STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 116 (Bill‘s special Christmas tree)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

116. বিলের বিশেষ বড়দিনের গাছ


বিলঃ ‘অবিশ্যাস্য! বড়দিনের গাছ সবকটা বিক্রি হয়ে গেছে। মা, তুমি অনেক বিলম্ব করে ফেলেছো।’

মাঃ ‘আচ্ছা, আমি মনে করেছিলাম, যদি তা বিলম্বে ক্রয় করি, তবে একটু সস্তা পড়বে ।তুমি তো জানো আমাদের অতোটা টাকা নেই।’

বিলঃ ‘রোজি গতকাল একটি গাছের জন্য প্রার্থনা করেছে। সেও হতাশ হবে, যেমন অন্য বালিকারা।’

বিল তার পিতাকে নিয়ে চিন্তা করলো। তিনি যখন জীবিত ছিলেন, তখন তারা বড়দিনের সময় প্রথমেই গাছ কিনে নিতেন, তার অবর্তমান সবকিছু যেন পাল্টে গেল।

মাঃ ‘বিল ওখানে একটা দেখা যাচ্ছে। ওহে, আমি ঐ গাছটি নিতে চাই।’

লোকটিঃ ‘আমি ওটাকে বিক্রির জন্য রাখিনি। ওটা আমার সন্তানদের জন্য।আজ যদি বাড়িতে এই গাছটি নিয়ে না যাই তবে তারা ভিষণভাবে হতাশ হবে। শুভ বড়দিন!’

লোকটি চলে গেল। বিল ও তার মা চিরহরিৎ বৃক্ষের শাখা হাতে করে বাড়িতে চলে এলো। চারটি শোকাচ্ছন্ন বালিকা তাদের বাড়ির সামনে এসে হাজির।

বালিকাঃ ‘তোমাদের কাছে কি বড়দিনের গাছ আছে?’

মাঃ ‘না, আমরাও দুঃখিত।’

নিঃশব্দে তারা সকলে রাতের খাবারের জন্য টেবিলে বসলো। রোজির প্রর্থনার পালা।

রোজিঃ ‘প্রিয় প্রভু মসিহ, আমি প্রর্থনায় জানিয়েছিলাম আমাদের একটি বড়দিনের গাছ দেবার জন্য। তুমি কি আমার প্রার্থনা শুনতে পাওনি? কিন্তু এজন্য আর উদ্বেগের কোনো কারণ নেই। অনেক বিলম্ভ হয়ে গেছে। তোমাকে ধন্যবাদ দেই এখনকার খাবার পরিবেশন করার জন্য। আমিন।’

পরে যখন তারা ঘুমোতে গেল, বিলের মাথায় একটা পরিকল্পনা জাগলো। সে ঝুড়ির হাতলে চাকু দিয়ে কতকগুলো দাগ কেটে ফার শাখা তার দিয়ে শক্ত করে বেধে দিল। তারপর উক্ত লাঠিটি বালতির মধ্যে দাড় করালো, এরপরে বাদামি কাগজ দিয়ে জড়িয়ে নিল।

মাঃ ‘বিল, তোমার গাছটি খুবই সুন্দর হয়েছে! তুমি একটা কাজের মতো কাজ করেছো। আমি ওটাকে সাজাবো আর বৃক্ষের মাথায় ফেরেশতা বসাবো। মেয়েরা বিমোহিত হতে বাধ্য।’

রোজিই সবচেয়ে বেশি খুশি হলো।

রোজিঃ ‘বিল, সবচেয়ে সুন্দর গাছ আজ আমরা পেয়েছি। মসিহ সঠিকভাবে আমার প্রার্থনার জবাব দিলেন।’

আনন্দের সাথে শিশুরা মাকে ঘিরে আমোদ ফুর্তি করলো, আর বড়দিনের গল্প উচ্চকণ্ঠে পাঠ করলো।

(পাতা উল্টানোর শব্দ)

মাঃ ‘মরিয়মের প্রথমজাত পুত্র কাপড়ে জড়িয়ে যাবপাত্রে রাখলেন।’

মা কেন মসিহের সলিব বিদ্ধ হবার ঘটনাটিও পাঠ করলেন?

মাঃ ‘সলিব হলো মসিহের প্রকৃত গাছ। বড়দিনের গাছের চাইতে এই গাছটি হলো সবচেয়ে বেশি গুরুত্ববহ। যাবপাত্র এবং সলিব একসূত্রে গাঁথা। প্রভু মসিহ এ জগতে আগমন করেছেন তাঁর নিজের প্রাণের কোরবানির মূল্যে আমাদের পাপের কাফফারা পরিশোধ করার জন্য। বড়দিন মূল্যহীন হয়ে পড়বে সলিব ছাড়া।’


লোকবলঃ ভাষ্যকার, বিল, মাতা, লোক, বালিকা, রোজি

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 28, 2019, at 08:03 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)