Home -- Bengali -- Perform a PLAY -- 103 (The voice of the unseen 3)
103. অদৃশ্য স্বর-৩
রহস্যজনক জ্বলন্ত ঝোপ। (প্রজ্জ্বলিত আগুনের শব্দ) আগুন জ্বলেই চলছে, তবু ঝোপঝাড় পুড়ছে না।
মূসা ধীরে ধীরে দৃশ্যপটের নিকটবর্তী হলেন। যে কোনো মূল্যেই তিনি এর রহস্য উদ্ঘাটন করবেনই করবেন।
মূসাঃ ‘আশ্চর্য ঘটনা তো বটে। এটা কি করে সম্ভব আগুনের মধ্যে ঝোপঝাড় পুড়ছে না?’
খোদাঃ ‘মূসা! মূসা!’
মূসাঃ ‘আজ্ঞা করুন, আমি এখানে উপস্থিত আছি।’
খোদাঃ ‘আরো কাছে আসো। তোমার পাদুকা খুলে ফেলো। কেননা যেথা তুমি দাঁড়িয়ে আছো তা পবিত্র ভূমি। আমি তোমার আল্লাহ যার উপর তোমার পিতা ঈমান রেখেছেন।’
মূসা হতচকিত হয়ে পড়লেন। খোদা এখানে আছেন! ঝোপের জ্বলন্ত আগুনের মধ্যে। মূসা আর তাকাবার সাহস পর্যন্ত পেলেন না। তিনি তার কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে ফেললেন। তিনি খোদার কণ্ঠস্বর পরিষ্কার শুনতে পেলেন।
খোদাঃ ‘আমার লোকজন মিশরে ফেরাউনের হাতে যেভাবে নিষ্পেষিত হচ্ছে তা আমি দেখতে পাচ্ছি। আমি এখন তাদের মুক্ত করবো আর পৌছে দেব উৎকৃষ্ট একটি দেশে। মূসা, তোমাকে আমার প্রয়োজন রয়েছে। তুমি ফেরাউনের কাছে যাবে আর আমার মনোনীত লোকদের দাসগৃহ থেকে মুক্ত করবে।’
মূসাঃ ‘আমি? আমি কেন? আমি ওকাজ করতে পারবোনা।’
মূসা হাজার হাজার অযুহাত দেখাতে লাগলো না যাবার জন্য। সে আদৌ বুঝতে পারে নি যে খোদা তাকে ব্যবহার করার ক্ষমতা রাখেন। কিন্তু খোদা ছিলেন তার সিদ্ধান্তে দৃঢ় প্রতিজ্ঞ।
মূসাকেই লক্ষকোটি জনতাকে দাস্যগৃহ থেকে মুক্তি দিতে হবে। তোমার এবং আমারও একজন মুক্তিদাতা রয়েছে। তোমরা কি তাকে চিনতে পেরেছো?
যদিও আমরা আদৌ মিশরে বন্দি নই, কিন্তু একজন আছে যে কিনা সতত পাপের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। সে হলো শয়তান। সে মানুষকে বন্দি করে রেখেছে, মানুষ মুক্তিলাভ করুক তার বিরোধিতা সে সর্বতোভাবে করে আসছে। কিন্তু মসিহ হলেন আমাদের সার্থক মুক্তিদাতা। তিনি শয়তানের উপর বিজয়ী হয়েছেন। মসিহের উপর বিশ্বাস আমাদের পাপের শৃঙ্খল থেকে মুক্ত করে দিতে পারে। আমি মনে করি এ মুক্তি তোমার জন্যও হয়েছে সাধিত।
খোদা আমাদের মুক্ত করতে চাচ্ছেন। সে কারণেই তিনি মসিহকে আমাদের কাছে ও মূসাকে মিশরে প্রেরণ করেছেন। এ কাজের জন্য খোদা মূসাকে দৃঢ় মনোবলের ব্যক্তিতে করেছেন পরিণত আর তাকে কুদরতের কাজ করার জন্যও ক্ষমতা দিয়েছেন। কিন্তু সর্বোত্তম আশির্বাদ হলো তাঁর প্রতিজ্ঞা।
খোদা বললেনঃ ‘মূসা, ভয় পেয়ো না। আমি তোমার সাথে সাথে যাবো এবং তোমাকে সাহায্য করবো। তোমার ভাই অবশ্য তোমার সাথে যাবেন। সে ইতোমধ্যে আসার পথে রয়েছেন। প্রস্তুত হও আর রওয়ানা দেবার জন্য প্রস্তুত থাকো।’
খোদা মূসার সাথে সাথে গেলেন। আর তাই খোদার উপস্থিতি থাকাটাই হলো যথেষ্ট।
ইস্রায়েল জাতিকে মুক্ত করা ও তাদের মিশরের দাস পেশা থেকে মুক্ত করতে তিনি সফল হয়েছিলেন কি?
লোকবলঃ ভাষ্যকার, মূসা, খোদা
© Copyright: CEF Germany