STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Bengali -- Perform a PLAY -- 156 (Esther – star of the East 1) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- Tamil -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য নাটক
156. ইষ্টের প্রাচ্যের তারকা-১বালিকাঃ ‘তুমি কি আমাকে চেনো? আমার নাম হাডাস, আমি পারশ্যে বসবাস করি। কিন্তু এস্থানে আমি বিদেশি। আমার পিতামাতা বর্তমানে মৃত। তাদের কথা এখন আমার মনেও পড়ে না। আমার এক আত্মিয় মরদেকাই এস্থানে নিয়ে এসেছে। তিনি আমার সতাত বাপ। সুসা নামক বড় শহরে আমরা বাস করি। এখানে সকলে আমাকে ইস্টের নামে ডাকে। পারশ্য ভাষায় আমার নামের অর্থ হলো, ‘প্রাচ্যের তারকা।’ অজানা চটপটে সুদর্শনা এতিম বালিকাটি জানতো না যে সে একদিন সুপরিচিত হবে ও উজ্জ্বল তারকার মতো আলোক রস্মি ছড়াবে। ইষ্টের রানি হলেন। তার কাহিনী বাইবেলে সবিশেষ বর্ণিত রয়েছে। ক্ষমতাধর রাজা আহসুরাস তাকে মনোনিত করলেন। সমস্ত যুবতি মেয়েদের মধ্যে রাজা তাকেই সর্বোত্তম দেখলেন। তিনি রাণির মুকুট তার মাথায় পরিয়ে দিলেন আর এক বিশাল ভোজ সভার আয়োজন করলেন। উক্ত দিবসে তিনি কোনো কর আদায় করলেন না, উপরন্তু তিনি সবাইকে উপহার সামগ্রী বিতরণ করলেন। এটা কোনো কাকতালিয় বিষয় ছিল না। যে ইষ্টের রানি হলেন উক্ত নিরুপিত সময়ে। আমি নিশ্চিত যে খোদাই রাজা আহসুরাসকে প্রেরণা যুুগিয়েছিলেন ইষ্টেরকে রানি হিসেবে মনোনয়ন দিতে। গোটা বিশ্বের শাসকের উপর ইষ্টেরের বিশ্বাস ছিল অটল, আর তিনিই নির্দেশ দিয়েছিলেন এ ঘটনা সম্পাদিত হবার জন্য। ইষ্টের রাজ প্রাসাদে একটি রহস্য নিয়ে প্রবেশ করলেন। কেউই জানতোনা যে সে ছিল ইহুদি। তার সতাত পিতা তাকে নিষেধ করে দিয়েছিলেন যেন এ খবর তিনি কাউকে না বলেন। তিনি তার পরামর্শ মনোযোগ দিয়ে পালন করলেন আর বিষয়টি গোপন রাখলেন। মর্দেকাই নিজেও রাজার হয়ে কাজ করতেন। একদা মর্দেকাই দেখতে পেলেন রাজার অধিনস্ত দুইজন কর্মচারী রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তারা রাজাকে মেরে ফেলার পরিকল্পনা আটতেছিল। মর্দেকাই রাণী ইষ্টেরকে এ বিষয় জ্ঞাত করলেন আর তিনি রাজার কাছে বিষয়টি সরাসরি ব্যক্ত করলেন। চক্রান্ত প্রকাশ হয়ে পড়লো আর দোষীদের তাৎক্ষণিক শাস্তি পেতে হলো। আহসুরাস বিষয়টি রাজার ডায়েরিতে লিপিবদ্দ করার জন্য তার সেক্রেটারিকে হুকুম দিলেন আর তিনিও আজ্ঞানুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করলেন। এর অল্পদিন পরে একটি নীচুমনের ব্যক্তি প্রাসাদে উপস্থিত হলো। গর্বিত ও অহংকারী হামান। সে রাজার দয়ারপাত্র হবার ব্যবস্থা করে নিল। গোটা পারশ্য সম্রাজ্যের মধ্যে হামান হয়ে উঠলো রাজার পরে প্রথম ক্ষমতাধর প্রশাসক। যে শয়তানের আত্মা দ্বারা পরিচালিত ব্যক্তি ছিল। তোমরা এ লোকটার বিষয়ে আরো খবর জানতে পারবে পরবর্তি নাটকে। লোকবলঃ ভাষ্যকার, বালিকা © Copyright: CEF Germany |