STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 148 (The hardest test 3)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

148. কঠিনতম পরীক্ষা-৩


আমি কি সঠিক আছি? তোমাকে যখন কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেয়া হয়, ঐ দিন তুমি সয্যাশায়ি হবে।

আব্রাহামের ক্ষেত্রে বিষয়টি ছিল বিপরীত। তিনি অতি প্রত্যুষে ঘুম থেকে জাগলেন। তাকে অংকের পরীক্ষায় ফেলা হয় নি অথবা বিজ্ঞানের পরীক্ষাও ছিল না। খোদা তার ঈমানের পরীক্ষা নিলেন।

খোদার কণ্ঠস্বরঃ ‘আব্রাহাম!’

আব্রাহামঃ ‘আমি এখানে আছি।’ ‘আজ্ঞা করুন।’

খোদার কণ্ঠস্বরঃ ‘তোমার একমাত্র পুত্র যাকে তুমি অত্যাধিক মহব্বত করো, তাকে সাথে করে মরিয়া দেশে চলে যাও। তাকে পাহাড়ের উপর কোরবানি দাও: আমি দেখিয়ে দেব নির্দিষ্ট স্থান।’

যারা খোদার পরিচয় পায় নি অথবা খোদার প্রতি যাদের নেই মহব্বত তারা খোদাকে নিষ্ঠুর ভাববে। আব্রাহাম মন্দভাবে তাকে নেন নি যিনি তাকে পরীক্ষা করছেন।

বাইবেলে সরলভালে প্রকাশ করে, আব্রাহাম অতিপ্রত্যুষে ঘুম থেকে উঠলেন, ও নিজের গাধা সাজালেন। সে কাঠ ফাড়াই করলেন কোরবানগাহে জ্বালাবার জন্য, আর দুইজন সেবক সাথে নিয়ে নিলেন আর সঙ্গে নিলে তাঁর পুত্র একমাত্র পুত্র ইসহাককে। তারা প্রায় ৭৫ মাইল হেটে গেলেন। এটা একটা দীর্ঘকালীন অভিযাত্রা। যেস্থানে তারা পৌছালো হয়ত আর কখনোই ফিরে নাও আসতে পারে! তিন দিনের পথ চলার পর আব্রাহাম পর্বত দেখতে পেলেন। তখন তিনি তার সেবকের কাছে ফিরে এলেন।

আব্রাহামঃ ‘গাধার সাথে তুমি এখানে থাকো। আমি আর আমার পুত্র খোদার উদ্দেশ্যে এবাদত করতে যাচ্ছি। এর পরে আবার ফিরে আসব।’

তুমি তা শুনতে পাচ্ছো? আব্রাহাম বললেন, আমরা আবার ফিরে আসবো। তিনি দৃঢ়ভাবে বুঝতে পেরেছিলেন যে, খোদা ইসহাককে জীবিত ফিরিয়ে দিবেন।

পুত্র কাষ্ঠ বহরন করে চললো। পিতা জলন্ত কয়লা ও ছুরি বহন করে চললেন। আর তারা একত্রে পথ চললেন।

ইসহাকঃ ‘আব্বা!’

আব্রাহামঃ ‘বলো, আমার পুত্র।’

ইসহাকঃ ‘আমাদের কাছে কাষ্ঠ আছে, আগুন আছে কন্তিু কোথায় আছে পোড়ানো কোরবানির মেষ?’

আব্রাহামঃ ‘এ বিষয়টি আমরা খোদার উপর ছেড়ে দেই। আমার প্রিয় পুত্র, কোরবানির মেষ তিনিই জুগিয়ে দিবেন।’

যখন তারা কোরবানগাহে পৌছালেন, খোদা তখন দেখালেন, আব্রাহাম একটা কোরবানগাহ নির্মাণ করলেন, আর তার উপর জ্বালানোর জন্য কাঠ রাখলেন। তিনি তার পুত্রকে বেধে ফেললেন আর তিনি ছুরি হাতে নিলেন।

ফেরেশতাঃ ‘আব্রাহাম! আব্রাহাম!’

আব্রাহামঃ ‘আজ্ঞা করুন, আমি শুনছি।’

ফেরেশতাঃ ‘তোমার পুত্রকে আঘাত করো না। এবার আমি দেখতে পারছি, তুমি তোমার পুত্রের চেয়ে খোদাকে বেশি মহব্বত করে থাকো।’

আব্রাহাম তথায় কঠিনতম পরীক্ষায় পাশ করলেন।

কয়েকশত গজ দুরে মরিয়া থেকে সলিবে খোদা তার একমাত্র পুত্র ঈসা মসিহকে কোরবানি দিলেন, যেন আমরা খোদার সন্তান হবার সুযোগ লাভ করি আর তাঁর উপর বিশ্বাস স্থাপন করি। এই মুহুর্তে তোমরা কি আমার সাথে প্রার্থনা করবে?

‘প্রভু মসিহ, আব্রাহাম যেমন বিশ্বাস করেছেন তেমনভাবে আমরা তোমার উপর বিশ্বাস রাখি। যাদের তেমন বিশ্বাস রয়েছে তোমার উপর তাদের ক্ষেত্রে কি ঘটতে পারে?’


লোকবলঃ ভাষ্যকার, আব্রাহাম, খোদার কণ্ঠস্বর, ইসহাক, ফেরেশতা

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 12, 2019, at 04:34 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)