STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Bengali -- Perform a PLAY -- 135 (The schedule 3) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- Tamil -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য নাটক
135. কর্মতালিকা-৩(ট্রাফিক নিয়ন্ত্রনের শব্দ) বালকঃ ‘জীবনের পাঠশালা দ্বিতীয় অংশঃ চাবিকাঠি।’ (বিজয় উল্লাস উদযাপিত হলো। কোনো অস্র দিয়ে নয় কিন্তু যখন তারা শিংগাধ্বনি করলো তখন খোদা নিজেই শহর রক্ষার পাচিল ভূমিস্বাত করে দিয়েছেন। খোদা তাদের পক্ষে, সেই কারণে ঈস্রায়েল জাতি গোটা দেশ অধিকারভুক্ত করে নিল। বিজয়ীরা তাই বিজয় আনন্দ উদযাপন করলো। কিন্তু একজন লোক গুপ্তভাবে লুকিয়ে তাবুর মধ্যে পড়ে রইল। যেমন ট্রাফিকের নিয়ম ভঙ্গকারী। সে ইচ্ছাকৃতভাবে খোদার বিরুদ্ধে চলে গেল নিয়ম অমান্য করার পক্ষে। খোদা বললেনঃ ‘ভয় পেওনা। শহর তোমাদের অধিনে থাকবে। কিন্তু আমার আজ্ঞা পালন করো: যুদ্ধের মধ্য দিয়ে যাকিছু লাভ হয়েছে তার কোনো কিছুই নিজেদের জন্য কেউ অধিকার রাখবে না।’ খোদা যখন কোনো হুকুম জারি করেন তখন তা অবশ্যই পালন করায় উপরেই তাগিদ দেন। কিন্তু আখন তাঁর কথায় গুরুত্ব দিল না। আখনঃ ‘জেরিখোর পাথরের মধ্যে আমি ওটা কি দেখতে পাই? খুব সুন্দর বেবিলনের কোটা স্বর্ণ ও রূপা। ওটা আমার পেতেই হবে। যদি ওগুলো আমি নিয়ে নেই তবে কেউ আমাকে দেখতে পাবে না।’ যদিও কোনো তদারকি করার মতো ছিল না কিন্তু খোদার জীবন্ত ক্যামেরা সবটুকু যেকেউ করে রেখেছে যখন বাড়ার ধনরতœ তাবুর মধ্যে মাটিতে পুতে রাখতেছিল তখন খোদার নজরে সবটুকু ধরা পড়েছে। পরবর্তি শহর জয় করার সময় গুপ্তচর ভালো খবর নিয়ে আসলো। গুপ্তচরঃ ‘যিহোসুয়, অয় শহর হলো ছোট একটা শহর। ৩০০০ হাজার সৈন্য যথেষ্ট হবে তা জয় লাভ করার জন্য।’ কিন্তু তারা পরাজিত হয়ে ফিরে আসলেন। আর তাদের ৩৬ জন সৈন্য মারা গেছে শহর থেকে আসার সময়। যিহোসুয় খোদার দরবারে প্রার্থনা করলেন। যিহোসুয়ঃ ‘হে প্রভু, এমনটা কেন হলো? তুমি কেন আমাদের সাহায্য করলে না?’ খোদা তাঁর প্রার্থনার জবাব দিলেন। খোদাঃ ‘তোমরা দোষ করেছো। তোমাদের মধ্যে কেউ চুরি করেছে। অপরাধের সংশোধন করো তার পর আমি আবার সাহায্য করবো।’ তারপর গোপন সবকিছু প্রকাশ পেল। আখন নিজেই স্বীকার করলেন যে সে চুরি করেছে। একজনে পাপ করে অর্থাৎ চুরি করে আর তার প্রতিফল সকলকে ভোগ করতে হয়। যেমন একজন গাড়ি চালিয়ে লাল সিগনাল অমান্য করে কাউকে আঘাত করলো ফলে সে মারা গেল। যারা ট্রাফিক আইন অমান্য করে তাদের অবশ্য দন্ড দিতে হবে। কিন্তু আমাদের আইন ভাঙ্গার কারণে অর্থ দিয়ে জমিরানা পরিশোধ করার ক্ষমতা রাখি না। ধার্মিক খোদা পাপীদের মৃত্যুদন্ড কামনা করেন কেননা তারা পাপ করেছে। সমস্যার উপত্যাকার কাছে আখনকে পাথর মেরে হত্যা করা হলো। এবার ভালো করে শুনো। ধার্মিক খোদা মহব্বতের খোদাও বটে। আমাদের পাওনা শাস্তি পরিশোধ করা হয়েছে মসিহের সলিবে আত্ম-কোরবানির মাধ্যমে। আমরা যদি মসিহকে বিশ্বাস করি, যিনি আমাদের জন্য প্রাণ দিয়েছেন, তবে খোদাও আমাদের সকলের পাপ অপরাধ ক্ষমা করবেন। আর পাপের দলিল সম্পূর্ণ ছিঁড়ে নষ্ট করে ফেলবেন। লোকবলঃ ভাষ্যকার, বালক, খোদার কণ্ঠস্বর, আখন, গুপ্তচর, যিহোসুয় © Copyright: CEF Germany |