STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Bengali -- Perform a PLAY -- 087 (I don’t want to live any more) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- Tamil -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য নাটক
87. বাঁচতে আর চাইনাপরীক্ষার ফলাফল স্কুল ঘোষণা দিয়েছে। সান্দ্রা খুসিতে উচ্ছল। সে আর অপেক্ষা করতে পারছে না পিতা মাতাকে তার ভাল ফলাফল না দেখানো পর্যন্ত। কিয়েলের জন্য বিষয়টি একটু অন্যরকম হয়ে গেল। ক্লাসের শেষে সে ধীরে ধীরে তার বইপত্র গুছাচ্ছে। বেনঃ ‘হায়রে কিয়েল, আজ বিকেলে সাইকেলে চড়ে গিরি খাতে যাচ্ছো?’ কিয়েলঃ ‘নারে, আজ নয়।’ বেনঃ ‘হেলাফেলা বন্ধ করো, তুমি কি স্কুলে নিশি যাপন করতে চাচ্ছো?’ কিয়েলঃ ‘নিজের পথ দেখ। আমি বাড়ি ফিরে যেতে চাই না। অংকে পেয়েছি ‘ডি’ আর ভাষায় পেয়েছি ‘এফ’। আমার বাবা যদি এ ফলাফল দেখেন তবে তিনি আমাকে খুন করে ফেলবেন। তার চেয়ে বরং আমি আত্মহত্যা করবো যা হবে উত্তম। আমি আর বেচে থাকতে চাই না। আমি একটা অর্থব, কেউ কোনো দুষ্ট ব্যক্তিকে পছন্দ করে না।’ বেনঃ ‘আজে বাজে বক বকানি বন্ধ করো। তোমার পিতা তোমাকে অত্যধিক মহব্বত করেন। সে তোমার জন্যে অনেক দামি দামি উপহার সামগ্রী নিয়ে যাবেন।’ কিয়েলঃ ‘আমার পিতা? সে কেবল নিজেকে ব্যস্ত থাকেন নিয়ে তার ভবিষৎ নিয়ে চিন্তা করেন।’ বাকি সব কিছু তার কাছে মূল্য হীন।’ বেনঃ ‘আমার পিতা তেমন কোনো মহান ব্যক্তি নন। তার নজরে যখন আমি কোনো ভুল কাজ করে ফেলি তখন সে ক্ষিপ্ত হয়ে ওঠে। তার বকাঝকা আমাকে বড়ই কাদায়, কষ্ট দেয়। কখনো কখনো আমি আর বাঁচতে চাইনি, এতটাই কষ্ঠ পেয়েছি।‘ কিয়েলঃ ‘আজকের বিষয় তুমি কি অনুভব করো?’ বেনঃ ‘আজকে আমি মনে করি মসিহ আমার সাথে উপস্থিত রয়েছেন। আমি ব্যর্থ হলেও তিনি আমাকে মহব্বত করেন। যেকোনো পরিস্থিতিতে আমি তাঁর কাছে হাজির হতে পারি, এমন কি অকৃতকার্য হলেও কিছু আসে যায় না। আমি জানি তিনি সদাসর্বাদ আমার সাথে উপস্থিত থাকেন। আমাকে শক্তিধর হতে হবে না; তার উপস্থিতিতে আমি উল্লাস করতে পারি। আর তাতে আমার আনন্দ বেড়ে যায় যা তোমার কাছে প্রত্যয়ের সাথে বলতে পারি।’ কিয়েলঃ ‘তোমার জন্য তা ভালো! আমিও যদি তেমন বিশ্বাস স্থাপন করতে পারতাম তবে ভালোই হতো।’ বেনঃ ‘চলো আমরা সাইকেলে করে পাহাড়ের প্রান্তে যাই, সেখানে বসে কথা বলা যাবে। তোমার বাড়িতে আমার যাওয়া কি ঠিক হবে? সম্ভবত: অন্য কাউকে দেখে তোমার পিতা ক্ষিপ্ত হবেন না।’ কিয়েলঃ ‘ভালোই বলেছো। তুমি আচ্ছা রকম লোক।’ বেনঃ ‘ছুটির শেষে আমরা উভয়ে বাড়ির কাজ একত্রে করতে পারবো।’ বন্ধুর সাথে তাদরে বাড়তিে যাওয়া বনেরে জন্য মহা প্রশান্তকির মনে হলো। তবে কয়িলে অস্থরি হয়ে পড়লো। এরপরে একটা আর্শ্চয ঘটনা ঘটে গলে। কয়িলেরে ফলাফল দখেে তার পতিা আদৌ অস্থরি হলনে না। তনিি বরং স্বীকার করলনে, তার স্কুল জীবনে তনিওি ভালো ফল লাভ করতনে না। পতিা মাতা যখন সন্তানদরে কাছ থকেে নখিুত ফলাফল আশা করে তখন তা কঠনি হয়ে ওঠ। কন্তিু মসহিরে চাহদিা সর্ম্পূণ ভন্নি ধরনরে। তুমি যে অবস্থায়ই থাকো না কনে তনিি তোমাকে ঐ অবস্থায়ই গ্রহণ করনে। তোমার শক্তি সার্মথ বা র্দুবলতা যাই থাক না কনে তনিি সইে অবস্থায়ই তোমাকে গ্রহণ করনে। তনিি জাননে তুমি অনকে ভালো কাজ করতে পারো। এও জাননে ওগুলো সম্পাদন করা তোমার জন্য খুবই কঠনি বসিয়। তনিি তোমাকে সাহায্য করতে চান। তাই সাহস করো এবং তার উপর নর্ভির করো। তুমি মসহিকে কবুল করার পরে ঐ সকল কঠনি কাজ স্বয়ংক্রয়িভাবে তোমাকে করতে হবে না, কন্তিু উত্তম কাজ সম্পাদন করার জন্য তনিি তোমাকে সাহায্য করবনে। কাজ করার জন্য নয়িমানুর্বততিা ও আনন্দ তনিি তোমাকে দান করবনে। সাহস করো এবং তাঁর উপর আস্থা রাখো। তুমি যা কছিু চন্তিা করো তার চয়েে অধকি কাজ তুমি মসহিরে সাহায্যে করতে পরবে। লোকবলঃ ভাষ্যকার, বনে, কয়িলে © Copyright: CEF Germany |