STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Bengali -- Perform a PLAY -- 157 (Esther risks her life 2) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- Tamil -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য নাটক
157. ইষ্টের জীবনবাজি রাখলেন-২হামান কেবল নিচু মনের লোকই নয় সে ছিল বড়ই অহংকারি। পার্শিয়ান রাজা আহসুরুস তার ক্ষমতার দ্বিতীয় স্তরের প্রশাসকের স্থানে অভিষেক দিলেন পারশ্য সম্রাজ্যে। সকলেই তার সামনে অবনত হয় ও সম্মান দেখায়। কিন্তু মর্দেকাই যিনি ইষ্টেরের সতাত পিতা রানি তিনি তা প্রকাশ করলেন না, তিনি কখনই হামনের সামনে মস্তক অবনত করে সেজদা দিলেন না। হামানের কাছে যা ছিল বড়ই ক্রোধের বিষয়। হামানঃ ‘আপনি একটি হুকুম অমান্য করেছেন! কেন আপনি আমার সামনে মাথা নত করছেন না?’ মর্দেকাইঃ ‘যেহেতু আমি হলাম ইহুদি, কেবল খোদার সামনেই মাথা নত করে সেজদায় যাই।’ হামানঃ ‘এজন্য আপনাকে দুঃখ প্রকাশ করতে হবে!’ হামান ভীষণভাবে অপমানিত ও আহত হলেন। সে তার মনে এক পৌশাচিক পরিকল্পনা আঁকতে লাগলো। হামানঃ ‘আমি তাকে হত্যা করে ছাড়বো। শুধু তাকেই নয় প্রত্যেকটি ইহুদি, যারা পারস্যের ১২৭টি প্রদেশে বসবাস, করে তাদের সকলকে। আমি তাদের নিশ্চিহ্ন করে ছাড়বো।’ হামান রাজার কাছে ইহুদিদের দুর্ণাম করে ছাড়লো। সে তার পৌশাচিক পরিকল্পনার স্বপক্ষে অনেক টাকা-পয়সার লোভ দিয়ে রাজাকে বশে আনল। তখন সে যা কিছু চাচ্ছিল তা সে করতে পারবে। হামান তার সবচেয়ে দ্রুততম অশ্ব দিয়ে সকল স্থানে রাজদূত প্রেরণ করলো তার নিজের স্বাক্ষর দেয়া পত্র যার মধ্যে উক্ত মারাত্মক হুকুম ছিল। রাজদূতঃ ‘রাজাজ্ঞা হলো, ডিসেম্বর ১৩ তারিখে প্রত্যেক ইহুদি, নর-নারি ও ছেলেপুলে সকলকে হত্যা করা হবে। কাউকেই বাঁচিয়ে রাখা চলবে না। তাদের সকলকে হত্যা করে তাদের সকল সহায় সম্পদ লুটে নিয়ে নাও।’ এ আজ্ঞাটি ভয় ও উদ্বেগের কারন হয়ে দেখা দিল।ইহুদিগন শোকের পোশাক পরিধান করলো। তারা কান্নায় খোদার কাছে নিজেদের তাঁর হাতে সপে দিল। মর্দেকাই জরুরি একটি কারণ রাজপ্রসাদে পাঠালেন। এখন কেবল একজন ব্যক্তিই সাহায্য করতে পারবে। আর তার সতাত কনে রানি ইষ্টের। মর্দেকাইঃ ‘ইষ্টের, তোমাকে রাজার কাছ যেতে হবে! তাঁর কাছে ওকালতি করতে হবে যেন আমরা বাঁচতে পারি।’ ইষ্টেরঃ ‘আমি তা করতে পারি না। রাজার কাছে যাবার কারোই কোনো অধিকার নেই যতক্ষণ পর্যন্ত তাকে ডাকা না হয়। যদি ডাকতে আমি না যাই তবে আমাকে মরতে হবে।’ মর্দেকাইঃ ‘নিরব থেকো না! সম্ভবতঃ এ কারণেই আজ তুমি বনি ইস্রায়েল হয়েছো যেন আমাদরে বাঁচাতে পারো।’ ইষ্টেরঃ ‘আমার জন্য প্রার্থনা করুন। আমি রাজার কাছে যাবো। যদি আমাকে হত্যা করে তবে আমি শেষ হবো।’ ইষ্টেরের মতো মসিহ তাঁর জীবন কোরবানি দিয়ে দিয়েছেন। তিনি আমাদের জন্য প্রাণ কোরবানি দিয়েছেন যাতে আমরা নাজাত লাভ করতে পারি ও অনন্ত জীবনের অধিকার হতে পারি। ইষ্টের সবচেয়ে সুন্দর পোশাক পরিধান করলেন। তিনি কম্পিত হৃদয়ে রাজদরবারের মুখে এগিয়ে গেলেন। রাজা তার আগমনি দেখতে পেলেন। তিনি কি তাকে সাদরে গ্রহন করবেন না... আমি তোমাকে পরবর্তি নাটকে বলে দিব। লোকবলঃ ভাষ্যকার, হামান, মর্দেকাই, ইষ্টের, রাজদূত © Copyright: CEF Germany |