STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Bengali -- Perform a PLAY -- 001 (Jesus loves children) This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Aymara -- Azeri -- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- Tamil -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য নাটক
1. মসিহ শিশুদের মহব্বত করেনসুুইডেনের রাজকন্যার সাথে দেখা করার জন্য অতিথী হাজির হলেন, তারা রাজকন্যাকে জিজ্ঞেস করলেন, ‘মনিখচিত রাজমুকুট আমাদের দেখাতে পারেন?’ ‘অবশ্যই’ রাজকন্যা জবাবে বললেন, আর দরজার দিকে এগিয়ে গেলেন, দুইটি শিশু সাথে করে ফিরে আসলেন। তিনি শিশু দুটি তুলে নিয়ে মুচকি হাসি হাসলেন আর অতিথীদের বললেন, ‘এরাই হলো আমার মুক্তা।’ অতিথীরা আশ্চর্য হয়ে গেলেন, তারা প্রত্যাশা করেছিলেন হিরকের মুক্তা বা অন্যকোনো মহামূল্যবান পাথর তাদের দেখাবেন। তারা বুঝতে পারলেন রাজকন্যার কাছে ডায়মন্ড বা মূল্যবান পাথরের চেয়েও শিশুরা হলো মহা দামী। এটা সত্য, সকলের হৃদয় শিশুদের প্রতি স্নেহার্দ্র থাকে না। আমরা জানি কেউ যদি শিশুদের মহব্বত করেন তবে তিনি হলেন খোদাবন্দ হযরত ঈসা মসিহ। কিতাবুল মোকাদ্দসে একটি ঘটনা রয়েছে, পিতা-মাতারা মসিহের কাছে শিশুদের নিয়ে আসছিলেন যেন তিনি তাদের আশির্বাদ দান করতে পারেন এবং তারা যেন মসিহের সাথে পরিচিত হতে পারে। কিন্তু মসিহের কাছে পৌছার পূর্বেই তারা ক্রুদ্ধ ও কর্কশ আওয়াজ শুনতে পেলো। সাহাবিগণ: ‘আপনারা কি করছেন? চলে যান। এখান থেকে বেরিয়ে যান!’ ভীতসন্ত্রস্থ শিশুরা তাদের পথে ঠায় দাঁড়িয়ে গেল। একটি কথা বলারও সাহস তারা পেল না। আর এরা হলো মসিহের সাহাবি আর তারাই এমন কঠোর ভাষায় তাদের বকুনি দিল। গল্পটি সেখানেই শেষ হয়ে যায় নি দেখে আমি খুবই আনন্দিত। মসিহ শিশুদের মহব্বত করেন তাই তিনি তাৎক্ষণিক হস্তক্ষেপ করলেন। মসিহ: ‘এই শিশুদের আমার কাছে আসতে দাও। তাদের তাড়িয়ে দিও না। ঐশি রাজ্য এমন শিশুদের জন্যই নির্ধারিত।’ মসিহ শিশুদের মহব্বত করেন। তাঁকে বিশ্বাস করার জন্য তিনি তাদের আহ্বান প্রেরণা দিচ্ছেন। তারা যেন তাকে চিনতে পারে। ফলে তারা তাঁর কাছে আসলো। ... বালক-বালিকা যারা তোমার বয়সি ... ভালো বা মন্দ ... বড় বা ছোট ... সাহসি বা লাজুক ... চটপটে অথবা মন্থর ... বালক-বালিকা যতই ভিন্ন রংয়ের হোক না কেন যেদিন মসিহ তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করলেন এবং আশির্বাদ দান করলেন সেই মুহুর্তের কথা শিশুরা কখনোই ভুলে যায় নি। মসিহ শিশুদের মহব্বত করেন! মসিহের মহব্বত শিশুদের খুবই আনন্দ দিয়েছে যার ফলে তারা মসিহের বিষয়ে আরো অনেক কথা বলেছে। সব সময় মনে রাখবে মসিহ তোমাদের অতিব মহব্বত করেন। কিতাবুল মোকাদ্দসে তিনি আপনাদের বলেছেন: যে কেউ আমার কাছে আসে, কোনো মতেই তাকে আমি বিদায় করে দেই না। লোকবল: ভাষ্যকার, মসিহ, সাহাবিগণ © Copyright: CEF Germany |