Home -- Bengali -- Perform a PLAY -- 149 (It‘s difficult for Inam 1)
149. ইনামের পক্ষে যা হলো অসম্ভব-১
ধোয়ার জন্য কাপড়চোপড়ের বাক্সটি ইনামের জন্য খুবই ভারী লাগছিল। তাকে তা নদীর পাড়ে নিতেই হবে। সেখানে নোংড়া কাপড়গুলো কাঁচার জন্য বের করলো, জলের মধ্যে ডুবালো, তারপর বড় একটা পাথরের উপর আছড়াতে লাগলো। এ কাজটি ছিল বড়ই কঠিন কাজ। জঙ্গলে কোনো কাপড় কাচার মেশিন ছিল না।
চোখের জল গড়িয়ে পড়লো ইনামের বাদামি মুখমন্ডল বেয়ে। তাকে আবার নির্দয়ভাবে প্রহার করা হয়েছে। ইনাম ধানের ক্ষেতের দিকে তাকালো যা তখনও বড় হয়নি।
(এসব কথা মনে করার সময় আবহ সংগিতের মূর্ছনা বাজবে)
ইনামঃ ‘পুনরায় বিদেশিরা ইন্দোনেশিয়ায় ফিরে এসেছে আর জঙ্গলে একটি ছোট এবাদত গৃহ নির্মান করেছে। যে কোনো লোক সেখানে যেতে পারে। আমি ফাটল দিয়ে কান পেতে মধুর সংগিত শুনতে পাই। তারপর আমি ভিতরে প্রবেশ করি। শুনতে পেলাম মসিহের উৎসাহ ব্যাঞ্জক ঘটনা গুলো আর আমাদের পাপের প্রায়শ্চিত্ত শোধ দিতে কিভাবে তিনি নিজের প্রাণ কোরবানি দিলেন।
আমি সিদ্দান্ত নিলাম তাকে অনুসরণ করার, আর আমার জীবন তার হাতে সমর্পন করার। আমি আমার পিতামাতার কাছে যখন আমার প্রর্থনার কথা বললাম তখন তারা ভীষণ ত্রুদ্ধ হয়ে আমাকে বেদম মার দিল।’ (গান শেষ হলো)
সে যে মার খেয়েছে সে জন্য নয় কিন্তু তার পিতা মাতার জন্য ইনাম কাদলো।
ইনামঃ ‘প্রভু মসিহ, আমার প্রর্থানা, আমার পিতামাতাও যেন তোমার উপর ঈমান স্থাপন করে, আর তোমার জন্য জীবন যাপন করে আর কোনো এক সময় বেহেস্তে প্রবেশ করে। তারা যেন অন্ধকারে হারিয়ে না যায়।’
ইনাম ধোয়া কাপড়গুলো জড়ো করে বাক্সে ভরে বাড়িতে ফিরে আসলো।
মাতা (ত্রুদ্ধ): ‘এতটা বিলম্ব হলো কেন? চলো, দ্রুত করো। ভাত রান্না করো!’
আহারের পরে ইনামকে ছেড়ে দেয়া হলো।
কিন্তু যখন সকলে নিরব হলো সে তখন জানালা বেয়ে উঠে, জঙ্গলের উচুউচু ঘাসের মধ্য দিয়ে পালিয়ে মসিহিদের চার্চে হাজির হলো।
(বাজনা বাজবে আবহ)
সে চার্চের প্রচার অনুষ্ঠান হতে বঞ্চিত হতে চাইলেন না। সেখানে যে গান ও বাইবেলের উপর আলোচনা করা হয় তাতে তার মনে নতুন সাহসের সঞ্চার ঘটেছে। কিন্তু বাড়িতে তার পিতামাতা লাঠি নিয়ে অপেক্ষায় আছে।
মসিহের পথে ও পক্ষে জীবন যাপন করার সিদ্ধান্ত গ্রহণ করার পর থেকে ইনামের জীবনটা বড়ই দুর্বিসহ হয়ে চলছে। কখনো কখনো তাকে প্রহার করা হয় তথাপিও সে মসিহের উপর দৃঢ় আস্থা নিয়ে আছে।
যখন সে অসুস্থ হয়ে পড়লো, তখন তার মা ভুতুরে ওঝা ডাকলো। সে একটা তরল পান করার যোগ্য মিক্সার তৈরি করে তার উপর মন্ত্রতন্ত্র ঝার ফুক দিয়ে দিল। ইনাম চিন্তা করতে লাগলো এমন কিছু করবে যাতে তার উক্ত মিক্সার আর পান করতে না হয়। ওঝা তাকে কাপ দিল আর সেই মুহুর্তে মা তাকে বাহির ডেকে নিয়ে গেল।
মাঃ ‘আমাকে পাক ঘরে যেতে হবে, বাত পুড়ে যাচ্ছে!’
ওঝা তাকে অনুসরণ করলো, আর ইনাম দ্রুত মিক্সার জানালা দিয়ে বাহিরে ফেলে দিল।
যদি তারা তা দেখতে পেত!
পরবর্তি নাটকে তার পরের ঘটনা তোমরা জানতে পাবে।
লোকবলঃ ভাষ্যকার, ইনাম, মাতা
© Copyright: CEF Germany