STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 113 (Can your God do everything)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

113. তোমার খোদা কি সব কাজে পারদশী


ক্যাথেরিনঃ ‘জুডি, মনে করে দেখ- আমাকে মাত্র পঁচিশ ডলার দেয়া হয়েছে। একমাত্র কারণ। কেউ জানে না যে মিশনারীকে দেবার জন্য আমি অর্থের জন্য প্রার্থনা করেছি।’

জুডিঃ ‘তুমি কি বুঝাতে চাও?’

ক্যাথেরিনঃ ‘আমি যখন ভাতা পেয়েছিলাম, তার থেকে কয়েকটি টাকা খোদার কাজে মিশনারীর হাতে দিয়েছিলাম। এখন আমি একটা পুতুল ক্রয় করতে চাই যা চীন দেশে বড়দিনের সময় পাঠাবো বলে। তুমি কি আমার সাথে আসবে?’

জুডিঃ ‘অবশ্যই!’

পুতুল বিক্রয়ের দোকানে গিয়ে তারা আলোচনা করছিল লম্বাচুল থাকবে পুতুলটির আর থাকতে হবে নীল রং পোশাক, হিসাব চুকিয়ে ক্যাথেরিন ও জুডি সোজা চলে গেল। মিসেস হার্থম্যানের গৃহে।

(কলিং বেলের ও দরজা খোলার শব্দ)

ক্যাথেরিনঃ ‘শুভ দিন, মিসেস হার্থম্যান! এ প্যাকেটটি শুভ বড়দিনের উপহার।’

মিসেস হার্থম্যানঃ ‘ওহ, আমি বড়ই দুঃখিত, কিন্তু বাক্সটি প্যাকিং বন্ধ হয়ে গেছে।’

ক্যাথেরিনঃ ‘না, তা হয় না। পুতুলটিকে অবশ্যই চীনে পৌছাতে হবে। আমি জানি এটাই বাস্তবতা। এটি ক্রয় করার মতো টাকা মসিহ আমাকে দিয়েছে।’

মিসেস হার্থম্যান তাদের অনুরোধের দৃঢ়তা দেখে শেষ পর্যন্ত বাক্স খুলে পুতুলটি রাখলেন।

ক্যাথরিনঃ ‘অশেষ ধন্যবাদ মিসেস হার্থম্যান, এর জন্য খোদার একটা পরিকল্পনা রয়েছে।’

মনে হচ্ছিল, সিস্টার রুথ আগেই উপলব্ধি করছিল। তিনি চীন দেশে মিশনারী হিসেবে কাজ করেন আর একটি যুবতিকে জার্মান ভাষা শেখান।

আদিনা ভাষাজ্ঞানে যেন আশির্বাদপ্রাপ্ত একটি বালিকা। কিন্তু জীবন্ত খোদার বিষয়ে সে কখনোই কোনো কথা শুনার সুযোগ পায় নি, যিনি কুদরতের কাজ করে থাকেন এবং মানুসকে অত্যাধিক মহব্বত করেন।

আদিনাঃ ‘তোমার খোদা আসলেই কি সবকিছু করতে পারেন?’

বড় রুথঃ' ‘অবশ্যই, তাঁর কাছে অসম্ভব বলে কিছুই নেই।’

আদিনাঃ ‘তাহলে তিনি যেন নীল রং পরিহিত জার্মান পুতুল বড়দিনের জন্য উপহার হিসেবে পাঠাতে পারেন। দয়া করে তাকে বলো।’

সিষ্টার রূথ বলতে পারে নি খোদা কেমন করে তার এই আশাটি পরিপূর্ণ করেন। বাক্স খুলে সে বড়ই আশ্চর্য হলো প্রার্থনার পুতুল মওজুদ দেখে। এটা কোনো কাকতালিয় ঘটনা নয়।

বড় রূথঃ ‘প্রভু মসিহ, তোমাকে ধন্যবাদ। তুমি জীবন্ত, আর বাস্তবে তুমি সবই করতে পারো। অনুগ্রহ পূর্বক আদিনাকে সাহায্য করো, সে যেন তোমাকে জানতে পারে।’

সুন্দর প্যাকেটে করে সে আদিনাকে পুতুলটি উপহার দিল।

বড় রূথঃ ‘দেখ আদিনা, প্রভু মসিহ এটা তোমার কাছে প্রেরণ করেছেন।’

(কাগজ নাড়াচাড়ার শব্দ)

আদিনাঃ ‘সে বড়ই চমৎকার চোখ জুড়ানো। এই সেই পুতুল যা আমি পাবার জন্য কামনা করেছিলাম।’

আনন্দে কক্ষের মধ্যে নাচতে শুরু করলো। কিন্তু হঠাৎ ভাবগম্ভির হয়ে পড়লো।

আদিনাঃ ‘সিষ্টার রূথ, মসিহ সবই করতে পারেন। আমি তাঁর উপর বিশ্বাস রাখি, কেননা তিনি আমার ইচ্ছা পূরণ করেছেন। প্রভু মসিহ আমার জীবনে আস আর আমার হৃদয়কে খাঁটি করে গড়ে তোলো। শতভাগ আমি তোমার হতে চাই। আমিন।’

শুভ বড়দিনের প্রকৃত আনন্দে আদিনার হৃদয় ভরে ওঠলো। মসিহ সবই করতে পারেন। তিনি বহুলোকের কাছে তা বলেছেন।


লোকবলঃ ভাষ্যকার, ক্যাথরিন, জুডি, মিসেস জার্মান, আদিনা, সিষ্টার রূথ

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 11, 2019, at 04:53 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)