Home -- Bengali -- Perform a PLAY -- 150 (Very brave 2)
150. অতীব সাহসী-২
অবশ্যই বিষয়টি সাহসের কারণ ছিল। ইনাম উইচ ডাক্তারের ঔষধ পান করতে রাজি ছিল না। আর সে কারণেই তা সে জানালা দিয়ে বাহিরে ফেলে দিল।
ইনামঃ ‘আমি তোমাতে আস্থা রাখি, প্রভু মসিহ, আমাকে দয়া পূর্বক সুস্থ করো।’
আর ইন্দোনোশিয়ার বালিকাটি পুনরায় সুস্থ হয়ে ওঠলো। ইনাম যখন সুস্থ হলো, সর্বপ্রথমে সে জঙ্গলে অবস্থিত গির্জায় উপস্থিত হলো।
(গানের শব্দ)
অন্যান্যদের সাথে সে আনন্দের গান গাইলো।
তখন সে অন্যান্যদের কাছে সাক্ষ্য দিল যে মসিহ তার প্রার্থনা শ্রবন করেছেন এবং তাকে রোগমুক্ত ও সুস্বাস্থ্যের অধিকারী করে তুলেছেন।
মহিলাঃ ‘তোমার মা তোমার সুস্থতার বিষয়ে কি ভাবেন, কার দ্বারা তুম সুস্থ হয়েছো?’
ইনামঃ ‘তার চিন্তা ওঝা বৈদ্যের চিকিৎসায় সে সুস্থ হয়েছে, কারণ সে কোনো একটা ঔষধ দিয়েছিল পান করার জন্য।’
মহিলাঃ ‘তুমি কি তার কাছে সত্য বিষয়টি প্রকাশ করবে?’
ইনাম এ বিষয়ে চিন্তা করে চললো, আর সে বাড়িতে ফিরে গেল। যেহেতু সে মসিহের উপর বিশ্বাস করে তাই প্রায়শঃই তাকে প্রহার করে থাকে।
পরের দিন সে পাক ঘরে গেল। আর খেয়াল করলো তার মা মশলা গুড়ো করছে।
ইনামঃ ‘মা, তুমি সম্ভবত মনে করেছো যে ওঝার পানি পান করার ফলে আমি সুস্থ হয়েছি। আসলে তা সত্য নয়। ঐ পাানি আমি জানালা দিয়ে বাহিরে ফেলে দিয়েছি। মসিহ আমাকে সুস্থ করে তুলেছেন।’
মাঃ ‘কথাটা কি সত্য? তাহলে তুমি আমাদের ঘুরপাক খাওয়াচ্ছো।’
কথাটা খুব একটা মন্দ নয়। অন্য দিকে, তার পিতামাতা তাদের সাহসি ইনাম, যে কিনা শত প্রহার ও আপত্তি সত্যেও, মসিহের উপর ঈমানে দৃঢ় রয়েছে তা দেখে তারা আর্শ্চযন্বিত।তার মা সূর্যের দিকে তাকালেন।
মাঃ ‘ইনাম,এবার চার্চে যাবার সময় হলো।’
ইনাম তার দুবাহু বাড়িয়ে মাকে জড়িয়ে ধরলো।
এই প্রথমবার পিতামাতার অনুমতি নিয়ে সে চার্চে গেল। আর কিছুক্ষন পরে তার পিতামাতাও তার সাথে সংগ দিলেন। ইনাম অত্যন্ত আনন্দিত তার পিতামাতার মাঝখানটায় বসতে পেরে; তারা একত্রে মসিহের বিষয়ে শুনতে পারলো।
তার পিতা মাতা উক্ত চার্চের বিষয় যা কিছু শুনে আসছে সে বিষয় নিয়ে অনেক কিছু ভেবেছেন। তারা তাদের ধর্মের বিষয় নিয়ে ভেবে দেখেছেন আর মসিহের শিক্ষার সাথে মিলিয়ে দেখেছে, যে শিক্ষা তাদের কন্যাকে বিশ্বস্ত থাকার জন্য এতটা শক্তি যুগিয়েছে, এমনকি প্রহৃত হবার সময়ও বিশ্বাস ত্যাগ করে নি।
একদিন তার পিতামাতা সিদ্ধান্ত নিলেন মসিহকে অনুসরণ করার।
মসিহের উপর বিশ্বস্ত জীবন যাপনের ফলে তার পিতা মাতা ঐকমত্যে এসেছেন। অজস্রবার প্রহৃত হওয়া সত্ত্বেও সে মসিহে আস্থাবান থেকেছে, ফলে মসিহ তাকে অধিক থেকে অধিকতর ভালোবেসে চললেন।
লোকবলঃ ভাষ্যকার, মহিলা, ইনাম, মা
© Copyright: CEF Germany