Home -- Bengali -- Perform a PLAY -- 063 (Sammy‘s discovery)
63. সাম্মির আবিষ্কার
নিউইয়ার্কের রাস্তায় শীতল হাওয়া বইছিল। সাম্মি তার টুপিটা কান পর্যন্ত টেনে নিল। রোজ বিকেলে তার পিতার সাথে হাটতে বাহির হয়। গাড়ি দ্রুত ছুটছে, ব্রেকের শব্দ হলো, মহিলার মালামাল নিয়ে এগিয়ে চলছে, সকলেই দ্রুত সময়ে আপন গৃহপানে ছুটছে।
সাম্মি: ‘বাবা, ওভাবে দ্রুততার কারণ কি?’
গভীর চিন্তামগ্ন তার পিতা জিজ্ঞাসা করলেন কোনটি?
পিতা: ‘তুমি কি বলতে চাচ্ছ?’
সাম্মি: ‘তারকাটির কথা বাবা, ঐ তারকাটি! তুমি দেখতে পারছো না?’
উৎসাহভরে একটি জানালার দিকে অঙ্গুলি নির্দেশ করে পিতাকে দেখালো। একটি মোম অন্ধকারে জ্বলন্ত অবস্থায় তারকার মতোই মনে হচ্ছিল।
পিতা: ‘তাদের পুত্রের জন্য জানালায় তারা মোম জ্বালিয়ে থাকে। সে পুত্ররা দূরে বহুদূরে আমাদের শত্রুদের সাথে যুদ্ধ করে চলছে। যদি তাদের পুত্রগুলি যুদ্ধ ক্ষেত্রে মারা যায় তবে তারা তাদের নামে জ্বালানো মোম নিভিয়ে ফেলবে।’
তারা এগিয়ে চলছে, চলতে চলতে পিতা চিন্তা করলেন, আমাদের পুত্রের জন্য মোম জ্বালানো হয়েছে তা আশাকরি নেভানোর প্রয়োজন হবে না।
সাম্মি তারকার দিকে তাকিয়ে আছে।
সাম্মি: ‘পিতা, ওখানে একটা। পাশে আর একটা, একটা জানালায় দেখ দুটো মোমা জ্বলছে। উক্ত পরিবারে সম্ভবত দু’টি পুত্র যুদ্ধে গিয়েছে।’
রাস্তার শেষ প্রান্তে এসে সাম্মি তার মস্তক তুলে হঠাৎ দাঁড়িয়ে গেল। এমনভাবে ঘন ঘন শ্বাস-প্রশ্বাস নিতে শুরু করলো মনে হলো অবিশ্বাস্য কিছু একটা ঘটনা ঘটে গেল।
সাম্মি: ‘বাবা, দেখ, ঔখানটায় দেখ!’
রাতের অন্ধকারে সে তারকা দেখতে পেল।
সাম্মি: ‘খোদার কি কোনো পুত্র আছে? তিনিও তার জানালায় একটি মোম জ্বালিয়েছেন।’
পিতা: ‘অবশ্যই, খোদার একজন একক পুত্র আছেন। তাকে তিনি জগতের মন্দ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়েছেন। উক্ত যুদ্ধে তিনি বিজয়ী হয়েছেন! তাঁর এ যুদ্ধ মারণাস্র দ্বারা সংঘটিত হয় নি, কিন্তু তা সংঘটিত হয়েছে মহব্বতের দ্বারা। এ যুদ্ধে তাকে মাষুল দিতে হয়েছে তাঁর পূতপবিত্র জীবন দিয়ে। তিনি তার শত্রুদের মহব্বত করতেন, যে কিনা তাঁকে সলিবে ঝুলিয়ে হত্যা করেছেন তাকেও তিনি মহব্বত করেছেন। খোদা তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন। তাঁর মধ্য দিয়ে আমরা খোদার সাথে শান্তিতে যুক্ত হয়েছি এবং সহ-মানবের সাথেও আমাদের প্রতিষ্ঠিত হয়েছে শান্তি।’
পরবর্তি সময়ে সাম্মি জানালায় প্রজ্জ্বলিত মোমের বিষয়ে ভাবতে ভাবতে একমাত্র সেই পুত্রের বিষয়ে বুঝতে পারলো যিনি গুনাহগারদের বাঁচাবার জন্য যুদ্ধে মুক্তির মাষুল শোধ দিতে নিজের প্রাণের কোরবানি দিয়েছেন। মসিহ আমাদের শান্তি এনে দিয়েছেন। তা সত্ত্বেও অদ্যাবধি ভয় ও নিষ্পেষনের বিরুদ্ধে মারাত্মক যুদ্ধ লড়তে হচ্ছে।
বোম ও বন্দুকের গুলি নিত্যদিন হাজার হাজার লোককে হত্যা করে চলছে। কিন্তু খোদার প্রজ্জ্বলিত মোম কেউ নিভাতে পারে না।
যিনি আমাদের নাজাত প্রদান করেন তাকেও কেউ নিবৃত করার ক্ষমতা রাখে না, যে কেউ তার কাছে আসে সেই তার দ্বারা রক্ষা পায়। তিনি হলেন খোদাবন্দ হযরত ঈসা মসিহ।
লোকজন: ভাষ্যকার, পিতা, সাম্মি
© Copyright: CEF Germany