STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 065 (Missing for three days)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

65. তিনদিন ধরে নিখোঁজ


(রাস্তায় পথচারির যাতায়াতের শব্দ)

১ম পথচারি: ‘এই উদযাপনের কথা সহজে ভুলে যাবো না।’

২য় পথচারি: ‘চমৎকার অনুষ্ঠান।’

১ম পথচারি: ‘আমরা ভাগ্যবান। আমাদের এমন একজন খোদা আছেন যিনি আমাদের দাসত্ব থেকে মুক্তি দান করেন। পরবর্তি বৎসর পুনরায় আমি জেরুজালেমে আসব।’

মরিয়ম: ‘তোমাদের উপর শান্তি বর্শিত হোক। তোমরা কি আমার পুত্রকে দেখেছো?’

ইউসুফ: ‘সে হারিয়ে গেছে। তার বয়স ১২ বৎসর।’

২য় পথচারি: ‘হয়তো অন্য কারো সাথে সে আগে আগে চলে গেছে।’

মরিয়ম ও ইউসুফ ঈসা মসিহকে খুঁজে ফিরছিলেন। প্রথমবারের মত তাদের সাথে মসিহ জেরুজালেমে এসেছিলেন। ফিরে যাবারকালে হঠাৎ করে সে নিখোঁজ হয়ে গেলেন।

মরিয়ম: ‘ইউসুফ, আমি তার জন্য উদ্বেগাকুল হয়ে পড়েছি।’

ইউসুফ: ‘আমাদের ফিরে যাওয়া উচিত এবং শহরে খুঁজে দেখতে হবে।’

তারা তাদের ১২ বৎসরের সন্তানকে সর্বত্র খুঁজে ফিরলেন। কেউই মসিহকে দেখতে পেলো না। তৃতীয় দিনে শেষ পর্যন্ত তারা মসিহকে এবাদত গৃহে খুঁজে পেলেন। দেখে তারা আশ্চর্য হয়ে গেলেন, তারা দেখতে পেলেন খোদার গৃহে বসে ধর্মিয় শিক্ষকদের সাথে কিতাবি বিষয়ে আলোকপাত করছিলেন। তার প্রশ্ন ও প্রশ্নোত্তর শুনে তারা আরও আশ্চর্য হয়ে গেলেন।

মরিয়ম: ‘কেন তুমি এখানে বসে আছো? আমরা সর্বত্র তোমাকে খুঁজে ফিরছি, তোমার জন্য আমরা বড়ই উদ্বিগ্ন।’

মসিহ: ‘কেন তোমরা আমাকে খুঁজে ফিরছিলে? তোমরা কি জানতে না আমি আমার পিতার গৃহে থাকবো?’

মসিহ প্রথম বারের মত খোদাকে তাঁর পিতা বলে সম্ভোধন করলেন আর এভাবেই তিনি নিজেকে খোদার পুত্র হিসেবে পরিচয় করালেন। খোদার পুত্র মসিহ এক সময় তোমাদের মতো শিশু ছিলেন। তিনি সম্পূর্ণ মানুষ ছিলেন। তিনি হাসতেন ও কাঁদতেন যেমন তোমরা করে থাকো। তিনি খাওয়া-দাওয়া করতেন ও ঘুমাতেন যেমনটা করে থাকো তোমরা। তাকে শিখতে হয়েছে যেমন তোমাদের শিখতে হয়। তোমরা যেমন পিতা মাতার বাধ্য আছো তেমন তিনি সর্বদা পিতামাতার বাধ্য থাকতেন। তোমাদের হাস্য উৎফুল্লতা আমি শুনতে পাই! তোমরা কি সবসময় পিতামাতার বাধ্য থাকো না?

বাইবেলে লেখা রয়েছে: শিশুরা, তোমরা তোমাদের পিতামাতাকে মান্য করে চলবে। মসিহ সর্বদা তাঁর পিতা মাতার বাধ্য ছিলেন। তিনি কখনোই পাপের কাজ করতেন না অথবা পাপের কথাও বলতেন না। তিনি কখনোই মিথ্যা কথা বলতেন না। কখনো চুরি করেন নাই। তিনি সম্পূর্ণ নিষ্পাপ ছিলেন। বাধ্যতা ছিল তাঁর আনন্দের কারণ। সে কারণে মরিয়ম ও ইউসুফের সাথে তিনি নাজরতে ফিরে গেলেন।

তোমরা যদি মসিহকে মান্য করে চলতে চাও, তবে তিনি তোমাকে সাহায্য করবেন তার দৃষ্টান্ত বহন করার জন্য। তাঁর কাছে প্রার্থনা জানাও তবে তিনি তোমাদের সকল অবাধ্যতা ক্ষমা করবেন।

তুমি যখন তাঁর সাথে জীবন যাপন করার সিদ্ধান্ত নিবে তখন তিনি তোমাকে এমনভাবে সাহায্য করবেন যেন তুমি খোদার সন্তোষজনক উপায়ে জীবন যাপন করতে পারো। মসিহ যখন তোমার হৃদয়ে বাস করবেন, তখন ময়লার বালতি বহন করা বা নোংড়া থালা-বাটি পরিষ্কার করা অথবা ডিস-ওয়াসার খালি করা আনন্দের বিষয় বলে মনে হবে। মসিহের সাথে জীবন যাপন করার চেয়ে মুল্যবান আর কি হতে পারে?


লোকবল: ভাষ্যকার, দুইজন পথচারি, মরিয়ম, ইউসুফ, মসিহ

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 07, 2019, at 08:31 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)