবেল পাঠের প্রতি অথবা প্রার্থনার প্রতি অনাগ্রহ জন্মাবে।

বালকঃ ‘তুমি কি তোমার হস্তরেখা পড়ে থাকে?’

না।

বালকঃ ‘আমার মা তাতে বিশ্বাস করে না। তিনি বলেন, খোদা এ বিদ্যা নিশেধ করে দিয়েছেন। ‘তিনি কেবল তার উপর নির্ভর করতে বলেছেন।’

তুমি যখন মসিহে নির্ভরশীল হয়ে চলো, তখন তোমার আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। তিনি বিজয়ী আর শয়তানের ফাঁদ থেকে তিনি আমাদের সুরক্ষা করেন। যেহেতু তিনি তোমাকে মহব্বত করেন তাই তিনি প্রতিরক্ষাও দিবেন।


লোকবলঃ ভাষ্যকার, বালিকা, পৌল, ভবিষ্যদ্বক্তা

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 28, 2019, at 08:08 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)