Home -- Bengali -- Perform a PLAY -- 105 (The sign on the door 5)
105. দরজার চিহ্ন-৫
সকাল বেলা চলন্ত গাড়িটা বাড়ির সামনে দাড়িয়ে পরলো।
বালকঃ ‘মা’ তারা এসেছে।’
মাতাঃ ‘তুমি কি তোমার পাখীর খাঁচা তুলে দিতে পারো?’
বালকঃ ‘ওহো, তুমি কি শুনছো, আমরা চলছি। (পাখীর কিচির মিচির শব্দ) তুমি কি উৎফুল্ল? আমি আনন্দে উত্তেজিত।’
বয়স্কদের কষ্টের শেষ রইলো না।
তাদের কিভাবে ফিরে যাওয়া সম্ভব, মাত্র একটা পরিবারই নয় পুরো জাতিকেই বাহির হয়ে আসতে হবে।
তারা দীর্ঘদিন থেকেই মিশর ছেড়ে গোলামির শৃঙ্খল থেকে যাবার প্রচেষ্টা করে আসছিলেন। কিন্তু ফেরাউন তাদেরকে যেতে বাধা দিচ্ছিলেন। সেই তাদের থাকতে বাধ্য করেছিলেন। তাদের কঠোর পরিশ্রম করতে হতো। দিবারাত্র তারা খোদার দরবারে কেঁদেকেটে ফরিয়াদ করতো। খোদা অনেকগুলো কুদরত প্রকাশ করলেন তথাপি ফেরাউনের মন কঠিনই হয়ে থাকলো। খোদা মূসার জন্য বারবার কাজ করেছেন।
খোদাঃ ‘মূসা, ফেরাউনের কাছে যাও। আজ রাতে আমি মিশর দেশের মধ্যদিয়ে অতিক্রম করবো, আর প্রত্যেক পরিবারে প্রথম সন্তান মারা যাবে।’
বিকেল বেলা একটি ইস্রায়েলিয় বালক দেখতে পেল তার পিতা একটি মেষ জবেহ করেছে।
জিহোসুয়ঃ ‘বাবা, এ মেষটিকে মরতে হবে কেন?’
পিতাঃ ‘জিহোসুয়, যেন তুমি বাঁচতে পারো। খোদা তাই চাচ্ছেন।’
জবেহ করা মেষের রক্তের কতকটা পিতা নিয়ে দরজার উপরে মেখে দিলেন, ডানে, বায়ে এবং উপরে।
পিতাঃ ‘রক্ত হলো চিহ্ন। খোদা আজ রাতে এ গৃহের উপর দিয়ে অতিক্রম করবেন, যখন তিনি রক্তের চিহ্ন দেখবেন তখন তিনি আমাদের রক্ষা করবেন।’
জিহোসুয়ঃ ‘মেষের জন্য আমার কষ্ট হয়, কিন্তু এটি আমার জীবন বাঁচাবে।’
প্রত্যেক ইস্রায়েলিয় পরিবার তাদের দুয়ারে মেষের রক্তের চিহ্ন দিয়েছিল।
পিতাঃ ‘জিহোসুয়, এখন ভিতরে প্রবেশ করো। ইতোমধ্যে অন্ধকার হয়ে গেল। নিজেকে প্রস্তুত করো। আমাদের প্রস্তুত হতে হবে।’
তারা দাড়িয়ে থাকা অবস্থায় খেয়ে নিল।
মাঝরাত নাগাদ তারা ভীষণ কান্নার আওয়াজ শুনতে পেল। প্রত্যেক মিশরিয় পরিবারে প্রথম সন্তান ইতোমধ্যে মারা গেছে।
ফেরাউনঃ ‘যতদ্রুত সম্ভব তোমরা মিশর ত্যাগ করো। তোমাদের যা কিছু আছে সবকিছু নিয়ে তোমরা চলে যাও। এখনই চলে যাও!’
দশ লক্ষাধিক লোক, নারী, পুরুষ ও শিশু প্রস্তুত ছিল এবং ঐ রাত্রে তারা মিশর ছেড়ে চলে গিয়েছিলেন। জিহোসুয় জীবিত ছিলেন। তার পিতা তাকে হাতে ধরে নিয়ে গেলেন। রক্তের চিহ্ন তাদের বাঁচিয়েছে, আর তাদের জীবন বাঁচিয়েছে।
খোদা বাঁচিয়ে রাখতে চান।
তিনি জীবন চান মৃত্যু নয়।
প্রভু মসিহ সলিবে ক্ষতবিক্ষত অবস্থায় ঝুলেছেন এবং পরিশেষে মৃত্যু বরণ করেছেন। তাঁর রক্তই হলো চিহ্ন যে খোদা অনন্ত মৃত্যুর কবল থেকে আমাদের চিরকাল বাঁচিয়ে রাখতে চান্ সে জন্যই মসিহ বলেছেন; ‘যে কেউ আমার উপর বিশ্বাস করে সে বাঁচবে। যদিও সে মারা যায়।’ (ইউহোন্না ১১: ২৫)
লোকবলঃ ভাষ্যকার, বালক, মাতা, খোদা, জিহোসুয়, পিতা, ফেরাউন
© Copyright: CEF Germany