Home -- Bengali -- Perform a PLAY -- 011 (Jesus is born)
11. মসিহের জন্মলাভ
(অনেকগুলো পদধ্বনি)
রাজদূত: তোমরা নাসরতবাসি! এখানে আস, রাজার আজ্ঞা শ্রবণ করো! আদমশুমারী হবে। প্রত্যেককে তার নিজ নিজ জেলা শহরে ফিরে যেতে হবে নাম লেখাবার জন্য।
নিশ্চয়ই এটা কোনো ভালো খবর ছিল না এ আইনটি মেনে চলা! মনে রাখবে রাজা বড়ই কড়া স্বভাবের, নাজরাতবাসি বড়ই ক্ষিপ্ত হয়ে রইলো। অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়লো। তাদের পরিকল্পনার সাথে রাজ আজ্ঞা মানানসই হলো না, কিন্তু এ আজ্ঞাটি খোদার পরিকল্পনা মোতাবেক হয়েছে।
ইউসুফ ও মরিয়মকেও সেই দূরের পথে যেতে বাধ্য করা হলো। ইউসুফ ছিলেন রাজা দাউদের বংশধর, সে কারণেই তাকে তার জন্মভূমি বেথলেহেমে যেতে হয়েছিল।
ভ্রমন সবসময়ই আনন্দদায়ক তবে কাউকে যদি ১০৬ মাইল পদব্রজে যেতে বাধ্য করা হয় তখন তেমন ক্ষেত্রে ভ্রমন আর আনন্দের থাকে না বরং তা নিরানন্দের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষভাবে মরিয়মের জন্য এ ভ্রমনিট ছিল বড়ই কষ্টসাধ্য কেননা তিনি ছিলেন সন্তান সম্ভাবা, তার প্রথম সন্তানের মা। তিনি ইতোপূর্বে জেনে ফেলেছেন যে তিনি হবে খোদার পুত্রের মাতা, কেননা একজন ফেরেশতা এসে মরিয়ম ও ইউসুফ তাদের দুজনকেই এ সুখবরটি জানিয়ে দিয়ে গেছেন।
মসিহ হলেন জগতের নাজাতদাতা যা হলো আল্লাহপাকের সর্বোত্তম ব্যবস্থা।
বেথেলহেমের রাস্তা যেন আর ফুরাচ্ছেনা। পথে তাদের পাঁচ দিন একাধারে চলতে হয়েছে। মরিয়ম ও ইউসুফের ঐ সময় এমন ভ্রমনের নিজস্ব কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু এ অভিযাত্রাটি ছিল খোদার পরিকল্পনার একটি খন্ড মাত্র, তাই তাদের বাধ্য হয়ে সে পথে যেতে হয়েছে। বেথেলহেমে পৌছে তারা অত্যন্ত হতাশ হয়ে পড়লেন।
সরাইখানার মালিক: ‘কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। সকল রুমেই লোক আছে। অন্য কোথাও গিয়ে দেখুন। চলে যান, আপনাদের জন্য এখানে কোনো কামরা দেখা সম্ভব নয়।’
যে স্থানেই গিয়েছে সেখানেই দরজা বন্ধ অবস্থায় দেখতে পেয়েছে। শেষ পর্যনস্ত গোয়াল ঘরে একটি খালি জায়গা দেখতে পেলেন। খোদার পরিকল্পনা হলো গোয়ালঘর। মধ্যরাতে সেখানে একটি কুদরতের ঘটনা ঘটে গেল। যেথায় মসিহ জন্ম নিলেন। মরিয়ম তাঁকে তুলে নিলেন, কাপড়ে তাকে জড়িয়ে নিলেন আর যাবপাত্রে তাঁকে সোয়াইয়া দিলেন। খোদার পরিকল্পনার হলো বাস্তবায়ন।
কল্পনা করুন, এ ঘটনা ঘটিবার ৭০০ বৎসর পূর্বে খোদা ঘোষণা দিয়েছিলেন, মসিহ বেথলেহেমে জন্মগ্রহন করবেন। খোদা জগতটিকে এতই মহব্বত করলেন যে তিনি তাঁর পরিকল্পনা বাস্তবায়ন করলেন তাঁর পুত্রকে আমাদের কাছে প্রেরণ করার মাধ্যমে।
লোকবল: বাষ্যকার, রাজার দূত, সরাইখানার কর্তা
© Copyright: CEF Germany