STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 010 (A Christmas quiz)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

10. বড়দিনের রহস্য


আসুন আমরা বড়দিনের উপর প্রশ্ন রাখি।

আজকে প্রতিজ্ঞাত বড়দিনের উপর প্রশ্ন রয়েছে।

বক্তা (একটি বালক): ‘আশা করি আমি সকল প্রশ্নের জবাব জানি।’

আমিও তদ্রুপ প্রত্যাশা রাখি।

বড়দিন হলো জন্মদিনের উৎসব, প্রভু ঈসা মসিহের জন্মদিন! প্রতি বৎসর গোটা বিশ্বজুড়ে লোকজন তাঁর জন্মদিন উদযাপন করে থাকে। আমিও তেমন করে থাকি। বিশ্বের নাজাতদাতার জন্ম হয়েছে দেখে আমি মহাখুশি। দু’হাজার বৎসর পূর্বে মসিহের যখন জন্ম হয়েছে, মধ্যরাত্রে একজন ফেরেশতা বা দূত নেমে আসলেন। ‘ভয় পেয়োনো!’ মাঠে মেষ পাহারারত রাখালদের কাছে দূত বললেন। আমি তোমাদের কাছে সুখবর নিয়ে এসেছি। তোমরা আনন্দ কর। দাউদ নগরে নাজাতদাতা জন্ম নিয়েছেন; তিনি প্রভু নাজাতদাতা ঈসা মসিহ। গোয়াল ঘরে তোমরা গিয়ে দেখতে পাবে যাবপত্রে কাপড় জড়ানো একটি শিশু আছে। সহসা একদল ঐশি দূত সেখানে উপস্থিত হয়ে গাইতে লাগলো, ‘খোদার মহিমা হোক! নাজাতদাতা জন্মগ্রহণ করেছেন!’

খোদা মানবজাতিকে অত্যন্ত মহব্বত করেন, আর তিনি আপনাকেও অতীব মহব্বত করেন।

এখন আমরা বড়দিনের উপর জ্ঞানের পরিক্ষায় আসবো। আপনি কি প্রস্তুত? প্রত্যেকটি প্রশ্নের দুটি করে উত্তর আমি দিব; তবে কেবলমাত্র একটিই শুদ্ধ। সঠিক জবাবটি কাগজে লিখতে হবে। আসুন আমরা এগিয়ে যাই!

০১ ঈসা মসিহ কোথায় জন্মগ্রহন করেন? বেথলেহোম না কায়রোতে?

০২ ঈসা মসিহের মায়ের নাম কি? শাবাহ বা মরিয়ম?

০৩ ইউসুফ কি কাজ করতেন? ত্বরিৎ বিজ্ঞানি না কাঠমিস্ত্রি?

০৪ ফেরেশতা কার কাছে বলেছিলেন যে জগতের নাজাতদাতা জন্মগ্রহন করেছেন? মেষের রাখালদের কাছে না হেরোদের কাছে?

ই-মেইলে তুমি তোমার সঠিক জবাব পাঠাতে পারো অথবা যদি তুমি আমার কাছে লিখ তবে মনে রাখবে তোমার নিজের ঠিকানা ও বয়স উল্লেখ করবে, তখন তুমি তোমার পত্রের জবাব পাবে।

বক্তা (একটি শিশু বা বালক): ‘ফান! আমি ঠিকমত করবো!’

তোমাদের জন্য আমার পরামর্শ: তোমাদের যদি কিতাবুল মোকাদ্দস থেকে থাকে তবে লুক লিখিত সুসমাচারের ২য় অধ্যায় পাঠ করবে, সেখানে ঈসা মসিহের জন্মের বৃত্যান্ত সঠিকভাবে দেখতে পাবে।


লোকবল: ভাষ্যকার, বালক

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 02, 2019, at 06:08 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)