Home -- Bengali -- Perform a PLAY -- 154 (Jesus the victor 2)
154. মসিহই বিজয়ী-২
শয়তান হলো সুকৌশলি ও দুষ্ট। তাকে কখনোই হালকাভাবে চিন্তা করবে না। পরিদের কাহিনীর কোনো চরিত্র নয় শয়তান। বাইবেলে বলা হয়েছে, সে আমাদের চারপাশে গর্জনকারী সিংহের মতো ঘুরে বেড়ায়, কাকে কখন ধ্বংস করা সম্ভব সেই ফাক খোঁজে।
বালকঃ ‘আমি কখনোই বুঝতে পারিনি যে তার অস্তিত্বও রয়েছে।’
সে খোদার শত্রু, আর সবকিছু করে চলে, যেন খোদার উপর আমাদের আস্থা সন্দেহজনক করে দিতে পারে। তোমার কি মনে আছে তার প্রথম কুট-কৌশলটির কথা?
বালকঃ ‘সে খোদার পরিকল্পনায় সন্দেহ ও তার উপর অনাস্থা সৃষ্টি করলো।’
তোমার সাথে সে কোন ধরণের আচরণ করে সে বিষয়ে সাবধান থাকো। তার ফাঁদে পা দিও না। ঈসা মসিহের কাছে সাহায্য কামনা করো যেন তিনি তোমাকে রক্ষা করেন। কেননা শয়তানের উপর তিনি হলেন বিজয়ী।
খোদার পুত্র হলেন তার আক্রমনের একমাত্র লক্ষ্যবিন্দু। মসিহ আমাদের জন্য সলিবে যে প্রাণ দিবেন তার বিরোধিতা সে প্রাণপণ করে আসছিলো। আমরা খোদার সাথে যাতে অনন্তজীবন কাটাতে না পারি সে বিষয়ে উক্ত ইবলিস যথাসাধ্য চেষ্টা করে আসছিল। আর এই কারণেই সে আপত্তিজনক উক্তি করেছিল।
শয়তানঃ ‘যদি তুমি খোদার পুত্রই হয়ে থাকো তাহলে এই পাথরগুলোকে রুটিতে পরিণত করো। যদি তুমি খোদার পুত্র হয়ে থাকো তাহলে উচ্চ শৃঙ্গ থেকে ঝাপ দিয়ে পড়ো। খোদা তোমাকে রক্ষা করবেন।’
মসিহ হলেন বিজয়ী! শয়তানের কাছে তার প্রমান করে দেখানের প্রয়োজন পড়ে না যে তিনি খোদার পুত্র। এরপরে শত্রু শয়তান তার দ্বিতীয় চাল চললো; সে একটি বড় ধরণের প্রতিজ্ঞা করলো।
শয়তানঃ ‘যদি তুমি আমার সামনে উবুর হয়ে সেজদা দাও তবে তোমাকে গোটা বিশ্বের অধিকার দিয়ে দেব।’
মসিহঃ ‘দূর হও শয়তান, পাক-কালামে লিখিত আছে; তোমরা কেবল তোমাদের মাবুদকে সেবা করবে, কেবল তাঁরই উপাষণা দিবে।’
মসিহ হলেন বিজয়ী! তিনি মাত্র একটি কথা বলেছেন আর তাতেই শয়তান দূরে পালিয়েছে।
মসিহ হলেন বিজয়ী! আর এ কারণেই শয়তান তাকে ঘৃণা করে।
মসিহ সলিবে ঝুলছিলেন, শত্রু তার শেষ অস্র ব্যবহার করেছিল।
শয়তানঃ ‘তুমি যদি সত্যিকারই খোদার পুত্র হয়ে থাকো তা হলে সলিব থেকে নেমে আসো।’
মসিহ যদি তা করতেন তাহলে আমরা চিরদিনের জন্য পাপের সাগরে হারিয়ে যেতাম। তাহলে আমাদের পাপের কোনো ক্ষমার সুযোগ থাকতো না। তাহলে খোদার সাথে আমাদের অনন্ত জীবনের কোনো সম্ভাবনা আর অবশিষ্ট থাকতো না।
কিন্তু মসিহ ধৈর্যধারন করলেন। তিনি বিজয়ী। সলিবে বসে পাপকে জয় করলেন, জয় করলেন মৃত্যু ও পরাভুত করলেন শয়তানকে, পুনরুত্থানের হলো তার জ্বলন্ত প্রমান।
তুমি মসিহে যখন ঈমান এনেছো তখন তুমি পৌছে গেছ বিজয়ীর পক্ষে।
ভয় পেয়ো না, কেননা মসিহ হলেন বিজয়ী!
সদাসর্বাদা তাকে ডাকো, ভুল করো না, সদাসর্বদা! তাঁর কাছে প্রার্থনা করো, তিনি তোমাকে রক্ষা করবেন।
লোকবলঃ ভাষ্যকার, বালক, শয়তান, মসিহ
© Copyright: CEF Germany