STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 085 (The fiery oven miracle 3)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

85. আগুনের চুলার রহস্য-৩


বিশাল মূর্তি নির্মাণ সমাপ্ত হয়ে গেছে। চওড়া হলো ৯ফুট আর লম্বায় ১০০ফুট যা কারো চোখ এড়ার নয়।

রাজদূতঃ ‘শুনুন সকলে! রাজাজ্ঞা সকলের জন্যই প্রযোজ্য। যখনই বাজনা শুনবে তখনই সকলে ভুমিতে উবুর হয়ে প্রণতি জানাবে উক্ত প্রতিমার সামনে যা রাজা বখত নাসের নির্মাণ ও প্রতিষ্ঠা করেছেন। কিন্তু যারা তা না করবে তাৎক্ষণিক তাদের জ্বলন্ত চুল্লিতে নিক্ষেপ করা হবে।’

ব্যতিক্রমহীন সকলেই চলে আসলো দেবতার প্রতিমার সামনে প্রণতি জানাবার জন্য। নিরবে ৩জন ব্যক্তি পাশে দাড়িয়ে থাকলেন। এ আহ্বানে তারা সাড়া দিলেন না। অনেক বৎসর পূর্বে তাদের বন্দি করে আনা হয়েছে তাদের নিজ দেশ ইস্রায়েল থেকে। তারা গৃহ ছাড়া তবে তারা খোদার উপর তাদের বিশ্বাস হারান নি।

তারা জানতেন রাজাজ্ঞার পরিণতি। প্রতিমা পূজা অসম্ভব!

(বাজনা বেজে ওঠার শব্দ) সকলেই মস্তক অবণত করে প্রতিমার সামনে পূজা দিল। কেবল তিনজন বন্ধু ব্যতিত। সকলের দৃষ্টি তাদের উপর পড়লো।

অভিযোগকারিঃ ‘রাজন,আপনি আজ্ঞা দিলেন যেন প্রত্যেকে সোনার মূর্তির সামনে অর্চনা দেয়। কিন্তু তিনজন ইহুদি আপনার হুকুম অমান্য করলো।’

রাজাঃ ‘তার মানে? তারা আমার আজ্ঞা বরখেলাপ করেছে? এক্ষুনই আমার সামনে তাদের হাজির করো।’

(দানিয়েলের বন্ধুদের রাজার সামনে হাজির করা হলো)

রাজা: ‘এটা কি সত্য, তোমরা সোনার প্রতিমার সামনে প্রণতি জানাওনি? আমি তোমাদের আর একবার সুযোগ দেব। তারপরেও যদি প্রণতি জানাতে অস্বীকার করো তবে সংগে সংগে তোমাদের প্রজ্জলিত ভয়াবহ আগুনের চুল্লিতে নিক্ষেপ করা হবে। মনে করো না তোমাদের খোদা তখন তোমাদের রক্ষা করতে পারবে।’

এমন ত্রিশঙ্কু পরিস্থিতিতে তোমাদের করনিয় কি হতে পারে? তোমাদের জীবন না প্রভুতে সুপ্রতিষ্ঠিত ইমান? উক্ত তিন বন্ধুর প্রকৃত সিদ্ধান্ত খুঁজে পেতে কাল বিলম্ব করতে হয় নি।

দানিয়েলের বন্ধুঃ ‘আমাদের খোদা যদি আমাদের বাঁচাতে চান তবে তিনি প্রজ্জলিত আগুনের চুল্লি থেকেও রক্ষা করতে পারবেন। যদি তিনি আমাদের রক্ষা নাও করেন তবুও আমরা তাঁর উপর বিশ্বস্ত থাকবো। প্রতিমার কাছে আমরা সেজদায় যাবো না।’

উক্ত তিন বন্ধু সবকিছুর উর্দ্ধে খোদাকে অধিক মহব্বত করতেন, রাজা বখত নাসের তাদের উপর ভীষণ ক্রুদ্ধ হয়ে পড়লেন।

রাজাঃ ‘আগুনে তাপ ৭গুন বাড়িয়ে দাও আর তার মধ্যে ওদের ছুড়ে মারো।’

তখন উক্ত তীব্র তাপের জলন্ত আগুনে তাদের ছুড়ে মারা হলো। আগুনের তাপ এতটাই ছিল, যে সৈন্যরা তাদের আগুনের মধ্যে ছুড়ে মেরেছিল, তীব্রতাপে তারা মারা গিয়েছিল। রাজা আগুনের দিকে আগ্রহভাবে তাকিয়ে দেখলেন।

রাজাঃ ‘আমি দেখতে পাইলাম ৪ জন লোক আগুনের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তাদের একজনের চেহারা খোদার চেহারার মত।’

রাজা চুল্লির মুখ খুললেন।

রাজাঃ ‘হে সর্বশক্তিমানের সেবক, তোমরা বের হয়ে আসো।’

নিখুত অবস্থায় তারা বাহির হয়ে আসলেন। একটি কেশ পর্যন্ত কুকড়ে যায় নি, তাদের শরীরে ও পোশাকে কোনো আগুনের গন্ধ পর্যন্ত দেখা গেল না। খোদা আগুনের মধ্যেও তাদের সুরক্ষা করলেন।

তোমরা কি এমন খোদার পরিচয় জানো যিনি এমন কুদরতের কাজ করেন? তাঁর উপর বিশ্বস্থ থাকো, সবসময় ও সর্ব পরিস্থিতিতে।


লোকবলঃ ভাষ্যকার, রাজদূত, অভিযোগকারী, রাজা, দানিয়েলের বন্ধুগণ

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 18, 2019, at 02:51 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)